কলকাতা, 25 এপ্রিল: রাজ্যের বহু জেলার কৃষক বাজারগুলির অবস্থা করুণ । কোনওটা আগাছা, ঘাস জন্মে ঢেকে গিয়েছে । কোনওটা আবার শেড ভেঙে পড়েছে । আবারও কোথাও দেওয়ালের পলেস্তরা খসে খসে পড়ছে । দীর্ঘদিন ধরে কোথাও কোথাও বন্ধ রয়েছে কৃষক বাজার । এরকম কৃষক বাজারগুলির সংস্কার প্রয়োজন বলে মনে করেছে রাজ্য সরকার । তাই, তড়িঘড়ি সরকার জেলাশাসকদের কাছে এলাকাভিত্তিক কৃষক বাজারগুলির বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে । প্রয়োজনে ওই সমস্ত কৃষক বাজারগুলিতে প্রতিনিধি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে । যাতে আধিকারিকরা নিজেরা যাচাই করে কৃষক বাজারে ঘুরে নিজে হাতে রিপোর্ট তৈরি করতে পারেন । সেই রিপোর্ট সরকারের কাছে জমা পড়লেই সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা হবে ।
দক্ষিণবঙ্গের এক জেলাশাসক বলেন, "রাজ্য সরকার জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছে জেলার সমস্ত কৃষক বাজারগুলির অবস্থার উপর একটি প্রতিবেদন দেওয়ার জন্য । রাজ্যের কিছু কৃষক বাজার সঠিকভাবে কাজ করছে না বলে অভিযোগ রয়েছে । সেগুলি সংস্কারের প্রয়োজন আছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।" খাদ্যশস্য এবং শাকসবজি সঞ্চয় করার জন্য বিভিন্ন জেলায় কৃষক বাজারগুলি স্থাপন করা হয়েছিল । কিন্তু, বর্তমানে রাজ্যের কিছু কৃষক বাজারের অবস্থা শোচনীয় । সেখানে খাদ্যশস্য সংরক্ষণ করা সম্ভব নয় । এছাড়াও, দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি জেলায় 100টি পলি-হাউস তৈরি করা হয়েছে ৷ সেগুলিরও সংস্কার প্রয়োজন বলে মনে করছে রাজ্য সরকার ৷
দক্ষিণ 24 পরগনার ক্যানিং, গোসাবা, পাথর প্রতিমা, বিষ্ণুপুর, জয়নগরে পলি হাউস তৈরি করা হয়েছে । পলি হাউসগুলি বৃষ্টি, বন্যা, পোকামাকড় এবং এমনকী প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ধ্বংস থেকে রক্ষা করে । রাজ্যের 341টি ব্লক জুড়ে 1000 কৃষক বাজার রয়েছে । তার মধ্যে বিভিন্ন জেলায় প্রায় 50টি কৃষক বাজারের সংস্কার করা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই 50টি ছাড়াও আর কোনও কৃষক বাজারের সংস্কার করা প্রয়োজন রয়েছে কি না, তা জানতেই নতুন করে কৃষক বাজার পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে । জেলাশাসকদের রিপোর্টের ভিত্তিতে, রাজ্যের আধিকারিকরা কৃষক বাজারগুলি পরিদর্শন করবেন । তারপর রিপোর্ট তৈরি করবেন । রিপোর্ট জমার পর প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা গ্রহণ করা হবে ।
আরও পড়ুন: লাইসেন্সহীন পাঁচটি অ্যাপ ক্যাব সংস্থাকে শো-কজ, বিপাকে মালিক ও চালকেরা