কলকাতা, 28 অক্টোবর: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Recruitment Scam) আজ ফের ব্যাঙ্কশাল আদালতে তোলা হল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)। এ দিন ইডির তরফে মানিকের জামিনের বিরোধিতা করে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে ইডি ।
মানিকের আইনজীবী অবশ্য দাবি করেছেন, এতদিন ধরে মানিক ভট্টাচার্যকে সংশোধনাগারে রাখা হয়েছে । তাঁকে জেরা করা হচ্ছে । সিবিআই এই মামলায় তদন্ত করছে । তারা অসহযোগিতার অভিযোগ জানায়নি । মানিক ভট্টাচার্য একজন বিধায়ক । তাঁর আয়-ব্যয়ের হিসেব দরকার হলে খতিয়ে দেখুক ইডি । মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে এক ব্যক্তির সঙ্গে মানিক ভট্টাচার্যর স্ত্রীর একটি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পাওয়া গিয়েছে বলে আগের দিনই অভিযোগ জানিয়েছিল ইডি ।
এ দিন ফের ইডির তরফে বলা হয়, 2019 সাল পর্যন্ত এই অ্যাকাউন্টের আপডেট রয়েছে । কিন্তু মৃত্যুঞ্জয় চক্রবর্তী মারা গিয়েছেন 2016 সালে ৷ এ দিন মানিকের তরফে আইনজীবী আদালতে বলেন, ইডি বারবার অভিযোগ করছে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে প্রায় তিন কোটি টাকা রয়েছে । কিন্তু ওই অ্যাকাউন্টে মাত্র তিন লক্ষ টাকা রয়েছে । পাশাপাশি 1981 সাল থেকে ওই অ্যাকাউন্ট রয়েছে । এবং অ্যাকাউন্টের দ্বিতীয় ব্যক্তি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্যের পিসেমশাই ।
আরও পড়ুন: নির্বাচন কমিশনকে সম্পত্তি নিয়ে ভুল তথ্য দিয়েছেন মানিক, বিস্ফোরক দাবি ইডির
ইডি মানিকের আইনজীবীর বক্তব্য খারিজ করে জানিয়েছে, তিন বছর আগে ওই ব্যক্তি মারা গেলেও প্রতিবছর অ্যাকাউন্ট আপডেট করা হয় । প্যান কার্ডের নম্বরও দেওয়া আছে । কিন্তু মানিকের আত্মীয়ের মৃত্যুর খবর কেন ব্যাংককে জানানো হল না ? পাশাপাশি মৃত্যুঞ্জয় নামে ওই ব্যক্তির ছেলের সঙ্গে ইডি যোগাযোগ করলে তিনি জানিয়েছেন, অ্যাকাউন্টের ব্যাপারে কিছুই জানতেন না তিনি । এ দিকে, মানিকের পরিবারের একাধিক সদস্যের বেশ কয়েকটি অবৈধ অ্যাকাউন্টের খোঁজ মিলেছে বলেও দাবি করেছে ইডি ৷ পাশাপাশি তাঁদের দাবি, দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কেও সহযোগিতা করতেন মানিক ভট্টাচার্য ৷
যদিও মানিকের আইনজীবী দাবি করেছেন, যখনই ইডি ডেকেছে সহযোগিতা করেছেন তিনি । সমস্ত তথ্য দিয়েছেন । তা সত্ত্বেও সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আনা হচ্ছে তাঁর বিরুদ্ধে ।