ETV Bharat / state

Awas Yojana: আবাস যোজনার বরাদ্দের টাকা চেয়ে কেন্দ্রকে আবার চিঠি রাজ্যের - বরাদ্দের টাকা চেয়ে কেন্দ্রকে আবার চিঠি

আবাস যোজনার টাকা চেয়ে কেন্দ্রীয় সরকারকে আবার চিঠি দিয়েছে রাজ্য সরকার (Awas Yojana Funds) ৷ পঞ্চায়েত দফতরের তরফে এই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে ৷

Nabanna
নবান্ন
author img

By

Published : Jan 17, 2023, 4:35 PM IST

কলকাতা, 17 জানুয়ারি: সোমবারই মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে রাজ্যকে 100 দিনের কাজের টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এবার মঙ্গলবার আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য পঞ্চায়েত দফতর ।

কেন্দ্রকে চিঠি রাজ্যের: গত 24 নভেম্বর রাজ্যকে 11 লক্ষ 43 হাজার 488টি বাড়ির জন্য 8200 কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রকল্পের শর্ত অনুযায়ী রাজ্যের অংশ অর্থাৎ 4800 কোটি টাকা দিয়ে এই প্রকল্পের কাজ শুরু করে দেওয়া হয়েছে । অথচ এখনও বাকি অর্থ আসেনি । এই অবস্থায় কেন্দ্রীয় বরাদ্দ দেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি দিল নবান্ন ।

এই চিঠিতে রাজ্যের তরফ থেকে বলা হয়েছে, রাজ্য সরকারের হাতে সময় কম ৷ তিন মাসের মধ্যে 11 লক্ষ 36 হাজার বাড়ি করতে হবে রাজ্যকে । এই অবস্থায় কেন্দ্রের তরফ থেকে অর্থ বরাদ্দের আশ্বাস দেওয়া হলেও টাকা দেওয়া হয়নি । এই টাকা দ্রুত রাজ্য সরকারকে না দেওয়া হলে প্রকল্পের কাজ সময়ে শেষ করা অসম্ভব হয়ে পড়বে । আর সেই কারণেই রাজ্যের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে দ্রুত বকেয়া দেওয়া হোক ।

রাজ্যের বক্তব্য: রাজ্যের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে দেরি করে শেষ মুহূর্তে টাকা দেওয়ার ফলে রাজ্য এই অর্থ খরচ করতে পারবে না এবং তা আবার কেন্দ্রীয় কোষাগারে ফেরত যাবে । পঞ্চায়েত দফতরের (Panchayat Department) এক আধিকারিক এই নিয়ে ইঙ্গিত দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার গোটা বিষয়টিকে রাজনীতির পর্যায়ে নিয়ে যাচ্ছে । পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের ভাগের টাকা না ছেড়ে এমনটা প্রচার করা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের বাড়ি দেওয়া হচ্ছে । কিন্তু বাড়ি অনুমোদন দেওয়ার পর তার জন্য মানুষের কাছে টাকা না গেলে এতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে ।

বাস্তব এটাই এই 11 লক্ষ মানুষের আবাস যোজনার (PM Awas Yojana) বাড়ি কেন্দ্রীয় বরাদ্দ না ছাড়লে কোনোভাবেই করা সম্ভব নয় । কারণ, ইতিমধ্যেই রাজ্য তার বরাদ্দের অর্থ দিয়ে দিয়েছে । যতদূর জানা যাচ্ছে ইতিমধ্যেই সামগ্রিকভাবে এই বিষয়টিকে উল্লেখ করে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রককে চিঠিও দিয়েছে রাজ্য । তবে চিঠি দেওয়া হলেও তার জবাব আসেনি । ফলে এদিন আরও একবার রাজ্যের তরফ থেকে বকেয়া টাকা দেওয়ার জন্য চিঠি দিল রাজ্য ।

আরও পড়ুন: 'বাংলাকে ভাতে মারার চেষ্টা ! বদলা নেব না তবে বদল করবই', মনরেগা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

কলকাতা, 17 জানুয়ারি: সোমবারই মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে রাজ্যকে 100 দিনের কাজের টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এবার মঙ্গলবার আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য পঞ্চায়েত দফতর ।

কেন্দ্রকে চিঠি রাজ্যের: গত 24 নভেম্বর রাজ্যকে 11 লক্ষ 43 হাজার 488টি বাড়ির জন্য 8200 কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রকল্পের শর্ত অনুযায়ী রাজ্যের অংশ অর্থাৎ 4800 কোটি টাকা দিয়ে এই প্রকল্পের কাজ শুরু করে দেওয়া হয়েছে । অথচ এখনও বাকি অর্থ আসেনি । এই অবস্থায় কেন্দ্রীয় বরাদ্দ দেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি দিল নবান্ন ।

এই চিঠিতে রাজ্যের তরফ থেকে বলা হয়েছে, রাজ্য সরকারের হাতে সময় কম ৷ তিন মাসের মধ্যে 11 লক্ষ 36 হাজার বাড়ি করতে হবে রাজ্যকে । এই অবস্থায় কেন্দ্রের তরফ থেকে অর্থ বরাদ্দের আশ্বাস দেওয়া হলেও টাকা দেওয়া হয়নি । এই টাকা দ্রুত রাজ্য সরকারকে না দেওয়া হলে প্রকল্পের কাজ সময়ে শেষ করা অসম্ভব হয়ে পড়বে । আর সেই কারণেই রাজ্যের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে দ্রুত বকেয়া দেওয়া হোক ।

রাজ্যের বক্তব্য: রাজ্যের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে দেরি করে শেষ মুহূর্তে টাকা দেওয়ার ফলে রাজ্য এই অর্থ খরচ করতে পারবে না এবং তা আবার কেন্দ্রীয় কোষাগারে ফেরত যাবে । পঞ্চায়েত দফতরের (Panchayat Department) এক আধিকারিক এই নিয়ে ইঙ্গিত দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার গোটা বিষয়টিকে রাজনীতির পর্যায়ে নিয়ে যাচ্ছে । পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের ভাগের টাকা না ছেড়ে এমনটা প্রচার করা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের বাড়ি দেওয়া হচ্ছে । কিন্তু বাড়ি অনুমোদন দেওয়ার পর তার জন্য মানুষের কাছে টাকা না গেলে এতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে ।

বাস্তব এটাই এই 11 লক্ষ মানুষের আবাস যোজনার (PM Awas Yojana) বাড়ি কেন্দ্রীয় বরাদ্দ না ছাড়লে কোনোভাবেই করা সম্ভব নয় । কারণ, ইতিমধ্যেই রাজ্য তার বরাদ্দের অর্থ দিয়ে দিয়েছে । যতদূর জানা যাচ্ছে ইতিমধ্যেই সামগ্রিকভাবে এই বিষয়টিকে উল্লেখ করে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রককে চিঠিও দিয়েছে রাজ্য । তবে চিঠি দেওয়া হলেও তার জবাব আসেনি । ফলে এদিন আরও একবার রাজ্যের তরফ থেকে বকেয়া টাকা দেওয়ার জন্য চিঠি দিল রাজ্য ।

আরও পড়ুন: 'বাংলাকে ভাতে মারার চেষ্টা ! বদলা নেব না তবে বদল করবই', মনরেগা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.