কলকাতা, 25 ডিসেম্বর : প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির টাকা থেকে বাংলার কৃষকদের বঞ্চিত করা হচ্ছে বলে আজ সকালেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি । এবার সেই একই কথা শোনা গেল পশ্চিমবঙ্গের রাজ্যপালের মুখেও । অনেকটা প্রধানমন্ত্রীর সুরেই সুর মেলিয়ে রাজ্য সরকারের কৃষি সংক্রান্ত নীতির সমালোচনা করেন তিনি ।
সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, "এটা আমার জন্য চিন্তার বিষয় যে পশ্চিমবঙ্গের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি থেকে উপকৃত হতে পারেননি । রাজ্যপাল হিসেবে, আমি এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি । কিন্তু আমার কোনও চিঠির উত্তর দেওয়া হয়নি ।"
এর আগে আজ প্রধানমন্ত্রী সরাসরি অভিযোগ করেছিলেন, বাংলার কৃষকদের দুর্দশার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । বাংলার মুখ্যমন্ত্রীর পদক্ষেপ কৃষক বিরোধী । রাজনৈতিক কারণে বাংলার কৃষকরা কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছেন না । পাশাপাশি বাংলার কৃষকদের প্রতি বঞ্চনা নিয়ে কেন কোনও আন্দোলন হল না সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী । একই সঙ্গে তিনি বলেন, বাংলার কৃষকদের টাকা পাইয়ে দিতে সমস্যা হচ্ছে । অথচ পঞ্জাবে যাওয়ার সময় রয়েছে ।
আরও পড়ুন : মমতার সরকারের জন্যই দুর্দশার শিকার বাংলার কৃষকরা, সরাসরি আক্রমণ মোদির
আজ প্রধানমন্ত্রী যেভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন, রাজ্যপালের বক্তব্যেও সেই একই কথার প্রতিফলন দেখা গেল । এর আগেও একাধিকবার রাজ্যপাল অভিযোগ করেছিলেন, তাঁর পাঠানোর চিঠির জবাব দেননি মুখ্যমন্ত্রী ।