ETV Bharat / state

Chandrima on NCC Fund: অক্টোবরেও এনসিসি-কে 20 লক্ষ টাকা দিয়েছে রাজ্য, দাবি চন্দ্রিমার - রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

এনসিসি (NCC)-র জন্য অর্থ বরাদ্দ না করার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে ৷ এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP) ৷ পালটা প্রতিক্রিয়া দেওয়া সরকারের তরফে ৷ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, অক্টোবরেও এনসিসি-কে 20 লক্ষ টাকা দিয়েছে সরকার ৷

bengal-finance-minister-chandrima-bhattacharya-claims-government-gave-20-lakh-rupees-this-october-to-ncc
Chandrima on NCC Fund: অক্টোবরেও এনসিসি-কে 20 লক্ষ টাকা দিয়েছে রাজ্য, দাবি চন্দ্রিমার
author img

By

Published : Oct 26, 2022, 7:26 PM IST

কলকাতা, 26 অক্টোবর: প্রাপ্য বরাদ্দ না দেওয়া নিয়ে সরব হয়েছিল এনসিসি (NCC) কর্তৃপক্ষ । তারা দাবি করেছিল, রাজ্য সরকার তাদের জন্য বরাদ্দ অর্থ না দেওয়ায় ক্যাম্প আয়োজন করা যাচ্ছে না । এর ফলে পরীক্ষায় বসতে পারবেন না এনসিসি ক্যাডেটরা‌ ।

আর তা নিয়ে তোলপাড় হতে শুরু হয় রাজ্য রাজনীতিতে । এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও রাজ্য সরকারকেই কাঠগড়ায় তোলে বিজেপি (BJP) ৷ গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) টুইট করেন এই নিয়ে ৷ পরে এই নিয়ে পালটা প্রতিক্রিয়া দেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ৷

তিনি জানিয়েছেন, রাজ্য টাকা বন্ধ করেনি, কেন্দ্র কোন কোন ক্ষেত্রে টাকা দিচ্ছে না, সেটাতে নজর দেওয়া জরুরি । অক্টোবরেই মাসেই 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে । পরবর্তী ফান্ডও দেওয়া হবে । অতএব অনুদান বন্ধ করে দেওয়ার অভিযোগ মিথ্যা ।

আরও পড়ুন: রাজ্যের বরাদ্দ অর্থ না মেলায় ক্যাম্প বন্ধ করতে হচ্ছে, দাবি এনসিসি-র

তাঁর আরও দাবি, সেনার তরফ থেকে রাজ্যের বরাদ্দ করা অর্থের হিসেব রাজ্যকে দেওয়া হয়নি । এই হিসেব রাজ্যকে পাঠালেই বরাদ্দ দেওয়া হবে । মন্ত্রীর কথায়, যাদের টাকা দেওয়া হচ্ছে, তাদেরও একটা হিসেব দিতে হয় । হিসেব দিলে সেই মতো সমস্ত টাকাই দিয়ে দেওয়া হবে ।

যদিও রাজ্য তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সংবাদমাধ্যমে দাবি করেছেন, চলতি মাসেও এনসিসি-কে টাকা দিয়েছে রাজ্য । অতএব অহেতুক এটাকে ইস্যু করা হচ্ছে । এই সুযোগকে কাজে লাগিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল ৷

এই প্রসঙ্গে শাসকদলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শান্তনু সেন বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্যের পাওনা মিটিয়ে দেওয়া । দীর্ঘদিন যাবত রাজ্যের 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না বহু শ্রমজীবী মানুষ । একই ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা আটকে দেওয়ার ফলে বহু মানুষ তাদের মাথার উপর ছাদ পাচ্ছেন না । সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবে কেন্দ্রের উচিৎ রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়া ।’’

আরও পড়ুন: এনসিসি ক্যাডেটদের ভবিষ্যৎ নষ্ট করছেন মমতা, দাবি বিজেপির

কলকাতা, 26 অক্টোবর: প্রাপ্য বরাদ্দ না দেওয়া নিয়ে সরব হয়েছিল এনসিসি (NCC) কর্তৃপক্ষ । তারা দাবি করেছিল, রাজ্য সরকার তাদের জন্য বরাদ্দ অর্থ না দেওয়ায় ক্যাম্প আয়োজন করা যাচ্ছে না । এর ফলে পরীক্ষায় বসতে পারবেন না এনসিসি ক্যাডেটরা‌ ।

আর তা নিয়ে তোলপাড় হতে শুরু হয় রাজ্য রাজনীতিতে । এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও রাজ্য সরকারকেই কাঠগড়ায় তোলে বিজেপি (BJP) ৷ গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) টুইট করেন এই নিয়ে ৷ পরে এই নিয়ে পালটা প্রতিক্রিয়া দেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ৷

তিনি জানিয়েছেন, রাজ্য টাকা বন্ধ করেনি, কেন্দ্র কোন কোন ক্ষেত্রে টাকা দিচ্ছে না, সেটাতে নজর দেওয়া জরুরি । অক্টোবরেই মাসেই 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে । পরবর্তী ফান্ডও দেওয়া হবে । অতএব অনুদান বন্ধ করে দেওয়ার অভিযোগ মিথ্যা ।

আরও পড়ুন: রাজ্যের বরাদ্দ অর্থ না মেলায় ক্যাম্প বন্ধ করতে হচ্ছে, দাবি এনসিসি-র

তাঁর আরও দাবি, সেনার তরফ থেকে রাজ্যের বরাদ্দ করা অর্থের হিসেব রাজ্যকে দেওয়া হয়নি । এই হিসেব রাজ্যকে পাঠালেই বরাদ্দ দেওয়া হবে । মন্ত্রীর কথায়, যাদের টাকা দেওয়া হচ্ছে, তাদেরও একটা হিসেব দিতে হয় । হিসেব দিলে সেই মতো সমস্ত টাকাই দিয়ে দেওয়া হবে ।

যদিও রাজ্য তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সংবাদমাধ্যমে দাবি করেছেন, চলতি মাসেও এনসিসি-কে টাকা দিয়েছে রাজ্য । অতএব অহেতুক এটাকে ইস্যু করা হচ্ছে । এই সুযোগকে কাজে লাগিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল ৷

এই প্রসঙ্গে শাসকদলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শান্তনু সেন বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্যের পাওনা মিটিয়ে দেওয়া । দীর্ঘদিন যাবত রাজ্যের 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না বহু শ্রমজীবী মানুষ । একই ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা আটকে দেওয়ার ফলে বহু মানুষ তাদের মাথার উপর ছাদ পাচ্ছেন না । সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবে কেন্দ্রের উচিৎ রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়া ।’’

আরও পড়ুন: এনসিসি ক্যাডেটদের ভবিষ্যৎ নষ্ট করছেন মমতা, দাবি বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.