কলকাতা, 26 এপ্রিল : ফের রদবদল পুলিশে ৷ আগামী বৃহস্পতিবার অর্থাৎ 29 তারিখ ভোট হবে বীরভূম জেলায় ৷ ভোটের ঠিক 4 দিন আগেই ওই জেলার দুটি থানার দায়িত্বে থাকা মোট 3জন আধিকারিককে বদলি করল কমিশন ৷
যে তিনজন আধিকারিককে বদলি করা হয়েছে তাঁদের নাম শেখ মহম্মদ আলি ৷ তিনি নলহাটি থানার দায়িত্বে ছিলেন ৷ বর্তমানে তিনি করোনা আক্রান্ত ৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে জয়দেব আউটপোস্টের দায়িত্ব থাকা রঞ্জিত বাউরিকে ৷ রঞ্জিত বাউরির জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে রামপুরহাট থানার সাব ইন্সপেক্টর বিপ্লব দত্তকে ৷
আরও পড়ুন- রাসবিহারীতে বুথের মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ, আটক বিজেপির এজেন্ট
সরিয়ে দেওয়া হয়েছে দুবরাজপুর থানার আধিকারিক দেবব্রত সিংহকে ৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে প্রসেনজিত দত্তকে ৷ তাঁর জায়গায় এখনও পর্যন্ত কাউকে দায়িত্ব দেওয়া হয়নি ৷
অন্য়দিকে মুর্শিদাবাদ জেলার দুই অফিসারকে বদলি করেছে কমিশন ৷ কিষাণগঞ্জ পুলিশের সার্কেল ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন নীহাররঞ্জন রায় ৷ তাঁকে বদলি করে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ থানার আই সি হিসেবে ৷ অন্য়দিকে মুর্শিদাবাদের আই সি ছিলেন অতীশ দাস ৷ তাঁকে পাঠানো হয়েছে ভবানীভবনে পুলিশ ডিরেক্টরেট ৷