ETV Bharat / state

‘‘মানুষের এই রায়কে সম্মান করি না’’, হেরে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট বাবুলের

author img

By

Published : May 2, 2021, 8:39 PM IST

তৃণমূলের জয় মেনে নিতে না পেরে, বাংলা মানুষের রায়কে ঐতিহাসিক ভুল বলে বিঁধলেন বাবুল সুপ্রিয় ৷ সেই সঙ্গে আজকের এই রায়কে তিনি সম্মান করেন না বলে জানান টালিগঞ্জ বিধানসভার পরাজিত বিজেপি প্রার্থী ৷

bengal-election-result-2021-controversial-post-of-babul-supriyo-in-social-media-on-tmcs-win
‘‘মানুষের এই রায়কে সম্মান করি না’’, হেরে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট বাবুলের

কলকাতা, 2 মে : বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে ৷ আর তাই তিনি এই রায়কে সম্মান করেন না ৷ এমনটাই মনে করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা টালিগঞ্জ বিধানসভার বিজেপির পরাজিত প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট করেছেন বিজেপির এই নেতা ৷ যেখানে তিনি জানিয়েছেন, তৃণমূলের এই জয়ের জন্য তিনি মমতা বন্দ্য়োপাধ্যায়কে শুভেচ্ছা জানাবেন না ৷ এমনকি তিনি বাংলার মানুষের এই রায়কে কোনওভাবেই সম্মান করেন না বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয় ৷ আর তাঁর এই পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে ৷ যার পরেই তিনি টুইটার থেকে সেই পোস্টটি ডিলিট করে দেন ৷

আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে ৷ যেখানে ভরাডুবি হয়েছে বিজেপির ৷ যে বিজেপি আশা করেছিল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার মসনদে ক্ষমতায় আসবে ৷ কিন্তু, বাংলার মানুষ পদ্মশিবিরের সেই স্বপ্নে জল ঢেলে, বাস্তবের মাটিতে আছড়ে ফেলেছে ৷ তবে, এই রায় মেনে নিতে পারছেন না বিজেপির টালিগঞ্জেপ পরাজিত প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ আর তাই সোশ্যাল মিডিয়ায় মানুষের এই রায়কে সোজাসুজি প্রত্য়াখ্যান করলেন তিনি ৷ জানিয়ে দিলেন, বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে ৷ তাই তিনি এই রায়কে সম্মান করেন না ৷

bengal-election-result-2021-controversial-post-of-babul-supriyo-in-social-media-on-tmcs-win
বাবুলের সেই বিতর্কি টুইট

বাবুল তাঁর টুইটারে লেখেন, ‘‘আমি না মমতা বন্দ্য়োপাধ্যায়কে বাংলায় তাঁর জয়ের জন্য শুভেচ্ছা জানাব, না মানুষের এই রায়কে সম্মান করি ৷ কারণ আমি মনেপ্রাণে বিশ্বাস করি, ভারতীয় জনতা পার্টিকে একটা সুযোগ না দিয়ে বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে ৷ তাঁরা একজন নৃশংস মহিলা তথা দুর্নীতিগ্রস্ত, অযোগ্য এবং অসৎ সরকারকে বেছে নিয়েছে ৷’’

আরও পড়ুন : 20 বছর পর ভোটের ময়দানে নেমে জয়ী বিজেপির মুকুল রায়

বাবুলের এই পোস্টের পরেই টুইটারে সমালোচনার ঝড় ওঠে ৷ তারপরেই টুইটার থেকে পোস্টটি সরিয়ে নেন বাবুল সুপ্রিয় ৷ তবে, ঠিক কী কারণে তিনি ওই পোস্টটি সরিয়ে নিলেন, তা জানা যায়নি ৷ এ নিয়ে আসানসোলের সাংসদকে ফোন করা হলে তিনি জবাব দেননি ৷ তবে বিজেপি না জেতায় বাবুলের এই আস্ফালন যে নাগরিকরা ভাল ভাবে নেননি, তা স্পষ্ট ৷

কলকাতা, 2 মে : বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে ৷ আর তাই তিনি এই রায়কে সম্মান করেন না ৷ এমনটাই মনে করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা টালিগঞ্জ বিধানসভার বিজেপির পরাজিত প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট করেছেন বিজেপির এই নেতা ৷ যেখানে তিনি জানিয়েছেন, তৃণমূলের এই জয়ের জন্য তিনি মমতা বন্দ্য়োপাধ্যায়কে শুভেচ্ছা জানাবেন না ৷ এমনকি তিনি বাংলার মানুষের এই রায়কে কোনওভাবেই সম্মান করেন না বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয় ৷ আর তাঁর এই পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে ৷ যার পরেই তিনি টুইটার থেকে সেই পোস্টটি ডিলিট করে দেন ৷

আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে ৷ যেখানে ভরাডুবি হয়েছে বিজেপির ৷ যে বিজেপি আশা করেছিল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার মসনদে ক্ষমতায় আসবে ৷ কিন্তু, বাংলার মানুষ পদ্মশিবিরের সেই স্বপ্নে জল ঢেলে, বাস্তবের মাটিতে আছড়ে ফেলেছে ৷ তবে, এই রায় মেনে নিতে পারছেন না বিজেপির টালিগঞ্জেপ পরাজিত প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ আর তাই সোশ্যাল মিডিয়ায় মানুষের এই রায়কে সোজাসুজি প্রত্য়াখ্যান করলেন তিনি ৷ জানিয়ে দিলেন, বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে ৷ তাই তিনি এই রায়কে সম্মান করেন না ৷

bengal-election-result-2021-controversial-post-of-babul-supriyo-in-social-media-on-tmcs-win
বাবুলের সেই বিতর্কি টুইট

বাবুল তাঁর টুইটারে লেখেন, ‘‘আমি না মমতা বন্দ্য়োপাধ্যায়কে বাংলায় তাঁর জয়ের জন্য শুভেচ্ছা জানাব, না মানুষের এই রায়কে সম্মান করি ৷ কারণ আমি মনেপ্রাণে বিশ্বাস করি, ভারতীয় জনতা পার্টিকে একটা সুযোগ না দিয়ে বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে ৷ তাঁরা একজন নৃশংস মহিলা তথা দুর্নীতিগ্রস্ত, অযোগ্য এবং অসৎ সরকারকে বেছে নিয়েছে ৷’’

আরও পড়ুন : 20 বছর পর ভোটের ময়দানে নেমে জয়ী বিজেপির মুকুল রায়

বাবুলের এই পোস্টের পরেই টুইটারে সমালোচনার ঝড় ওঠে ৷ তারপরেই টুইটার থেকে পোস্টটি সরিয়ে নেন বাবুল সুপ্রিয় ৷ তবে, ঠিক কী কারণে তিনি ওই পোস্টটি সরিয়ে নিলেন, তা জানা যায়নি ৷ এ নিয়ে আসানসোলের সাংসদকে ফোন করা হলে তিনি জবাব দেননি ৷ তবে বিজেপি না জেতায় বাবুলের এই আস্ফালন যে নাগরিকরা ভাল ভাবে নেননি, তা স্পষ্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.