ETV Bharat / state

তিনদিন আটকাতে পারবে, চতুর্থদিন আমি কোচবিহার যাব : মমতা - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

কোচবিহারে মা-বোনেদের কাছে যাওয়ার থেকে কেউ তাঁকে আটকে রাখতে পারবে না ৷ আজ টুইট করে এমনই জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়ে দেন, তাঁকে তিনদিন আটকালেও চতুর্থ দিন তিনি কোচবিহারে পৌঁছে যাবেন ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 11, 2021, 9:55 AM IST

Updated : Apr 11, 2021, 10:49 AM IST

কলকাতা, 11 এপ্রিল : 72 ঘণ্টা কোচবিহারে কোনও রাজনৈতিক নেতারা ঢুকতে পারবে না ৷ গতকালই এমনই নোটিশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে ৷ এদিকে, আজই কোচবিহারে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ যদিও তাঁকে কোনওভাবে কেউ দমাতে পারবে না বলে জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী ৷ আজ নির্বাচন কমিশন ও বিজেপিকে উদ্দেশ্য করে টুইট করে জানিয়ে দিয়েছেন, কোচবিহারে আমার মা-বোনেদের কাছে যেতে ওরা আমাকে তিনদিনের জন্য আটকাতে পারবে ৷ কিন্তু, চতুর্থ দিন আমি সেখানে পৌঁছে যাব ৷ সেইসঙ্গে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তিনি বলেন, মডেল কোড অফ কনডাক্টের (আদর্শ আচরণবিধি) নাম পরিবর্তন করে মোদি কোড অফ কনডাক্ট রাখা উচিত ৷

গতকাল চতুর্থ দফার ভোটে রণক্ষেত্র চেহারা নিয়েছিল কোচবিহারের মাথাভাঙা অঞ্চল ৷ শীতলকুচি বিধানসভার 126 নম্বর বুথে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ মৃত্যু হয় চারজনের ৷ ঘটনার পরই ওই বুথে ভোটগ্রহণ স্থগিত করে দেয় নির্বাচন কমিশন ৷ সেইসঙ্গে জানিয়ে দেয়, রাজনৈতিক হিংসায় উত্তপ্ত কোচবিহার ৷ তাই আগামী 72 ঘণ্টায় কোচবিহারে কোনও রাজনৈতিক নেতা মন্ত্রীরা যেতে পারবেন না ৷

কোচবিহারের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহার যাওয়ার কথা ঘোষণা করেন ৷ কিন্তু, নির্বাচন কমিশনের নির্দেশের পর খুব স্বাভাবিকভাবেই আজ সেখানে যেতে পারছেন তৃণমূল সুপ্রিমো ৷ কিন্তু, তাতে যে কেউ তাঁকে আটকে রাখতে পারবে না, সেটা আজ পরিষ্কার করে দিলেন তিনি ৷ নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, "বিশ্বে এমন কোনও কিছু নেই যে আমাকে আমার মা বোনেদের কাছে যেতে এবং তাদের যন্ত্রণা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার থেকে আমাকে কেউ আটকাতে পারবে ৷ "

  • EC should rename MCC as Modi Code of Conduct!

    BJP can use all its might but NOTHING in this world can stop me from being with my people & sharing their pain.

    They can restrict me from visiting my brothers & sisters in Cooch Behar for 3 days but I WILL be there on the 4th day!

    — Mamata Banerjee (@MamataOfficial) April 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন, শীতলকুচির ঘটনার সিআইডি তদন্ত করাবেন মমতা

এদিকে, আদর্শ আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নির্বাচন কমিশনকে তাঁর কটাক্ষ, "মডেল কোড অফ কনডাক্টের নাম পরিবর্তন করে মোদি কোড অফ কনডাক্ট রাখা উচিত ৷" উল্লেখ্য, কয়েকদিন আগেই মমতা আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনে তাঁকে নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন ৷ এবার আদর্শ আচরণবিধি নিয়ে পালটা প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী ৷

গতকাল শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর এই পদক্ষেপ নিয়ে বারবার প্রশ্ন উঠছে ৷ প্রশ্ন উঠছে, শীতলকুচিতে কেন গুলি চালাতে হল কেন্দ্রীয় বাহিনীকে? পর্যবেক্ষকের তরফে নির্বাচন কমিশনকে দেওয়া রিপোর্টে জানানো হয়, আত্মরক্ষার জন্যই গুলি চালায় তারা ৷ এদিকে, ঘটনায় সিআইডি তদন্ত করাবেন বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 11 এপ্রিল : 72 ঘণ্টা কোচবিহারে কোনও রাজনৈতিক নেতারা ঢুকতে পারবে না ৷ গতকালই এমনই নোটিশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে ৷ এদিকে, আজই কোচবিহারে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ যদিও তাঁকে কোনওভাবে কেউ দমাতে পারবে না বলে জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী ৷ আজ নির্বাচন কমিশন ও বিজেপিকে উদ্দেশ্য করে টুইট করে জানিয়ে দিয়েছেন, কোচবিহারে আমার মা-বোনেদের কাছে যেতে ওরা আমাকে তিনদিনের জন্য আটকাতে পারবে ৷ কিন্তু, চতুর্থ দিন আমি সেখানে পৌঁছে যাব ৷ সেইসঙ্গে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তিনি বলেন, মডেল কোড অফ কনডাক্টের (আদর্শ আচরণবিধি) নাম পরিবর্তন করে মোদি কোড অফ কনডাক্ট রাখা উচিত ৷

গতকাল চতুর্থ দফার ভোটে রণক্ষেত্র চেহারা নিয়েছিল কোচবিহারের মাথাভাঙা অঞ্চল ৷ শীতলকুচি বিধানসভার 126 নম্বর বুথে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ মৃত্যু হয় চারজনের ৷ ঘটনার পরই ওই বুথে ভোটগ্রহণ স্থগিত করে দেয় নির্বাচন কমিশন ৷ সেইসঙ্গে জানিয়ে দেয়, রাজনৈতিক হিংসায় উত্তপ্ত কোচবিহার ৷ তাই আগামী 72 ঘণ্টায় কোচবিহারে কোনও রাজনৈতিক নেতা মন্ত্রীরা যেতে পারবেন না ৷

কোচবিহারের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহার যাওয়ার কথা ঘোষণা করেন ৷ কিন্তু, নির্বাচন কমিশনের নির্দেশের পর খুব স্বাভাবিকভাবেই আজ সেখানে যেতে পারছেন তৃণমূল সুপ্রিমো ৷ কিন্তু, তাতে যে কেউ তাঁকে আটকে রাখতে পারবে না, সেটা আজ পরিষ্কার করে দিলেন তিনি ৷ নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, "বিশ্বে এমন কোনও কিছু নেই যে আমাকে আমার মা বোনেদের কাছে যেতে এবং তাদের যন্ত্রণা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার থেকে আমাকে কেউ আটকাতে পারবে ৷ "

  • EC should rename MCC as Modi Code of Conduct!

    BJP can use all its might but NOTHING in this world can stop me from being with my people & sharing their pain.

    They can restrict me from visiting my brothers & sisters in Cooch Behar for 3 days but I WILL be there on the 4th day!

    — Mamata Banerjee (@MamataOfficial) April 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন, শীতলকুচির ঘটনার সিআইডি তদন্ত করাবেন মমতা

এদিকে, আদর্শ আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নির্বাচন কমিশনকে তাঁর কটাক্ষ, "মডেল কোড অফ কনডাক্টের নাম পরিবর্তন করে মোদি কোড অফ কনডাক্ট রাখা উচিত ৷" উল্লেখ্য, কয়েকদিন আগেই মমতা আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনে তাঁকে নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন ৷ এবার আদর্শ আচরণবিধি নিয়ে পালটা প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী ৷

গতকাল শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর এই পদক্ষেপ নিয়ে বারবার প্রশ্ন উঠছে ৷ প্রশ্ন উঠছে, শীতলকুচিতে কেন গুলি চালাতে হল কেন্দ্রীয় বাহিনীকে? পর্যবেক্ষকের তরফে নির্বাচন কমিশনকে দেওয়া রিপোর্টে জানানো হয়, আত্মরক্ষার জন্যই গুলি চালায় তারা ৷ এদিকে, ঘটনায় সিআইডি তদন্ত করাবেন বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : Apr 11, 2021, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.