ETV Bharat / state

কাল ফের একাধিক প্রচার কর্মসূচি শাহর - অমিত শাহর নির্বাচনী প্রচার

সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে আগামীকাল চা-চক্রে বসবেন অমিত শাহ ৷

অমিত শাহ
অমিত শাহ
author img

By

Published : Apr 12, 2021, 9:53 PM IST

কলকাতা, 12 এপ্রিল : আগামীকাল ফের রাজ্যে একাধিক কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর । সমাজের বিশিষ্টজনদের সঙ্গে কুশুল বিনিময় ও চা -চক্রের মাধ্যমে বিশেষ জনসংযোগ করবেন অমিত শাহ । বরানগর ও দমদমে বিশিষ্টজনদের নিয়ে বৈঠক করবেন তিনি ৷

জনসংযোগ বৃদ্ধিতে জোর দিয়ে কৌশলী চাল খেলতে চাইছে বিজেপির । শহরের মধ্যবিত্ত ও এলাকার বিশিষ্টজন নাগরিকদের কাছে বিজেপির বার্তা পৌছে দেওয়াটাই এই কর্মসূচির মূল লক্ষ্য ৷

বিজেপির সূত্রে খবর, কলকাতাসহ শহরতলির আসন গুলিতে দেওয়া হচ্ছে বাড়তি নজর । শহর ও শহরতলির 40 টি এমন আসনে নতুন এই প্রচার কৌশল কাল থেকে শুরু হচ্ছে । সভা হবে 200-500 জনকে নিয়ে কমিউনিটি হলে । সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন বিজেপি নেতৃত্ব ৷ ডাক্তার, উকিল, শিক্ষক, শহরের বিশিষ্ট প্রবীণ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে।

আরও পড়ুন : সংখ্যালঘুরা আর মমতার সঙ্গে নেই, দাবি অমিত শাহের

পাশাপাশি মঙ্গলবার রাজ্যে একাধিক বিধানসভা কেন্দ্রে ঝটিকা ডোর টু ডোর প্রচার কর্মসূচিও রয়েছে । সকাল 9 টা থেকে 11টা পর্যন্ত চলবে এই কর্মসূচি । বিধানসভা কেন্দ্র ধরে ধরে এই প্রচারে থাকবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তী, পায়েলসহ ভোট মিটে যাওয়া তারকা প্রার্থীরা প্রচারে অংশ নেবেন ।

কলকাতা, 12 এপ্রিল : আগামীকাল ফের রাজ্যে একাধিক কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর । সমাজের বিশিষ্টজনদের সঙ্গে কুশুল বিনিময় ও চা -চক্রের মাধ্যমে বিশেষ জনসংযোগ করবেন অমিত শাহ । বরানগর ও দমদমে বিশিষ্টজনদের নিয়ে বৈঠক করবেন তিনি ৷

জনসংযোগ বৃদ্ধিতে জোর দিয়ে কৌশলী চাল খেলতে চাইছে বিজেপির । শহরের মধ্যবিত্ত ও এলাকার বিশিষ্টজন নাগরিকদের কাছে বিজেপির বার্তা পৌছে দেওয়াটাই এই কর্মসূচির মূল লক্ষ্য ৷

বিজেপির সূত্রে খবর, কলকাতাসহ শহরতলির আসন গুলিতে দেওয়া হচ্ছে বাড়তি নজর । শহর ও শহরতলির 40 টি এমন আসনে নতুন এই প্রচার কৌশল কাল থেকে শুরু হচ্ছে । সভা হবে 200-500 জনকে নিয়ে কমিউনিটি হলে । সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন বিজেপি নেতৃত্ব ৷ ডাক্তার, উকিল, শিক্ষক, শহরের বিশিষ্ট প্রবীণ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে।

আরও পড়ুন : সংখ্যালঘুরা আর মমতার সঙ্গে নেই, দাবি অমিত শাহের

পাশাপাশি মঙ্গলবার রাজ্যে একাধিক বিধানসভা কেন্দ্রে ঝটিকা ডোর টু ডোর প্রচার কর্মসূচিও রয়েছে । সকাল 9 টা থেকে 11টা পর্যন্ত চলবে এই কর্মসূচি । বিধানসভা কেন্দ্র ধরে ধরে এই প্রচারে থাকবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তী, পায়েলসহ ভোট মিটে যাওয়া তারকা প্রার্থীরা প্রচারে অংশ নেবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.