ETV Bharat / state

শহরে বাড়ছে শীত, কাল-পরশু দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা

উত্তুরে হাওয়ার প্রভাবে এবার জাঁকিয়ে শীত রাজ্যে । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস । পাশাপাশি আগামীকাল ও পরশু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙে ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 22, 2020, 9:52 AM IST

কলকাতা, 22 জানুয়ারি : পশ্চিম দিকে থেকে উত্তুরে হাওয়া ঢুকছে রাজ্যে । তাই এবার জাঁকিয়ে পড়েছে শীত । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা 24.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96 শতাংশ ও সর্বনিম্ন 44 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

আগামীকাল ও পরশু দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবারের পর বদলাতে পারে পরিস্থিতি । তবে জাঁকিয়ে পড়বে শীত । আগামী দু'দিন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকার কথা কলকাতায় । পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকার কথা । শনি-রবিবার থেকে কমতে পারে তাপমাত্রা ।

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তুষারপাত হচ্ছে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায় । আগামী 24 ঘণ্টায় হরিয়ানা,পঞ্জাব,চণ্ডীগড়,দিল্লি, মধ্যপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এর জেরে বাংলায় প্রবেশ করবে ঠান্ডা হাওয়া । ফলে তাপমাত্রা আরও কিছুটা কমবে । কলকাতায় সকালের দিকে সামান্য কুয়াশা থাকবে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ । সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের থেকে কম থাকবে ।

কলকাতা, 22 জানুয়ারি : পশ্চিম দিকে থেকে উত্তুরে হাওয়া ঢুকছে রাজ্যে । তাই এবার জাঁকিয়ে পড়েছে শীত । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা 24.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96 শতাংশ ও সর্বনিম্ন 44 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

আগামীকাল ও পরশু দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবারের পর বদলাতে পারে পরিস্থিতি । তবে জাঁকিয়ে পড়বে শীত । আগামী দু'দিন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকার কথা কলকাতায় । পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকার কথা । শনি-রবিবার থেকে কমতে পারে তাপমাত্রা ।

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তুষারপাত হচ্ছে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায় । আগামী 24 ঘণ্টায় হরিয়ানা,পঞ্জাব,চণ্ডীগড়,দিল্লি, মধ্যপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এর জেরে বাংলায় প্রবেশ করবে ঠান্ডা হাওয়া । ফলে তাপমাত্রা আরও কিছুটা কমবে । কলকাতায় সকালের দিকে সামান্য কুয়াশা থাকবে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ । সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের থেকে কম থাকবে ।

Intro:এই মুহূর্তে উত্তর পশ্চিম দিক থেকে বিনা বাধায় উত্তরে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে আমাদের রাজ্যে। ফলে বাড়ছে শীতের অনুভূতি রাজ্যজুড়ে।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে একদম। সর্বোচ্চ তাপমাত্রা 24.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ 96 শতাংশ সর্বনিম্ন 44 শতাংশ। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আগামীকাল ও পরশু দার্জিলিং কালিম্পং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এর পর আবহাওয়ার পরিবর্তন ঘটবে। সর্বনিম্ন তাপমাত্রা আরো কমবে। শনিবার ও রবিবার জাঁকিয়ে শীত আসতে চলছে।


Body:আগামীকাল ও পরশু তাপমাত্রার পারদ 13 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে কলকাতায়। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আগামী দুদিন। আগামী শনি রবিবার থেকে তাপমাত্রা আরও একটু কমে বারো ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তুষারপাত হচ্ছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায়। আগামী 24 ঘণ্টায় হরিয়ানা পাঞ্জাব চন্ডিগড় দিল্লি মধ্যপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ঠান্ডা হাওয়া আমাদের রাজ্যে প্রবেশ করবে ফলে তাপমাত্রা আরও কিছুটা কমবে।


Conclusion:কলকাতায় সকালের দিকে সামান্য কুয়াশা প্রভাব থাকবে‌। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের থেকে কম থাকবে। আজ আরও কমলো সর্বনিম্ন তাপমাত্রার পারদ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.