ETV Bharat / state

খাস কলকাতায় 22টি তাজা বোমা উদ্ধার

কলকাতার কড়েয়া থানা এলাকা থেকে উদ্ধার করা হয় 22টি তাজা বোমা ৷ কে বা কারা ওই বোমা এনেছিল তা তদন্ত করে জানার চেষ্টা করা হচ্ছে ৷ এখনও কাউকে গ্রেফতার করা যায়নি ৷

bomb
উদ্ধার বোমা
author img

By

Published : Mar 26, 2021, 12:18 PM IST

কলকাতা, 26 মার্চ : বর্ধমানে বোমা বিস্ফোরণের রেশ কাটতে না কাটতে এবার কলকাতায় উদ্ধার হল তাজা বোমা ৷ ২২টি তাজা বোমা উদ্ধার করে গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷ ঘটনাটি তিলজলা মসজিদ বাড়ি এলাকায় ৷

bomb
উদ্ধার 22টি তাজা বোমা

আরও পড়ুন- বিজেপির ডাকা বনধে সকাল থেকে থমথমে শান্তিপুর

আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, ওই এলাকার একটি ট্রান্সফরমারের পাশে একটি পলিথিন রাখা আছে এবং তার মধ্য়ে কিছু রয়েছে ৷ খবর দেওয়া হয় স্থানীয় কড়েয়া থানায় ৷ সেখানকার পুলিশ ঘটনাস্থলে আসে এবং খবর যায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখায় ৷ সেখানকার কর্মীরা পৌঁছে বম্ব স্কোয়াডের সহায়তায় বোমাগুলি উদ্ধার করে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্য়াগে প্রায় 22টি তাজা বোমা ছিল ৷ কে বা কারা বোমাগুলি রেখে গিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ নির্বাচনের আগে এই ধরনের বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা ৷

কয়েকদিন আগে বর্ধমান শহরের রসিকপুরে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্য়ু হয়েছে এক শিশুর ৷ ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ একের পর এক এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় রাজ্য়ের শাসকদলের দিকেই আঙুল তুলেছে বিরোধীরা ৷

কলকাতা, 26 মার্চ : বর্ধমানে বোমা বিস্ফোরণের রেশ কাটতে না কাটতে এবার কলকাতায় উদ্ধার হল তাজা বোমা ৷ ২২টি তাজা বোমা উদ্ধার করে গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷ ঘটনাটি তিলজলা মসজিদ বাড়ি এলাকায় ৷

bomb
উদ্ধার 22টি তাজা বোমা

আরও পড়ুন- বিজেপির ডাকা বনধে সকাল থেকে থমথমে শান্তিপুর

আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, ওই এলাকার একটি ট্রান্সফরমারের পাশে একটি পলিথিন রাখা আছে এবং তার মধ্য়ে কিছু রয়েছে ৷ খবর দেওয়া হয় স্থানীয় কড়েয়া থানায় ৷ সেখানকার পুলিশ ঘটনাস্থলে আসে এবং খবর যায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখায় ৷ সেখানকার কর্মীরা পৌঁছে বম্ব স্কোয়াডের সহায়তায় বোমাগুলি উদ্ধার করে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্য়াগে প্রায় 22টি তাজা বোমা ছিল ৷ কে বা কারা বোমাগুলি রেখে গিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ নির্বাচনের আগে এই ধরনের বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা ৷

কয়েকদিন আগে বর্ধমান শহরের রসিকপুরে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্য়ু হয়েছে এক শিশুর ৷ ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ একের পর এক এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় রাজ্য়ের শাসকদলের দিকেই আঙুল তুলেছে বিরোধীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.