কলকাতা, 8 এপ্রিল : আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দূর্গ ভবানীপুরে হানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর । বিজেপির সূত্রে খবর, সকাল 11 টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এরপর শহরের এক নামী পাচতাঁরা হোটেলে সাংবাদিক বৈঠক করবেন।
সেখান থেকে রুদ্রনীল ঘোষের সমর্থনে রোড শো ও বেলতলা বস্তিতে জনসংযোগ কর্মসূচি করবেন অমিত শাহ । দুপুরে ভবানিপুরের নর্দান পার্কে একটি বাড়িতে মধ্যহ্নভোজও সারবেন ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে । এখানে বিজেপি রুদ্রনীল ঘোষকে প্রার্থী করেছে । এই কেন্দ্রে গুজরাতি ও প্রচুর অবাঙালি ভোটার আছে । বিজেপি সূত্রের খবর, তাঁরা সব সময়ই গেরুয়া শিবিরের দিকে ঝুকে রয়েছে ৷ আর লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে মাত্র 3 হাজার ভোটে এগিয়ে ছিল তৃণমূল । তাই ভবানীপুরে অমিত শাহর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।
আরও পড়ুন : আপনার কেন্দ্রে ভোট কবে, জানেন ? দেখে নিন একনজরে
বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "ভবানিপুরের বাসিন্দারা বিজেপিকে চায়। আর এখানকার বিধায়ক ভবানিপুরের মানুষের সঙ্গে প্রতারণা করেছে ৷"