ETV Bharat / state

বিজেপির শেষবেলার প্রচারে ঝড় তুলবেন যোগী-রাজনাথ-গম্ভীর - রাজনাথ সিং

রাজ্যে ভোট শুরু হতে আর মাত্র দু দিন বাকি ৷ শেষ প্রচারে এ বার ঝড় তুলতে মরিয়া বিজেপি ৷ সেই লক্ষ্যেই আজ দিনভর রাজ্যজুড়ে প্রচার চালাবেন তিন হেভিওয়েট স্টার ক্যাম্পেইনার যোগী আদিত্যনাথ, গৌতম গম্ভীর ও রাজনাথ সিং ৷

বিজেপির শেষবেলার প্রচারে ঝড় তুলবেন যোগী-রাজনাথ-গম্ভীর
বিজেপির শেষবেলার প্রচারে ঝড় তুলবেন যোগী-রাজনাথ-গম্ভীর
author img

By

Published : Mar 25, 2021, 12:42 PM IST

কলকাতা, 25 মার্চ: শেষবেলার ভোটপ্রচারে ঝড় তুলতে এ বার বঙ্গে হেভিওয়েট স্টার ক্যাম্পেইনারদের আনছে বিজেপি ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলায় প্রচারে আসছেন ।

আজ সারাদিনই বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করবেন এই তিন হেভিওয়েট নেতা । বিজেপি সূত্রে খবর, আজ যোগী আদিত্যনাথ মোট 3টি জনসভা করবে। প্রথম জনসভা করবেন সাগর বিধানসভায়, দ্বিতীয়টি চন্দ্রকোণায় ও তৃতীয়টি করবেন নন্দীগ্রামে ।

ভারতীয় দলের ক্রিকেটার গৌতম গম্ভীর প্রথমে দাঁতনে জনসভা করবেন । তারপর বর্ধমানে বিজেপি প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন তিনি । শেষে চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহের সমর্থনে জনসভা করবেন গম্ভীর ।

আরও পড়ুন: "বাংলার সন্তানই হবে বিজেপির মুখ্য়মন্ত্রী !" মোদির 'বহিরাগত' জবাব

আর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রথম জনসভা করবেন জয়নগরে । চণ্ডীতলায় তিনি করবেন দ্বিতীয় জনসভা । তৃতীয়টি করবেন তালডাংরায় । সবমিলিয়ে প্রথম দফার ভোটের শেষদিনের প্রচারে আজ জমজমাট প্রচার চালাবে বিজেপি ৷

কলকাতা, 25 মার্চ: শেষবেলার ভোটপ্রচারে ঝড় তুলতে এ বার বঙ্গে হেভিওয়েট স্টার ক্যাম্পেইনারদের আনছে বিজেপি ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলায় প্রচারে আসছেন ।

আজ সারাদিনই বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করবেন এই তিন হেভিওয়েট নেতা । বিজেপি সূত্রে খবর, আজ যোগী আদিত্যনাথ মোট 3টি জনসভা করবে। প্রথম জনসভা করবেন সাগর বিধানসভায়, দ্বিতীয়টি চন্দ্রকোণায় ও তৃতীয়টি করবেন নন্দীগ্রামে ।

ভারতীয় দলের ক্রিকেটার গৌতম গম্ভীর প্রথমে দাঁতনে জনসভা করবেন । তারপর বর্ধমানে বিজেপি প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন তিনি । শেষে চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহের সমর্থনে জনসভা করবেন গম্ভীর ।

আরও পড়ুন: "বাংলার সন্তানই হবে বিজেপির মুখ্য়মন্ত্রী !" মোদির 'বহিরাগত' জবাব

আর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রথম জনসভা করবেন জয়নগরে । চণ্ডীতলায় তিনি করবেন দ্বিতীয় জনসভা । তৃতীয়টি করবেন তালডাংরায় । সবমিলিয়ে প্রথম দফার ভোটের শেষদিনের প্রচারে আজ জমজমাট প্রচার চালাবে বিজেপি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.