- হুগলিতে প্রতিবন্ধী বৃদ্ধাকে ভোট দেওয়ানোর অভিযোগ উঠল প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধে ৷
লাইভ : বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 79.79 শতাংশ - প্রথম দফার ভোট
19:00 March 27
আজ থেকে শুরু আট দফার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ৷ আজ প্রথম দফার ভোটগ্রহণ হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ৷ 30টি আসনে 191 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ সকাল সাতটা থেকে করোনা সংক্রান্ত সুরক্ষা বিধি মেনে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷
17:37 March 27
- বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 79.79 শতাংশ
15:11 March 27
- দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল 70.17 শতাংশ
15:01 March 27
- ভোটারদের পান, বিড়ি, গুটখা দিয়ে প্রভাবিত করার চেষ্টা তৃণমূলের । বিজেপির তরফেও দেওয়া হয়েছে পান ও চকোলেট । ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভার 280 নম্বর বুথে দেখা গেল এমন চিত্র ৷
14:47 March 27
- কাঁথিতে ভোট দিলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী ৷ দ্বিতীয় দফার ভোটে আরও কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তিনি ৷
13:48 March 27
- ভোট দিতে যাওয়ার আগেই তৃণমূল কর্মীরা জানলেন আগেই তাদের ভোট দেওয়া হয়ে গিয়েছে ৷ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির 4 নম্বর পচাখালি বুথের ঘটনা
13:48 March 27
- শালবনির 157 ও 158 নম্বর বুথে বিজেপি কর্মীদের দাদাগিরি ৷ অভিযোগ কাউকে ভোট দিতে দিচ্ছে না বিজেপি কর্মীরা ৷ বন্ধ করে দেওয়া হয়েছে মূল ফটক ৷
13:28 March 27
- প্রথম দফার ভোটে তৃণমূলের হয়ে কারচুপিতে সাহায্য করেছেন কয়েকজন পুলিশ আধিকারিক ৷ এই অভিযোগে নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী ৷ হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং নন্দীগ্রাম থানার কয়েকজন আধিকারিককে সাসপেন্ড করার দাবি তুলেছেন তিনি ৷
13:04 March 27
- দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 54.90 শতাংশ ৷ বাঁকুড়ায় 57.40, ঝাড়গ্রামে 59.23, পশ্চিম মেদিনীপুরে 52.60, পূর্ব মেদিনীপুরে 57.75 এবং পুরুলিয়ায় 51.42 শতাংশ ভোট পড়েছে ৷
12:39 March 27
- পুরুলিয়ায় 127 নম্বর ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপির বচসা ৷ বিজেপির এসসি মোর্চার মণ্ডল সভাপতি দীপক বাউরিকে প্রকাশ্যে গুলি করে খুনের হুমকির অভিযোগ ৷ পুরুলিয়ার তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ৷ এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ৷
12:31 March 27
- ভোট দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ নিজের বাড়ি কুলিয়ানা গ্রামের হাই স্কুলে ভোট দেন বিজেপির রাজ্য সভাপতি
12:31 March 27
- তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট রাম গোবিন্দ দাস এই হামলার সঙ্গে জড়িত ৷ সৌমেন্দুর গাড়িতে হামলা প্রসঙ্গে অভিযোগ তৃণমূল নেতা দিব্যেন্দু অধিকারীর ৷ তিনি বলেছেন, "সৌমেন্দু ঠিক আছে ৷ কিন্তু ওর গাড়ির চালককে মারধর করা হয়েছে ৷ পুলিশ পর্যবেক্ষককে বিষয়টি জানিয়েছি ৷"
12:11 March 27
- গড়বেতা হেতাশোল এলাকায় ভোট দিয়ে ফেরার পথে আক্রান্ত বিজেপি সমর্থকরা ৷ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ ঘটনায় আহত 12 জন ৷
12:02 March 27
- তৃণমূলের বিরুদ্ধে সৌমেন্দু ও তাঁর গাড়ির চালককে আটকে রাখার অভিযোগ
12:01 March 27
- দক্ষিণ কাঁথির সাবাজপুটে বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ ৷
11:59 March 27
- "তৃণমূলের হার নিশ্চিত ৷ তাই এইসব কথা বলছে ৷ কোনও অভিযোগ থাকলে তৃণমূলের উচিত নির্বাচন কমিশনের কাছে যাওয়া ৷" বিজেপির বিরুদ্ধে তৃণমূলের রিগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বললেন দিলীপ ঘোষ ৷
11:31 March 27
- সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 35.54 শতাংশ
11:23 March 27
-
What is happening @ECISVEEP?!
— All India Trinamool Congress (@AITCofficial) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Could you explain how voting percentage drastically reduced to half within a gap of just 5 minutes?!
Shocking!@CEOWestBengal, please look into this urgently! pic.twitter.com/LK1lSvKa8q
">What is happening @ECISVEEP?!
— All India Trinamool Congress (@AITCofficial) March 27, 2021
Could you explain how voting percentage drastically reduced to half within a gap of just 5 minutes?!
Shocking!@CEOWestBengal, please look into this urgently! pic.twitter.com/LK1lSvKa8qWhat is happening @ECISVEEP?!
— All India Trinamool Congress (@AITCofficial) March 27, 2021
Could you explain how voting percentage drastically reduced to half within a gap of just 5 minutes?!
Shocking!@CEOWestBengal, please look into this urgently! pic.twitter.com/LK1lSvKa8q
- পাঁচ মিনিটের ব্যবধানে কীভাবে অর্ধেকে নেমে আসে ভোট শতাংশ ? প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন ডেরেক ও ব্রায়েন
11:16 March 27
- বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন রানীবাঁধের সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম । তাঁর দাবি, সব কেন্দ্রে যথেষ্ট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নেই ৷
11:13 March 27
- ভগবানপুরের 279 ও 280 নম্বর বুথে ভোটদানে বাধা
11:10 March 27
- নির্মল হৃদয় আশ্রমে তৃণমূল ও বিজেপি উভয় পক্ষ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে
11:00 March 27
- কাঁথিতে মানুষকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে ৷ অভিযোগ বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর
10:51 March 27
- ভোট দিলেন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা
10:41 March 27
- সুশান্ত ঘোষের উপর হামলায় গ্রেফতার 7
10:31 March 27
- প্রথম দফা ভোটের দিন খাস কলকাতায় উদ্ধার 26টি তাজা বোমা
10:29 March 27
- ভোট দিলেই যাচ্ছে পদ্মে ৷ দক্ষিণ কাঁথিতে ইভিএমে কারচুপির অভিযোগ ৷ ঘটনার প্রতিবাদে কাঁথি দেপাল রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ৷
10:19 March 27
- এক দশক পর ভোট দিলেন প্রাক্তন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাত ৷ স্ত্রী নিয়তি মাহাতকে নিয়ে ঝাড়গ্রাম বিধানসভার বীরকাঁড় প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি
10:17 March 27
- ভোট লুঠ, বুথ জ্যামের অভিযোগ করলেন খড়গপুর গ্রামীণ বিজেপি প্রার্থী তপন ভুঁইঞা
10:14 March 27
- সকাল দশটা পর্যন্ত বাঁকুড়ায় 18.36 শতাংশ, ঝাড়গ্রামে 16.17, পশ্চিম মেদিনীপুরে 16.75, পূর্ব মেদিনীপুরে 13.70 এবং পুরুলিয়ায় 13.97 শতাংশ ভোট পড়েছে
10:08 March 27
- তৃণমূলের মধ্যে বুথের 100 মিটারের মধ্যে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির ৷ হাতি এলাকার 53 নম্বর বুথের ঘটনা ৷
10:07 March 27
- পশ্চিম মেদিনীপুরের দাঁতনের একটি বুথে 45 শতাংশ ভোট পড়েছে ৷ জানাল কমিশন
09:58 March 27
- চন্দ্রকোনা রোড 60 নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে পথ অবরোধ সুশান্ত ঘোষের
09:58 March 27
- সুশান্ত ঘোষের উপর হামলায় গ্রেফতার চারজন
09:58 March 27
- মেদিনীপুরে দুঘণ্টায় ভোট পড়ল 20 শতাংশ
09:57 March 27
- ভোট দিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী সুখময় সৎপতি । ঝাড়গ্রাম আরবিএম হাই স্কুলের 180 নম্বর বুথে ভোট দেন তিনি ৷
09:32 March 27
-
🏁May2. Trinamool will win Bengal. 🏁
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
1️⃣Bengal's Daughter will defeat Bengal's Traitor in his 'backyard' in Nandigram.
2️⃣Mo-Sha and members of the Tourist Gang will continue trying to destroy every institution
3️⃣Women in Bengal will continue to wear saris any way they want.
">🏁May2. Trinamool will win Bengal. 🏁
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) March 27, 2021
1️⃣Bengal's Daughter will defeat Bengal's Traitor in his 'backyard' in Nandigram.
2️⃣Mo-Sha and members of the Tourist Gang will continue trying to destroy every institution
3️⃣Women in Bengal will continue to wear saris any way they want.🏁May2. Trinamool will win Bengal. 🏁
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) March 27, 2021
1️⃣Bengal's Daughter will defeat Bengal's Traitor in his 'backyard' in Nandigram.
2️⃣Mo-Sha and members of the Tourist Gang will continue trying to destroy every institution
3️⃣Women in Bengal will continue to wear saris any way they want.
- "বাংলায় তৃণমূল কংগ্রেস জিতবে ৷ বাংলার বিশ্বাসঘাতককে হারাবে বাংলার মেয়ে ৷" প্রথম দফার ভোটগ্রহণের মাঝে টুইট ডেরেক ও ব্রায়েনের
09:31 March 27
-
আমি পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটারদের কাছে অনুরোধ করছি যে বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন।
— Amit Shah (@AmitShah) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
আপনার একটি ভোট সুভাষ চন্দ্র বসু, গুরুদেব ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মতন মহাপুরুষের চিন্তাধারা অনুযায়ী বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করবে।
">আমি পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটারদের কাছে অনুরোধ করছি যে বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন।
— Amit Shah (@AmitShah) March 27, 2021
আপনার একটি ভোট সুভাষ চন্দ্র বসু, গুরুদেব ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মতন মহাপুরুষের চিন্তাধারা অনুযায়ী বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করবে।আমি পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটারদের কাছে অনুরোধ করছি যে বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন।
— Amit Shah (@AmitShah) March 27, 2021
আপনার একটি ভোট সুভাষ চন্দ্র বসু, গুরুদেব ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মতন মহাপুরুষের চিন্তাধারা অনুযায়ী বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করবে।
- "বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন ।" টুইট অমিত শাহের
09:29 March 27
- সকাল নটা পর্যন্ত 8.98 শতাংশ ভোট পড়েছে ৷
09:25 March 27
- গ্রীষ্মের দাবদাহ এড়াতে সকাল সকাল ভোটগ্রহণ কেন্দ্রে ভিড় । এই ছবি দেখা গেছে বাঁকুড়ার বিভিন্ন বুথে।
09:21 March 27
- রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর বালিকা বিদ্যালয়ে 217/218 নং বুথে ইভিএম মেশিন বিকল ৷ লাইন দিয়ে দাঁড়িয়ে ভোটাররা
08:52 March 27
- কেশিয়াড়িতে মঙ্গল সোরেন নামে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার ৷
08:51 March 27
- পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ ৷
08:51 March 27
- ভোট দিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী সমিত দাস ৷ ভোট দিয়ে বেরিয়ে তাঁর অভিযোগ, গ্রামের দিকে তৃণমূলের কর্মীরা ঝামেলার চেষ্টা করছে ৷ 266, 267 নম্বর বুথে সাত আটজন তৃণমূল কর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে ৷ নির্বাচন কমিশনকে অবিলম্বে অভিযোগ জানানো হয়েছে ৷
08:33 March 27
-
বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।
— Mamata Banerjee (@MamataOfficial) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
I call upon the people of Bengal to exercise their democratic right by coming out and voting in large numbers.
">বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।
— Mamata Banerjee (@MamataOfficial) March 27, 2021
I call upon the people of Bengal to exercise their democratic right by coming out and voting in large numbers.বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।
— Mamata Banerjee (@MamataOfficial) March 27, 2021
I call upon the people of Bengal to exercise their democratic right by coming out and voting in large numbers.
- "বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন ।" টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
08:32 March 27
- সুশান্ত ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ
08:31 March 27
- শালবনির গুইয়াদহ এলাকায় তিনটি বুথে বসতে দেওয়া হয়নি সংযুক্ত মোর্চার এজেন্ট ৷ সুশান্ত ঘোষ গিয়ে এজেন্ট বসান
08:30 March 27
- পাথরঘাটা 256 নম্বর বুথে আলো কম থাকার অভিযোগ ভোটারদের
08:29 March 27
- এখনও পর্যন্ত পাঁচটি জেলায় 90টি ইভিএম খারাপ ৷ ভোটগ্রহণ শুরু হতে দেরি ৷
08:26 March 27
- ইভিএম খারাপ থাকায় পুরুলিয়ার মহাত্মা গান্ধি কলেজ, লালপুরে ভোট শুরু করা যায়নি
08:22 March 27
- পুরুলিয়ার 12 নম্বর ওয়ার্ডে আক্রান্ত তৃণমূল কর্মীরা । অভিযোগের তীর বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়ের ভাই বিল্টু মুখোপাধ্যায়ের দিকে । আহত দুজনকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে
08:22 March 27
- ভোট দিলেন ঝাড়গ্রামের সিপিএম প্রার্থী মধুজা সেন রায় । ঝাড়গ্রাম ননিবালা বিদ্যালয়ে ( উচ্চমাধ্যমিক ) ভোট দেন তিনি ।
08:06 March 27
- কেশিয়াড়িতে বিজেপি এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
08:04 March 27
- শালবনিতে 140 নম্বর বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ
08:02 March 27
- শালবনির একটি নম্বর বুথে এজেন্ট নিয়ে সমস্যা ৷ সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের
08:01 March 27
- মির্জাবাজার কুমারপাড়ার 218 নম্বর বুথে ইভিএম খারাপ
08:00 March 27
বাঁকুড়ার 4টি বিধানসভায় 1328টি বুথে চলছে ভোটগ্রহণ ।
07:58 March 27
- পুরুলিয়ায় 9 টি বিধানসভায় 2491টি বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ । জেলায় এখনও পর্যন্ত অপ্রীতিকর ঘটনা বা ইভিএম খারাপ হওয়ার খবর নেই ।
07:56 March 27
- ঝাড়গ্রামে চারটি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ ৷ বুথ সংখ্যা 1307টি । মাওবাদী অধ্যুষিত জেলা হওয়ায় প্রতিটি বুথেই স্পর্শকাতর ।
07:41 March 27
- কেশিয়াড়িতে ভোটারদের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
07:40 March 27
- কেশিয়াড়ি বিধানসভায় অর্জুনগেড়িয়া 221 নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় বন্ধ ভোটগ্রহণ
07:39 March 27
- মিশন স্কুল কুমার পাড়া 219 নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ
07:38 March 27
- পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের 132 নম্বর কুম্ভরবা বালিকা বিদ্যালয়ে সকাল থেকেই ইভিএম মেশিন খারাপ
07:37 March 27
- ভোটগ্রহণ শুরু হতেই একাধিক জায়গা থেকে ভোটিং মেশিন বিগড়ানোর খবর আসছে
07:36 March 27
- বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন পটাশপুর থানার ওসি দীপক কুমার চক্রবর্তী
07:31 March 27
- মেদিনীপুর বিধাননগর প্রান্তিক স্কুলে ইভিএম মেশিন খারাপ ৷ ভোট শুরু হতে বিলম্ব
07:31 March 27
- প্রথম দফার ভোটে নজরে রয়েছেন- সুশান্ত ঘোষ (শালবনি), জুন মালিয়া (মেদিনীপুর), বীরবাহা হাঁসদা (ঝাড়গ্রাম), সুখময় সৎপথি (ঝাড়গ্রাম), উত্তরা সিংহ (গড়বেতা), অখিল গিরি (রামনগর), মধুজা সেন রায় (ঝাড়গ্রাম), নরহরি মাহাত (জয়পুর)
07:13 March 27
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।
— Narendra Modi (@narendramodi) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।
— Narendra Modi (@narendramodi) March 27, 2021পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।
— Narendra Modi (@narendramodi) March 27, 2021
- ভোটগ্রহণ শুরু হতেই টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ ভোটদাতাদের রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানিয়েছেন তিনি ৷
07:13 March 27
- ঝাড়গ্রামের একটি কেন্দ্রে সকাল সকাল ভোট দিতে পৌঁছে গিয়েছেন মহিলারা
07:08 March 27
- বলরামপুর বিধানসভার শিমুলিয়ায় শুরু ভোটগ্রহণ
07:08 March 27
- প্রতিটি বুথে করোনা সুরক্ষা মেনে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ বুথে ঢোকার আগে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে
07:08 March 27
- ঘড়ির কাঁটা 7টার ঘরে প্রবেশ করতেই শুরু হয়ে গেল রাজ্যে প্রথম দফার নির্বাচন
07:01 March 27
- আহত জওয়ানকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷
07:00 March 27
- পটাশপুরের আড়গোয়াল এলাকায় কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ানকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়
06:59 March 27
- পূর্ব মেদিনীপুরের পটাশপুরে দুষ্কৃতীদের বোমায় আহত কেন্দ্রীয় বাহিনী
06:59 March 27
- ভোটকর্মীদের খাবার দিয়ে ফিরছিল গাড়িটি । স্থানীয়দের ধারণা, গাড়িটিতে আগুন লাগানো হয়েছে।
06:17 March 27
- ভোটগ্রহণ শুরুর আগেই পুরুলিয়ার বান্দোয়ানে ভোটের কাজে ব্যবহৃত গাড়িতে লাগল আগুন ।
19:00 March 27
আজ থেকে শুরু আট দফার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ৷ আজ প্রথম দফার ভোটগ্রহণ হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ৷ 30টি আসনে 191 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ সকাল সাতটা থেকে করোনা সংক্রান্ত সুরক্ষা বিধি মেনে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷
- হুগলিতে প্রতিবন্ধী বৃদ্ধাকে ভোট দেওয়ানোর অভিযোগ উঠল প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধে ৷
17:37 March 27
- বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 79.79 শতাংশ
15:11 March 27
- দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল 70.17 শতাংশ
15:01 March 27
- ভোটারদের পান, বিড়ি, গুটখা দিয়ে প্রভাবিত করার চেষ্টা তৃণমূলের । বিজেপির তরফেও দেওয়া হয়েছে পান ও চকোলেট । ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভার 280 নম্বর বুথে দেখা গেল এমন চিত্র ৷
14:47 March 27
- কাঁথিতে ভোট দিলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী ৷ দ্বিতীয় দফার ভোটে আরও কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তিনি ৷
13:48 March 27
- ভোট দিতে যাওয়ার আগেই তৃণমূল কর্মীরা জানলেন আগেই তাদের ভোট দেওয়া হয়ে গিয়েছে ৷ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির 4 নম্বর পচাখালি বুথের ঘটনা
13:48 March 27
- শালবনির 157 ও 158 নম্বর বুথে বিজেপি কর্মীদের দাদাগিরি ৷ অভিযোগ কাউকে ভোট দিতে দিচ্ছে না বিজেপি কর্মীরা ৷ বন্ধ করে দেওয়া হয়েছে মূল ফটক ৷
13:28 March 27
- প্রথম দফার ভোটে তৃণমূলের হয়ে কারচুপিতে সাহায্য করেছেন কয়েকজন পুলিশ আধিকারিক ৷ এই অভিযোগে নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী ৷ হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং নন্দীগ্রাম থানার কয়েকজন আধিকারিককে সাসপেন্ড করার দাবি তুলেছেন তিনি ৷
13:04 March 27
- দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 54.90 শতাংশ ৷ বাঁকুড়ায় 57.40, ঝাড়গ্রামে 59.23, পশ্চিম মেদিনীপুরে 52.60, পূর্ব মেদিনীপুরে 57.75 এবং পুরুলিয়ায় 51.42 শতাংশ ভোট পড়েছে ৷
12:39 March 27
- পুরুলিয়ায় 127 নম্বর ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপির বচসা ৷ বিজেপির এসসি মোর্চার মণ্ডল সভাপতি দীপক বাউরিকে প্রকাশ্যে গুলি করে খুনের হুমকির অভিযোগ ৷ পুরুলিয়ার তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ৷ এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ৷
12:31 March 27
- ভোট দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ নিজের বাড়ি কুলিয়ানা গ্রামের হাই স্কুলে ভোট দেন বিজেপির রাজ্য সভাপতি
12:31 March 27
- তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট রাম গোবিন্দ দাস এই হামলার সঙ্গে জড়িত ৷ সৌমেন্দুর গাড়িতে হামলা প্রসঙ্গে অভিযোগ তৃণমূল নেতা দিব্যেন্দু অধিকারীর ৷ তিনি বলেছেন, "সৌমেন্দু ঠিক আছে ৷ কিন্তু ওর গাড়ির চালককে মারধর করা হয়েছে ৷ পুলিশ পর্যবেক্ষককে বিষয়টি জানিয়েছি ৷"
12:11 March 27
- গড়বেতা হেতাশোল এলাকায় ভোট দিয়ে ফেরার পথে আক্রান্ত বিজেপি সমর্থকরা ৷ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ ঘটনায় আহত 12 জন ৷
12:02 March 27
- তৃণমূলের বিরুদ্ধে সৌমেন্দু ও তাঁর গাড়ির চালককে আটকে রাখার অভিযোগ
12:01 March 27
- দক্ষিণ কাঁথির সাবাজপুটে বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ ৷
11:59 March 27
- "তৃণমূলের হার নিশ্চিত ৷ তাই এইসব কথা বলছে ৷ কোনও অভিযোগ থাকলে তৃণমূলের উচিত নির্বাচন কমিশনের কাছে যাওয়া ৷" বিজেপির বিরুদ্ধে তৃণমূলের রিগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বললেন দিলীপ ঘোষ ৷
11:31 March 27
- সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 35.54 শতাংশ
11:23 March 27
-
What is happening @ECISVEEP?!
— All India Trinamool Congress (@AITCofficial) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Could you explain how voting percentage drastically reduced to half within a gap of just 5 minutes?!
Shocking!@CEOWestBengal, please look into this urgently! pic.twitter.com/LK1lSvKa8q
">What is happening @ECISVEEP?!
— All India Trinamool Congress (@AITCofficial) March 27, 2021
Could you explain how voting percentage drastically reduced to half within a gap of just 5 minutes?!
Shocking!@CEOWestBengal, please look into this urgently! pic.twitter.com/LK1lSvKa8qWhat is happening @ECISVEEP?!
— All India Trinamool Congress (@AITCofficial) March 27, 2021
Could you explain how voting percentage drastically reduced to half within a gap of just 5 minutes?!
Shocking!@CEOWestBengal, please look into this urgently! pic.twitter.com/LK1lSvKa8q
- পাঁচ মিনিটের ব্যবধানে কীভাবে অর্ধেকে নেমে আসে ভোট শতাংশ ? প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন ডেরেক ও ব্রায়েন
11:16 March 27
- বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন রানীবাঁধের সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম । তাঁর দাবি, সব কেন্দ্রে যথেষ্ট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নেই ৷
11:13 March 27
- ভগবানপুরের 279 ও 280 নম্বর বুথে ভোটদানে বাধা
11:10 March 27
- নির্মল হৃদয় আশ্রমে তৃণমূল ও বিজেপি উভয় পক্ষ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে
11:00 March 27
- কাঁথিতে মানুষকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে ৷ অভিযোগ বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর
10:51 March 27
- ভোট দিলেন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা
10:41 March 27
- সুশান্ত ঘোষের উপর হামলায় গ্রেফতার 7
10:31 March 27
- প্রথম দফা ভোটের দিন খাস কলকাতায় উদ্ধার 26টি তাজা বোমা
10:29 March 27
- ভোট দিলেই যাচ্ছে পদ্মে ৷ দক্ষিণ কাঁথিতে ইভিএমে কারচুপির অভিযোগ ৷ ঘটনার প্রতিবাদে কাঁথি দেপাল রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ৷
10:19 March 27
- এক দশক পর ভোট দিলেন প্রাক্তন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাত ৷ স্ত্রী নিয়তি মাহাতকে নিয়ে ঝাড়গ্রাম বিধানসভার বীরকাঁড় প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি
10:17 March 27
- ভোট লুঠ, বুথ জ্যামের অভিযোগ করলেন খড়গপুর গ্রামীণ বিজেপি প্রার্থী তপন ভুঁইঞা
10:14 March 27
- সকাল দশটা পর্যন্ত বাঁকুড়ায় 18.36 শতাংশ, ঝাড়গ্রামে 16.17, পশ্চিম মেদিনীপুরে 16.75, পূর্ব মেদিনীপুরে 13.70 এবং পুরুলিয়ায় 13.97 শতাংশ ভোট পড়েছে
10:08 March 27
- তৃণমূলের মধ্যে বুথের 100 মিটারের মধ্যে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির ৷ হাতি এলাকার 53 নম্বর বুথের ঘটনা ৷
10:07 March 27
- পশ্চিম মেদিনীপুরের দাঁতনের একটি বুথে 45 শতাংশ ভোট পড়েছে ৷ জানাল কমিশন
09:58 March 27
- চন্দ্রকোনা রোড 60 নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে পথ অবরোধ সুশান্ত ঘোষের
09:58 March 27
- সুশান্ত ঘোষের উপর হামলায় গ্রেফতার চারজন
09:58 March 27
- মেদিনীপুরে দুঘণ্টায় ভোট পড়ল 20 শতাংশ
09:57 March 27
- ভোট দিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী সুখময় সৎপতি । ঝাড়গ্রাম আরবিএম হাই স্কুলের 180 নম্বর বুথে ভোট দেন তিনি ৷
09:32 March 27
-
🏁May2. Trinamool will win Bengal. 🏁
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
1️⃣Bengal's Daughter will defeat Bengal's Traitor in his 'backyard' in Nandigram.
2️⃣Mo-Sha and members of the Tourist Gang will continue trying to destroy every institution
3️⃣Women in Bengal will continue to wear saris any way they want.
">🏁May2. Trinamool will win Bengal. 🏁
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) March 27, 2021
1️⃣Bengal's Daughter will defeat Bengal's Traitor in his 'backyard' in Nandigram.
2️⃣Mo-Sha and members of the Tourist Gang will continue trying to destroy every institution
3️⃣Women in Bengal will continue to wear saris any way they want.🏁May2. Trinamool will win Bengal. 🏁
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) March 27, 2021
1️⃣Bengal's Daughter will defeat Bengal's Traitor in his 'backyard' in Nandigram.
2️⃣Mo-Sha and members of the Tourist Gang will continue trying to destroy every institution
3️⃣Women in Bengal will continue to wear saris any way they want.
- "বাংলায় তৃণমূল কংগ্রেস জিতবে ৷ বাংলার বিশ্বাসঘাতককে হারাবে বাংলার মেয়ে ৷" প্রথম দফার ভোটগ্রহণের মাঝে টুইট ডেরেক ও ব্রায়েনের
09:31 March 27
-
আমি পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটারদের কাছে অনুরোধ করছি যে বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন।
— Amit Shah (@AmitShah) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
আপনার একটি ভোট সুভাষ চন্দ্র বসু, গুরুদেব ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মতন মহাপুরুষের চিন্তাধারা অনুযায়ী বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করবে।
">আমি পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটারদের কাছে অনুরোধ করছি যে বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন।
— Amit Shah (@AmitShah) March 27, 2021
আপনার একটি ভোট সুভাষ চন্দ্র বসু, গুরুদেব ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মতন মহাপুরুষের চিন্তাধারা অনুযায়ী বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করবে।আমি পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটারদের কাছে অনুরোধ করছি যে বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন।
— Amit Shah (@AmitShah) March 27, 2021
আপনার একটি ভোট সুভাষ চন্দ্র বসু, গুরুদেব ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মতন মহাপুরুষের চিন্তাধারা অনুযায়ী বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করবে।
- "বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন ।" টুইট অমিত শাহের
09:29 March 27
- সকাল নটা পর্যন্ত 8.98 শতাংশ ভোট পড়েছে ৷
09:25 March 27
- গ্রীষ্মের দাবদাহ এড়াতে সকাল সকাল ভোটগ্রহণ কেন্দ্রে ভিড় । এই ছবি দেখা গেছে বাঁকুড়ার বিভিন্ন বুথে।
09:21 March 27
- রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর বালিকা বিদ্যালয়ে 217/218 নং বুথে ইভিএম মেশিন বিকল ৷ লাইন দিয়ে দাঁড়িয়ে ভোটাররা
08:52 March 27
- কেশিয়াড়িতে মঙ্গল সোরেন নামে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার ৷
08:51 March 27
- পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ ৷
08:51 March 27
- ভোট দিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী সমিত দাস ৷ ভোট দিয়ে বেরিয়ে তাঁর অভিযোগ, গ্রামের দিকে তৃণমূলের কর্মীরা ঝামেলার চেষ্টা করছে ৷ 266, 267 নম্বর বুথে সাত আটজন তৃণমূল কর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে ৷ নির্বাচন কমিশনকে অবিলম্বে অভিযোগ জানানো হয়েছে ৷
08:33 March 27
-
বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।
— Mamata Banerjee (@MamataOfficial) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
I call upon the people of Bengal to exercise their democratic right by coming out and voting in large numbers.
">বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।
— Mamata Banerjee (@MamataOfficial) March 27, 2021
I call upon the people of Bengal to exercise their democratic right by coming out and voting in large numbers.বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।
— Mamata Banerjee (@MamataOfficial) March 27, 2021
I call upon the people of Bengal to exercise their democratic right by coming out and voting in large numbers.
- "বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন ।" টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
08:32 March 27
- সুশান্ত ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ
08:31 March 27
- শালবনির গুইয়াদহ এলাকায় তিনটি বুথে বসতে দেওয়া হয়নি সংযুক্ত মোর্চার এজেন্ট ৷ সুশান্ত ঘোষ গিয়ে এজেন্ট বসান
08:30 March 27
- পাথরঘাটা 256 নম্বর বুথে আলো কম থাকার অভিযোগ ভোটারদের
08:29 March 27
- এখনও পর্যন্ত পাঁচটি জেলায় 90টি ইভিএম খারাপ ৷ ভোটগ্রহণ শুরু হতে দেরি ৷
08:26 March 27
- ইভিএম খারাপ থাকায় পুরুলিয়ার মহাত্মা গান্ধি কলেজ, লালপুরে ভোট শুরু করা যায়নি
08:22 March 27
- পুরুলিয়ার 12 নম্বর ওয়ার্ডে আক্রান্ত তৃণমূল কর্মীরা । অভিযোগের তীর বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়ের ভাই বিল্টু মুখোপাধ্যায়ের দিকে । আহত দুজনকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে
08:22 March 27
- ভোট দিলেন ঝাড়গ্রামের সিপিএম প্রার্থী মধুজা সেন রায় । ঝাড়গ্রাম ননিবালা বিদ্যালয়ে ( উচ্চমাধ্যমিক ) ভোট দেন তিনি ।
08:06 March 27
- কেশিয়াড়িতে বিজেপি এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
08:04 March 27
- শালবনিতে 140 নম্বর বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ
08:02 March 27
- শালবনির একটি নম্বর বুথে এজেন্ট নিয়ে সমস্যা ৷ সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের
08:01 March 27
- মির্জাবাজার কুমারপাড়ার 218 নম্বর বুথে ইভিএম খারাপ
08:00 March 27
বাঁকুড়ার 4টি বিধানসভায় 1328টি বুথে চলছে ভোটগ্রহণ ।
07:58 March 27
- পুরুলিয়ায় 9 টি বিধানসভায় 2491টি বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ । জেলায় এখনও পর্যন্ত অপ্রীতিকর ঘটনা বা ইভিএম খারাপ হওয়ার খবর নেই ।
07:56 March 27
- ঝাড়গ্রামে চারটি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ ৷ বুথ সংখ্যা 1307টি । মাওবাদী অধ্যুষিত জেলা হওয়ায় প্রতিটি বুথেই স্পর্শকাতর ।
07:41 March 27
- কেশিয়াড়িতে ভোটারদের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
07:40 March 27
- কেশিয়াড়ি বিধানসভায় অর্জুনগেড়িয়া 221 নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় বন্ধ ভোটগ্রহণ
07:39 March 27
- মিশন স্কুল কুমার পাড়া 219 নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ
07:38 March 27
- পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের 132 নম্বর কুম্ভরবা বালিকা বিদ্যালয়ে সকাল থেকেই ইভিএম মেশিন খারাপ
07:37 March 27
- ভোটগ্রহণ শুরু হতেই একাধিক জায়গা থেকে ভোটিং মেশিন বিগড়ানোর খবর আসছে
07:36 March 27
- বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন পটাশপুর থানার ওসি দীপক কুমার চক্রবর্তী
07:31 March 27
- মেদিনীপুর বিধাননগর প্রান্তিক স্কুলে ইভিএম মেশিন খারাপ ৷ ভোট শুরু হতে বিলম্ব
07:31 March 27
- প্রথম দফার ভোটে নজরে রয়েছেন- সুশান্ত ঘোষ (শালবনি), জুন মালিয়া (মেদিনীপুর), বীরবাহা হাঁসদা (ঝাড়গ্রাম), সুখময় সৎপথি (ঝাড়গ্রাম), উত্তরা সিংহ (গড়বেতা), অখিল গিরি (রামনগর), মধুজা সেন রায় (ঝাড়গ্রাম), নরহরি মাহাত (জয়পুর)
07:13 March 27
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।
— Narendra Modi (@narendramodi) March 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।
— Narendra Modi (@narendramodi) March 27, 2021পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।
— Narendra Modi (@narendramodi) March 27, 2021
- ভোটগ্রহণ শুরু হতেই টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ ভোটদাতাদের রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানিয়েছেন তিনি ৷
07:13 March 27
- ঝাড়গ্রামের একটি কেন্দ্রে সকাল সকাল ভোট দিতে পৌঁছে গিয়েছেন মহিলারা
07:08 March 27
- বলরামপুর বিধানসভার শিমুলিয়ায় শুরু ভোটগ্রহণ
07:08 March 27
- প্রতিটি বুথে করোনা সুরক্ষা মেনে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ বুথে ঢোকার আগে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে
07:08 March 27
- ঘড়ির কাঁটা 7টার ঘরে প্রবেশ করতেই শুরু হয়ে গেল রাজ্যে প্রথম দফার নির্বাচন
07:01 March 27
- আহত জওয়ানকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷
07:00 March 27
- পটাশপুরের আড়গোয়াল এলাকায় কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ানকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়
06:59 March 27
- পূর্ব মেদিনীপুরের পটাশপুরে দুষ্কৃতীদের বোমায় আহত কেন্দ্রীয় বাহিনী
06:59 March 27
- ভোটকর্মীদের খাবার দিয়ে ফিরছিল গাড়িটি । স্থানীয়দের ধারণা, গাড়িটিতে আগুন লাগানো হয়েছে।
06:17 March 27
- ভোটগ্রহণ শুরুর আগেই পুরুলিয়ার বান্দোয়ানে ভোটের কাজে ব্যবহৃত গাড়িতে লাগল আগুন ।