ETV Bharat / state

Vice Chancellor Appointment Issue: উপাচার্য নিয়োগ ইস্যুতে সুপ্রিম কোর্টে রাজ্যের করা মামলার শুনানি হতে পারে সোমবার - উপাচার্য নিয়োগ ইস্যু

দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে বিবাদ চলছে রাজ্যপালের ৷ এই ইস্যুতে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ৷

ETV Bharat
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Aug 20, 2023, 11:04 PM IST

কলকাতা, 20 অগস্ট: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার । সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে রাজ্যের আবেদনের ভিত্তিতে এই মামলার শুনানি হতে পারে ।

যদিও কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া মামলায় রাজভবনের তরফে বলা হয়েছিল, রাজ্যের তরফে সরাসরি নির্দিষ্ট প্যানেল না পাঠিয়ে 27 জনের একটি তালিকা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পাঠিয়ে দেওয়া হয়েছে । যেহেতু রাজ্যের তরফে নির্দিষ্ট কোনও প্যানেল পাঠানো হয়নি তাই নিজের মতো করেই উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল । সেসময় অবশ্য হাইকোর্ট উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের বিরুদ্ধে কোনও বক্তব্য না রেখে রাজ্যপালের নিয়োগ দেওয়া উপাচার্যদের বেতন এবং সুযোগ-সুবিধা বন্ধ রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছিল ।

এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি । রাজ্যপাল কেন এতদিন এখানে উপাচার্য নিয়োগ করেননি তা নিয়ে তোপ দেগেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ ছাত্র মৃত্যু নিয়ে টানা পোড়েনের মধ্যেই শনিবার রাতে অস্থায়ী উপাচার্য হিসাবে যাদবপুরের গণিত বিভাগের প্রধান বুদ্ধদেব সাউকে নিয়োগ দেয় রাজভবন । কিন্তু এই নিয়োগের ক্ষেত্রেও অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই রাজ্যপাল সিভি আনন্দ বোস এই সিদ্ধান্ত নিয়েছেন ৷

আরও পড়ুন: 'সিসিটিভি ম্যাজিক শব্দ মনে হচ্ছে', নিরাপত্তার প্রশ্নে মন্তব্য যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্যের

যতদূর জানা গিয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা না-করেই উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল, এই অভিযোগ তুলে শীর্ষ আদালতের দারস্থ হয়েছে রাজ্য সরকার ৷ এই অবস্থায় সুপ্রিম কোর্টে উপাচার্যের নিয়োগের বিষয়টি নিয়ে কী সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকার । এই ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

কলকাতা, 20 অগস্ট: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার । সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে রাজ্যের আবেদনের ভিত্তিতে এই মামলার শুনানি হতে পারে ।

যদিও কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া মামলায় রাজভবনের তরফে বলা হয়েছিল, রাজ্যের তরফে সরাসরি নির্দিষ্ট প্যানেল না পাঠিয়ে 27 জনের একটি তালিকা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পাঠিয়ে দেওয়া হয়েছে । যেহেতু রাজ্যের তরফে নির্দিষ্ট কোনও প্যানেল পাঠানো হয়নি তাই নিজের মতো করেই উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল । সেসময় অবশ্য হাইকোর্ট উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের বিরুদ্ধে কোনও বক্তব্য না রেখে রাজ্যপালের নিয়োগ দেওয়া উপাচার্যদের বেতন এবং সুযোগ-সুবিধা বন্ধ রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছিল ।

এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি । রাজ্যপাল কেন এতদিন এখানে উপাচার্য নিয়োগ করেননি তা নিয়ে তোপ দেগেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ ছাত্র মৃত্যু নিয়ে টানা পোড়েনের মধ্যেই শনিবার রাতে অস্থায়ী উপাচার্য হিসাবে যাদবপুরের গণিত বিভাগের প্রধান বুদ্ধদেব সাউকে নিয়োগ দেয় রাজভবন । কিন্তু এই নিয়োগের ক্ষেত্রেও অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই রাজ্যপাল সিভি আনন্দ বোস এই সিদ্ধান্ত নিয়েছেন ৷

আরও পড়ুন: 'সিসিটিভি ম্যাজিক শব্দ মনে হচ্ছে', নিরাপত্তার প্রশ্নে মন্তব্য যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্যের

যতদূর জানা গিয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা না-করেই উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল, এই অভিযোগ তুলে শীর্ষ আদালতের দারস্থ হয়েছে রাজ্য সরকার ৷ এই অবস্থায় সুপ্রিম কোর্টে উপাচার্যের নিয়োগের বিষয়টি নিয়ে কী সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকার । এই ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.