কলকাতা, 15 ফেব্রুয়ারি: রাজ্যের নতুন তথ্য কমিশনার (Information Commissioner) হিসেবে পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডিজি বীরেন্দ্রকে (Former DGP Virendra) বেছে নেওয়া হল । বুধবার বিধানসভায় এই নিয়ে এক বৈঠকে তাঁকে এই পদের জন্য বেছে নেওয়া হয় ৷
প্রসঙ্গত, এদিন রাজ্য বিধানসভায় নতুন তথ্য কমিশনার নিয়োগ নিয়ে যে বৈঠক ছিল, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিতি থাকার কথা ছিল ৷ কিন্তু শেষ মুহূর্তে শুভেন্দু অধিকারী অনুপস্থিত ছিলেন ৷ তাই কার্যত একতরফাভাবেই মুখ্যমন্ত্রী ও পরিষদীয় মন্ত্রীর বৈঠকে প্রাক্তন ডিজিকে তথ্য কমিশনার হিসাবে নিযুক্ত করা সিদ্ধান্ত নেওয়া হল । এবার রাজ্যপালের অনুমোদন পেলেই তিনি তথ্য কমিশনার হিসেবে কাজ শুরু করবেন ।
রাজ্য সরকারের তরফ থেকে এদিন এই সিদ্ধান্ত নেওয়া হলেও বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই বৈঠক অবৈধ । তথ্য কমিশনার নিয়োগের আগে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার রীতি রয়েছে । এক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে তা মানা হয়নি । কাজেই এই বৈঠক অর্থহীন ।
তিনি আরও জানিয়েছেন, অতীতেও রাজ্য সরকারের তরফ থেকে দু’বার তথ্য কমিশনার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল । কিন্তু সঠিক প্রক্রিয়ায় সেই সিদ্ধান্ত না নেওয়ার কারণে রাজভবনে গিয়েও তা শেষ পর্যন্ত কার্যকরী করা যায়নি । এবারও রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পরিণাম একই হতে চলেছে । এবারও বীরেন্দ্রকে তথ্য কমিশনার করার সিদ্ধান্তে অনুমোদন দেবেন না রাজ্যপাল ।
এদিকে বুধবার বীরেন্দ্রকে তথ্য কমিশনার নিয়োগের বিষয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘এদিনের বৈঠকে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি । বৈঠক শুরুর পর তিনি যে থাকবেন না সেকথা আমাদের জানানো হয়েছে । এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ডিজি বীরেন্দ্রর নাম তথ্য কমিশনার হিসেবে সুপারিশ করেন । আমি তাঁকে সমর্থন জানিয়েছি । এবং বৈঠকে উপস্থিত সদস্যদের সম্মতিতেই তাঁকে এই পদে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এবং এই সিদ্ধান্তের কথা রাজভবনে পাঠানো হবে ।’’
এদিকে শোভনদেব চট্টোপাধ্যায়ের পালটা জবাব দিয়েছেন শুভেন্দুও । তিনি বলেন, ‘‘পরিষদীয় মন্ত্রীর বক্তব্যের জবাব আমি দেব না, ক্ষেত্রে যেহেতু কাস্টডিয়ান রাজ্যপাল ৷ আমার এই নিয়ে যা বক্তব্য তা তাঁকেই জানিয়ে দেব ।’’
আরও পড়ুন: 'প্রার্থী আগে থেকে ঠিক করা, বৈঠক সরকারি প্রহসন', মমতার সঙ্গে দেখা করলেন না শুভেন্দু