কলকাতা, 1 জুন: অভিভাবকহীন রাজ্য নির্বাচন কমিশন । একই ভাবে কলকাতা, কল্যাণী, যাদবপুর মিলিয়ে প্রায় 31টি বিশ্ববদ্যালয়ে উপাচার্যের মেয়াদ শেষ হয়েছে । তার মধ্যে বুধবার রাতে 10টি বিশ্ববিদ্যালয়ের উপচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কিন্তু এই উপাচার্য নিয়োগে রাজ্য সরকারের সঙ্গে কোনোরকম আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তিনি আইনি পদক্ষেপের হুশিয়ারি দিয়ে টুইট করেছেন ।
রাজভবন সূত্রের খবর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে অমলেন্দু ভুঁইয়াকে । তিনি কমার্স বিভাগের শিক্ষক । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হতে পারে অমিতাভ দত্তকে । সূত্রের দাবি, রাজভবনের পাঠানো নির্দেশিকায় তাঁর নামে ভুল রয়েছে । তাই তিনি এখনও নিশ্চিত নন তিনি উপাচার্যের দায়িত্ব পাচ্ছেন কি না । একই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পাচ্ছেন শান্তা দত্ত, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রাজকুমার কোঠারীকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হচ্ছে । কিন্তু, এই 10 উপাচার্য নিয়োগে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে অভিযোগ । সংবাদমাধ্যমের থেকে উপাচার্য নিয়োগের কথা জানতে পেরেছেন বলে দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ দিন টুইটে লিখেছেন, "সংবাদমাধ্যম থেকে জানতে পারলাম সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলিতে মাননীয় রাজ্যপাল আজ আবার 10টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করেছেন । এই নিযুক্তি দফতরের সঙ্গে কোনও আলোচনা ব্যতিরেকে করা হল, যা বর্তমানে উপাচার্য নিয়োগের যে নিয়ম আছে, তার সম্পূর্ণ পরিপন্থী ও বেআইনি । এই অভূতপূর্ব পরিস্থিতিতে আমরা বিভাগীয়ভাবে আইনি পরামর্শ নিচ্ছি, ভবিষ্যতে কী পদক্ষেপ করা হবে সেই বিষয়ে । বেআইনিভাবে নবনিযুক্ত মাননীয় উপাচার্যদের সকলকে উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে সসম্মান অনুরোধ থাকবে যে, তাঁরা যেন এই নিয়োগ প্রত্যাখ্যান করেন ।"
এরকম পরিস্থিতিতে রাজ্যের সঙ্গে রাজভবনের আবারও যে সংঘাত তৈরি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না । ইতিমধ্যে, রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ না হওয়ার রাজভবনের দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । নবান্ন নাম পাঠালেও রাজভবন কোনও কাজ করছে না বলে অভিযোগ করেন তিনি । এবার উপাচার্য নিয়োগ ঘিরেও নতুন করে সংঘাত তৈরি হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ৷
-
#HED pic.twitter.com/N4AqOg3V5m
— Bratya Basu (@basu_bratya) June 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#HED pic.twitter.com/N4AqOg3V5m
— Bratya Basu (@basu_bratya) June 1, 2023#HED pic.twitter.com/N4AqOg3V5m
— Bratya Basu (@basu_bratya) June 1, 2023
আরও পড়ুন: সাপ্তাহিক রিপোর্ট জমা না পড়ায় ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ রাজভবনের