ETV Bharat / state

নন্দীগ্রামে রায় মাথা পেতে নেব : মমতা - mamata banerjee live

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 2, 2021, 5:13 PM IST

Updated : May 2, 2021, 8:16 PM IST

18:16 May 02

বাংলা ফের মমতার ৷ দুশোর বেশি আসন নিয়ে জয়ের হ্যাটট্রিক ৷ 2011 সালের পালাবদলের পর তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস ৷

  • নন্দীগ্রামের রায় মাথা পেতে নেব, বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

18:16 May 02

  • আপাতত বিজয় মিছিল না করে মানুষের পাশে দাঁড়াই ৷ সবাইকে বাঁচাই ৷ সবার পাশে দাঁড়াই ৷

18:16 May 02

  • বিনা পয়সায় ভ্যাকসিন দেব ৷ কেন্দ্র সরকারকে অনুরোধ করবে সবাইকে বিনামূল্যে ভ্যকসিন দেওয়ার  ৷ না দিলে গান্ধি মূর্তির নীচে প্রতিবাদে বসব ৷

18:16 May 02

  • বড় আকারে শপথ গ্রহণ অনুষ্ঠান করব না ৷ কবে শপথ নেব বলে দেব ৷

18:15 May 02

  • আমার প্রথম প্রায়োরিটি হবে কোভিড পরিস্থিতি ৷ এর জন্য আমাকে দ্রুত কাজ শুরু করতে হবে ৷

18:15 May 02

  • দুটো স্লোগান খুব কাজে লেগেছ ৷ খেলা হবে এবং জয় বাংলা ৷ খেলা হয়েছে এবং আমরাই জিতেছি ৷

18:15 May 02

  • বাংলা আজ সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে ৷ বাংলার ভাইবোনেদের, সম্প্রীতির জয় হয়েছে ৷

18:14 May 02

  • ডাবল ইঞ্জিনের কথা বলা হয়েছিল  ৷ আমি বলেছিলাম ডাবল সেঞ্চুরি করব

18:14 May 02

  • সাংবাদিক বৈঠক শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

17:10 May 02

  • এটা বাংলার জয় ৷ বাংলাই পারে

17:10 May 02

  • সকলে মাস্ক পরুন ৷ আমাদের প্রায়োরিটি এখন করোনা বিধি মেনে চলা ৷

17:09 May 02

  • কোভিডে অনেকে আক্রান্ত ৷ তাই এখনই বিজয় মিছিল নয় ৷ বিজয় মিছিল নিয়ে সাংবাদিক বৈঠকে জানাব ৷

17:08 May 02

  • কালীঘাটে বাড়ি থেকে বেরিয়ে বললেন, সকলকে অনেক ধন্যবাদ ৷ অনেক খেটেছেন ৷ সবাই ভাল থাকুন ৷ সুস্থ থাকুন

16:25 May 02

  •  সারাদিন বাড়িতেই ছিলেন তৃণমূল নেত্রী ৷ জয় নিশ্চিত হতেই তৃণমূল নেত্রীকে বাড়ির বাইরে দেখা যায় ৷

18:16 May 02

বাংলা ফের মমতার ৷ দুশোর বেশি আসন নিয়ে জয়ের হ্যাটট্রিক ৷ 2011 সালের পালাবদলের পর তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস ৷

  • নন্দীগ্রামের রায় মাথা পেতে নেব, বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

18:16 May 02

  • আপাতত বিজয় মিছিল না করে মানুষের পাশে দাঁড়াই ৷ সবাইকে বাঁচাই ৷ সবার পাশে দাঁড়াই ৷

18:16 May 02

  • বিনা পয়সায় ভ্যাকসিন দেব ৷ কেন্দ্র সরকারকে অনুরোধ করবে সবাইকে বিনামূল্যে ভ্যকসিন দেওয়ার  ৷ না দিলে গান্ধি মূর্তির নীচে প্রতিবাদে বসব ৷

18:16 May 02

  • বড় আকারে শপথ গ্রহণ অনুষ্ঠান করব না ৷ কবে শপথ নেব বলে দেব ৷

18:15 May 02

  • আমার প্রথম প্রায়োরিটি হবে কোভিড পরিস্থিতি ৷ এর জন্য আমাকে দ্রুত কাজ শুরু করতে হবে ৷

18:15 May 02

  • দুটো স্লোগান খুব কাজে লেগেছ ৷ খেলা হবে এবং জয় বাংলা ৷ খেলা হয়েছে এবং আমরাই জিতেছি ৷

18:15 May 02

  • বাংলা আজ সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে ৷ বাংলার ভাইবোনেদের, সম্প্রীতির জয় হয়েছে ৷

18:14 May 02

  • ডাবল ইঞ্জিনের কথা বলা হয়েছিল  ৷ আমি বলেছিলাম ডাবল সেঞ্চুরি করব

18:14 May 02

  • সাংবাদিক বৈঠক শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

17:10 May 02

  • এটা বাংলার জয় ৷ বাংলাই পারে

17:10 May 02

  • সকলে মাস্ক পরুন ৷ আমাদের প্রায়োরিটি এখন করোনা বিধি মেনে চলা ৷

17:09 May 02

  • কোভিডে অনেকে আক্রান্ত ৷ তাই এখনই বিজয় মিছিল নয় ৷ বিজয় মিছিল নিয়ে সাংবাদিক বৈঠকে জানাব ৷

17:08 May 02

  • কালীঘাটে বাড়ি থেকে বেরিয়ে বললেন, সকলকে অনেক ধন্যবাদ ৷ অনেক খেটেছেন ৷ সবাই ভাল থাকুন ৷ সুস্থ থাকুন

16:25 May 02

  •  সারাদিন বাড়িতেই ছিলেন তৃণমূল নেত্রী ৷ জয় নিশ্চিত হতেই তৃণমূল নেত্রীকে বাড়ির বাইরে দেখা যায় ৷
Last Updated : May 2, 2021, 8:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.