ETV Bharat / state

Governor on PM Modi Birthday: মোদির জন্মদিনে কুল দেবতার মন্দিরে সারাদিন পুজোপাঠ রাজ্যপাল বোসের - PM Narendra Modi Birthday

PM Narendra Modi Birthday: অন্যকরমভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় কেরলে কুল দেবতার মন্দিরে সারাদিন পুজোপাঠ করলেন তিনি ৷

Bengal Governor CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 11:40 AM IST

Updated : Sep 18, 2023, 12:09 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: রবিবার অর্থাৎ 17 সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 74তম জন্মদিন ৷ এই দিনটি উপলক্ষে পরিবারের সঙ্গে মিলে কেরলে কুল দেবতা চাকালাতকাভু (বন দুর্গা) মন্দিরে পুজো করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মোদির মঙ্গল কামনায় গতকাল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন পুজো করেন তিনি । সোমবার বাংলার রাজ্যপাল মোদির জন্মদিনে পুজো করার ছবি সোশাল মিডিয়া এক্সে পোস্ট করেছেন ৷ যেখানে দক্ষিণ ভারতীয় পোশাক পরে মন্দিরে পুজো করতে দেখা গিয়েছে তাঁকে ৷ সঙ্গে তিনি লিখেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি ।"

  • और प्रधानमंत्री जी की दीर्घायु और उत्तम स्वास्थ्य के लिए मनोकामना की। pic.twitter.com/H6OsXlkKyS

    — Governor of West Bengal (@BengalGovernor) September 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুজোর পাশাপাশি নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সিভি আনন্দ বোস মাতা অমৃতানন্দময়ী আম্মার উপস্থিতিতে প্রধানমন্ত্রীর শুভকামনা করেছেন । এর আগে রবিবার রাজ্যপাল এক্সে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান ৷ তিনি একটি পোস্টে লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে তাঁর জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাই ৷ সমাজ সেবা এবং জাতির অগ্রগতিতে প্রেরণাদায়ক ও অনুপ্রেরণামূলক কাজের জন্য তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ৷"

  • माननीय प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी के जन्मदिवस के उपलक्ष्य में पश्चिम बंगाल के राज्यपाल डा0 सी वी आनंदबोस ने सपरिवार अपने कुल देवता चकलतकावु (वन दुर्गा) मंदिर केरल में एकदिवसीय उदयस्त्यम् (उदय से अस्त तक) पूजा अर्चना की

    — Governor of West Bengal (@BengalGovernor) September 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছায় ভরিয়েছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে বিজেপির নেতামন্ত্রী, এমনকী বিরোধীদলের নেতারাও ৷ উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে কেদারনাথদামে ও বদ্রীনাথধামে নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিশেষ পুজো করা হয় । মন্দিরের পুরোহিতরা বিশেষ হোমযজ্ঞের মাধ্যমে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন । এর পাশাপাশি মোদির সুস্বাস্থ্য এবং দেশের সুখ-সমৃদ্ধির কামনা করা হয় এ দিন ।

  • इस सुअवसर पर राज्यपाल डा0 सी वी आनंदबोस ने प्रधानमंत्री जी के जन्मदिन के अवसर पर प्रिय माता अमृतानंदमयी अम्मा’ की उपस्थिति में श्री नरेन्द्र मोदी जी के लिए मंगलकामनाएं की। pic.twitter.com/dBiSIiAqnM

    — Governor of West Bengal (@BengalGovernor) September 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মোদির জন্মদিনে বদ্রীনাথ-কেদারনাথে বিশেষ পুজো, দেখুন ভিডিয়ো

প্রধানমন্ত্রীকে জন্মদিনে দিল্লির মেট্রোয় সফর করতে দেখা গিয়েছে ৷ যাত্রীদরে সঙ্গে আলাপচারিতাও সারেন তিনি ৷ পাশাপাশি তাঁদের কাছ থেকে সংস্কৃতে মেলে জন্মদিনের শুভেচ্ছা ৷ মোদির জন্মদিনে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে ৷ বিজেপির দলীয় কর্মী ও নেতারা মহা সমারোহে মোদির জন্মদিন পালন করে । জন্মদিনের সকাল থেকেই একাধিক কর্মসূচিতে সামিল হতে দেখা গিয়েছে খোদ প্রধানমন্ত্রীকে । 'পিএম বিশ্বকর্মা' প্রকল্পের সূচনা করেন তিনি । 1950 সালের 17 সেপ্টেম্বর গুজরাতে জন্মগ্রহণ করেন দেশের 14তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

কলকাতা, 18 সেপ্টেম্বর: রবিবার অর্থাৎ 17 সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 74তম জন্মদিন ৷ এই দিনটি উপলক্ষে পরিবারের সঙ্গে মিলে কেরলে কুল দেবতা চাকালাতকাভু (বন দুর্গা) মন্দিরে পুজো করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মোদির মঙ্গল কামনায় গতকাল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন পুজো করেন তিনি । সোমবার বাংলার রাজ্যপাল মোদির জন্মদিনে পুজো করার ছবি সোশাল মিডিয়া এক্সে পোস্ট করেছেন ৷ যেখানে দক্ষিণ ভারতীয় পোশাক পরে মন্দিরে পুজো করতে দেখা গিয়েছে তাঁকে ৷ সঙ্গে তিনি লিখেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি ।"

  • और प्रधानमंत्री जी की दीर्घायु और उत्तम स्वास्थ्य के लिए मनोकामना की। pic.twitter.com/H6OsXlkKyS

    — Governor of West Bengal (@BengalGovernor) September 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুজোর পাশাপাশি নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সিভি আনন্দ বোস মাতা অমৃতানন্দময়ী আম্মার উপস্থিতিতে প্রধানমন্ত্রীর শুভকামনা করেছেন । এর আগে রবিবার রাজ্যপাল এক্সে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান ৷ তিনি একটি পোস্টে লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে তাঁর জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাই ৷ সমাজ সেবা এবং জাতির অগ্রগতিতে প্রেরণাদায়ক ও অনুপ্রেরণামূলক কাজের জন্য তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ৷"

  • माननीय प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी के जन्मदिवस के उपलक्ष्य में पश्चिम बंगाल के राज्यपाल डा0 सी वी आनंदबोस ने सपरिवार अपने कुल देवता चकलतकावु (वन दुर्गा) मंदिर केरल में एकदिवसीय उदयस्त्यम् (उदय से अस्त तक) पूजा अर्चना की

    — Governor of West Bengal (@BengalGovernor) September 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছায় ভরিয়েছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে বিজেপির নেতামন্ত্রী, এমনকী বিরোধীদলের নেতারাও ৷ উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে কেদারনাথদামে ও বদ্রীনাথধামে নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিশেষ পুজো করা হয় । মন্দিরের পুরোহিতরা বিশেষ হোমযজ্ঞের মাধ্যমে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন । এর পাশাপাশি মোদির সুস্বাস্থ্য এবং দেশের সুখ-সমৃদ্ধির কামনা করা হয় এ দিন ।

  • इस सुअवसर पर राज्यपाल डा0 सी वी आनंदबोस ने प्रधानमंत्री जी के जन्मदिन के अवसर पर प्रिय माता अमृतानंदमयी अम्मा’ की उपस्थिति में श्री नरेन्द्र मोदी जी के लिए मंगलकामनाएं की। pic.twitter.com/dBiSIiAqnM

    — Governor of West Bengal (@BengalGovernor) September 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মোদির জন্মদিনে বদ্রীনাথ-কেদারনাথে বিশেষ পুজো, দেখুন ভিডিয়ো

প্রধানমন্ত্রীকে জন্মদিনে দিল্লির মেট্রোয় সফর করতে দেখা গিয়েছে ৷ যাত্রীদরে সঙ্গে আলাপচারিতাও সারেন তিনি ৷ পাশাপাশি তাঁদের কাছ থেকে সংস্কৃতে মেলে জন্মদিনের শুভেচ্ছা ৷ মোদির জন্মদিনে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে ৷ বিজেপির দলীয় কর্মী ও নেতারা মহা সমারোহে মোদির জন্মদিন পালন করে । জন্মদিনের সকাল থেকেই একাধিক কর্মসূচিতে সামিল হতে দেখা গিয়েছে খোদ প্রধানমন্ত্রীকে । 'পিএম বিশ্বকর্মা' প্রকল্পের সূচনা করেন তিনি । 1950 সালের 17 সেপ্টেম্বর গুজরাতে জন্মগ্রহণ করেন দেশের 14তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

Last Updated : Sep 18, 2023, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.