কলকাতা, 25 অগস্ট: চন্দ্রযান-3 এর সাফল্যে গোটা দেশ যখন গর্বিত, ঠিক তখন পশ্চিমবঙ্গ বিধানসভায় দাবি উঠল চন্দ্রাভিযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের 17 মাসের বকেয়া বেতন অবিলম্বে দিতে হবে । শুক্রবার রাজ্য বিধানসভার কার্যক্রমের একদম শেষ দিকে বিষয়টি উত্থাপন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ।
এ দিন তিনি প্রথমে বিধানসভায় বলতে শুরু করেন, ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে এই হাউসের কাছে একটি বিষয় উত্থাপন করতে চাই, যে ভারতীয় বিজ্ঞানীরা চন্দ্রযানকে চাঁদে নিয়ে গেলেন । গোটা বিশ্বকে যাঁরা পথ দেখালেন, তাঁদের জন্য আমরা সমস্ত ভারতবাসী গৌরবান্বিত হলাম । বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ালাম বুক বাজিয়ে বললাম আমরাই পারি ।...’’
আরও পড়ুন: চাঁদের মাটিতে নামল প্রজ্ঞান রোভার, ভিডিয়ো প্রকাশ ইসরোর
অরূপ বিশ্বাস যখন বিষয়টি বলছেন, তখন তাঁকে থামিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি নিয়ে গতকাল রেজুলিউশন হয়ে গিয়েছে । মন্ত্রী তখন বলেন, ‘‘আমাকে বলতে দিন ।’’
এর পর আবার অরূপ বিশ্বাস বলতে শুরু করেন, ‘‘যাঁদের অধ্যাবসায় সবকিছু দিয়ে রাতের পর রাত জেগে তাঁরা এই কাজ করলেন । আজকে আমরা সফল হয়েছি । কিন্তু সংবাদ মাধ্যমে দেখছিলাম, যে বিজ্ঞানীরা রাত জেগে বসে আছেন কখন কী হয় তা দেখার জন্য । দুঃখের বিষয় তাঁরাই 17 মাস ধরে বেতন পাচ্ছেন না ।’’
আরও পড়ুন: চাঁদে ধুলোর আস্তরণ ! কাজ শুরু করতে 4 ঘণ্টারও বেশি অপেক্ষা করেছিল রোভার
এবার অরূপ বিশ্বাসকে থামিয়ে অধ্যক্ষ বলেন, ‘‘এই বিষয়গুলি যাবে না । বিষয়টি পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনার জন্য বিচার্য নয় । আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু এটা হতে পারে না । ইসরোর বেতন যারা পাননি, সবটাই কেন্দ্রীয় সরকারের বিষয় ।’’
তখন অরূপ বিশ্বাস আবার বলেন, ‘‘তাঁদের জন্য আমরা গর্ব অনুভব করছি । তাঁরা 17 মাস ধরে বেতন পাচ্ছেন না । তাঁদের বাজেট আজকে 32 পার্সেন্ট কমিয়ে দেওয়া হচ্ছে । কেন এটা আমাদের আলোচনার বিষয় হতে পারে না ? আজকে যে মানুষগুলোর জন্য একজন বিধায়ক হিসেবে আমি গর্ব করতে পারি । তাঁরা 17 মাস ধরে মাইনে পাচ্ছেন না । তাঁদের বাজেট 32 শতাংশ কাটছাঁট করা হয়েছে । কেন প্রধানমন্ত্রী শুধু বড় বড় কথা বলছেন ?’’
তিনি আরও বলেন, ‘‘সমস্ত বিজ্ঞানীদের 17 মাসের বেতন দিতে হবে । এই দাবি প্রধানমন্ত্রীর কাছে আমরা করছি । অবিলম্বে এটা কার্যকর করতে হবে । বিজ্ঞানীরা 17 মাস ধরে বেতন পাচ্ছেন না । এর থেকে লজ্জার কিছু হতে পারে না । আজকে যাঁরা বড় বড় কথা বলছেন, তাঁরা আদতে বিজ্ঞানীদের অপমান করছেন ।’’
আরও পড়ুন: চন্দ্রযানের ক্রিয়াকলাপ, সিস্টেম সব স্বাভাবিক; জানাল ইসরো
অরূপ বিশ্বাস যখন এসব কথা বলছেন, তখন শাসক বেঞ্চ থেকে আওয়াজ ওঠে শেম-শেম (লজ্জা) । বিরোধী বেঞ্চে বসে থাকা বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, বিশ্বনাথ কারক ও অশোক লাহিড়ীরা এই বক্তব্যের পালটা প্রতিবাদ করতে থাকেন । বরং তাঁরা অধ্যক্ষের বক্তব্যকের সমর্থন জানান । এসবের মাঝেই দিনের মতো সভা মুলতুবি করে দেন স্পিকার বিমান বন্দোপাধ্যায় ।
অধিবেশন শেষে বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, ‘‘এভাবে একজন রাজ্যের মন্ত্রী কেন্দ্রীয় সরকারের কোনও বিষয় নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা করতে পারেন না । সংবাদ মাধ্যমের কোনও বিষয়ে আলোচনার জন্য প্রামাণ্য নথি হতে পারে না ।’’ অন্যদিকে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, ‘‘প্রথমবার অধ্যক্ষকে দেখলাম এ ধরনের পদক্ষেপ নিতে । সঠিক বলেছেন অধ্যক্ষ । কেন্দ্রীয় সরকারের কোনও বিষয় নিয়ে আলোচনার জায়গা বিধানসভা নয় ।’’
আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুতে মানব উপনিবেশ তৈরির সম্ভাবনা রয়েছে, দাবি ইসরোর প্রধানের