ETV Bharat / state

নন্দীগ্রামে দুষ্কৃতীদের এনে রাখা হচ্ছে, কমিশনে অভিযোগ তৃণমূলের - Kakali Ghosh Dastidar

নন্দীগ্রাম নিয়ে তৃণমূলের মূল অভিযোগ , বেশ কিছু দুষ্কৃতী এলাকায় প্রবেশ করেছে ৷ যারা এলাকার বাসিন্দা নয় ।

West Bengal Assembly Election 2021
ফাইল ছবি
author img

By

Published : Mar 26, 2021, 4:55 PM IST

কলকাতা, 26 মার্চ : পূর্ব মেদিনীপুরের এগরা, খেজুরি ও নন্দীগ্রামের বেশ কিছু জায়গায় বহিরাগত দুষ্কৃতীরা ঢুকে পড়েছে বলে অভিযোগ তৃণমূলের ৷ এর জেরে সেখানে ভোটের দিন অশান্তি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্যের শাসকদল ৷ আজ বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস ।

মুখ্য নির্বাচন আধিকারিক তাঁদের আশ্বাস দিয়েছেন যে, এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । নন্দীগ্রাম নিয়ে তৃণমূলের অভিযোগ , বেশ কিছু দুষ্কৃতী এলাকায় প্রবেশ করেছে, যারা এলাকার স্থানীয় বাসিন্দা নয় ।

ভোটের দিন অশান্তি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে তৃণমূল

আরও পড়ুন : শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন কোন পথে? প্রশ্ন এড়ালেন সুদীপ জৈন

এছাড়াও নাম না করে শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করেছে তৃণমূল নেতৃত্ব ৷ অভিযোগ, তাঁর মদতেই দুষ্কৃতীরা গা ঢাকা দিয়ে রয়েছে । ভোটের দিনে সেখানে অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে তৃণমূল ৷

একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়েও অভিযোগ রয়েছে রাজ্যের শাসকদলের । তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী যেখানে রয়েছে সেখান থেকে ভোটকেন্দ্রগুলি অনেকটাই দূরে । গ্রামের ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঢুকছেন না ৷ যে দুষ্কৃতীদের কথা উল্লেখ করা হয়েছে, তারা গ্রামের মধ্যেই রয়েছে বলে অভিযোগ তৃণমূলের ৷

কলকাতা, 26 মার্চ : পূর্ব মেদিনীপুরের এগরা, খেজুরি ও নন্দীগ্রামের বেশ কিছু জায়গায় বহিরাগত দুষ্কৃতীরা ঢুকে পড়েছে বলে অভিযোগ তৃণমূলের ৷ এর জেরে সেখানে ভোটের দিন অশান্তি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্যের শাসকদল ৷ আজ বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস ।

মুখ্য নির্বাচন আধিকারিক তাঁদের আশ্বাস দিয়েছেন যে, এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । নন্দীগ্রাম নিয়ে তৃণমূলের অভিযোগ , বেশ কিছু দুষ্কৃতী এলাকায় প্রবেশ করেছে, যারা এলাকার স্থানীয় বাসিন্দা নয় ।

ভোটের দিন অশান্তি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে তৃণমূল

আরও পড়ুন : শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন কোন পথে? প্রশ্ন এড়ালেন সুদীপ জৈন

এছাড়াও নাম না করে শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করেছে তৃণমূল নেতৃত্ব ৷ অভিযোগ, তাঁর মদতেই দুষ্কৃতীরা গা ঢাকা দিয়ে রয়েছে । ভোটের দিনে সেখানে অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে তৃণমূল ৷

একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়েও অভিযোগ রয়েছে রাজ্যের শাসকদলের । তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী যেখানে রয়েছে সেখান থেকে ভোটকেন্দ্রগুলি অনেকটাই দূরে । গ্রামের ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঢুকছেন না ৷ যে দুষ্কৃতীদের কথা উল্লেখ করা হয়েছে, তারা গ্রামের মধ্যেই রয়েছে বলে অভিযোগ তৃণমূলের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.