কলকাতা, 5 নভেম্বর: রাজ্যের পক্ষে মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয়, হলফনামায় এ কথাই জানাল রাজ্য সরকার ৷ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান সংক্রান্ত মামলায় এবার রাজ্যের অর্থনৈতিক সামর্থ্যের কথা উল্লেখ করে এই মর্মে কলকাতা হাইকোর্টে হলফনামা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷
রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শুক্রবার কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দেন ৷ সেখানে জানানো হয়েছে রোপা রুল 2019 (WBS(ROPA) Rules, 2019) অনুযায়ী রাজ্য অর্থনৈতিক সামর্থ্য পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 16% মহার্ঘ ভাতা প্রদান করেছে সরকারি কর্মচারীদের । চলতি অর্থবর্ষের বাজেট অনুযায়ী বর্তমানে রাজ্যের এর থেকে বেশি মহার্ঘ ভাতা প্রদান করার আর সামর্থ্য নেই । সেক্ষেত্রে রাজ্যের অর্থনৈতিক ব্যবহারের উপর বিপর্যয় নেমে আসতে পারে ।
আরও পড়ুন: ডিএ ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার
রাজ্যের পক্ষে কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয় ৷ এ নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে । আইনজীবীদের বক্তব্য রাজ্য আসলে অর্থনৈতিক বিপর্যয়ের দোহাই দিয়ে কর্মচারীদের তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে চাইছে ।
উল্লেখ্য চলতি বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ রাজ্যকে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া প্রাপ্য মহার্ঘ ভাতা প্রদানের নির্দেশ দিলেও রাজ্য সরকার সেই নির্দেশ ফের পুনর্বিবেচনার আবেদন জানালে সেটাও খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ (Calcutta High Court on DA Issue) । কলকাতা হাইকোর্টের রিভিউ পিটিশনের রায় এবং মূল মামলার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য ।