ETV Bharat / state

অষ্টম দফায় একাধিক স্পর্শকাতর বুথ, অশান্তি এড়াতে চলবে ওয়েব কাস্টিং - পশ্চিমবঙ্গ

অষ্টম দফার নির্বাচনে সংবেদনশীল এবং অতি সংবেদনশীল বুথে থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, এই সংবেদনশীল এবং অতি সংবেদনশীল বুথ অর্থাৎ মালদার 1,120টি, মুর্শিদাবাদের 1,600টি, বীরভূমের 1,825টি এবং কলকাতা উত্তরের 1,020টি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্য়বস্থা থাকছে ।

বঙ্গে অষ্টম দফা নির্বাচন ৷
বঙ্গে অষ্টম দফা নির্বাচন ৷
author img

By

Published : Apr 28, 2021, 11:04 PM IST

কলকাতা, 28 এপ্রিল: আগামিকাল রাজ্যে অষ্টম দফার বিধানসভা নির্বাচন । চার জেলায় মোট 35টি আসনের নির্বাচনের শেষ দফায় মোট বুথের সংখ্যা রয়েছে 11 হাজার 860টি । এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি সংবেদনশীল বুথও ।

কমিশন সূত্রে খবর, যাতে কোথাও কোনও রকম অশান্তি হলে তা গোড়াতেই সামাল দেওয়া যায় তাই সমস্ত পরিস্থিতির উপর নজর রাখতে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে ৷ আগামিকালের নির্বাচনে বীরভূমের মোট বুথের সংখ্যা হল 3 হাজার 908টি, যার মধ্যে অতি সংবেদনশীল বুথের সংখ্যা 1,600 ৷ ঠিক একই ভাবে মালদায় মোট বুথের সংখ্যা 2 হাজার 73টি, যার মধ্যে 1,128টি বুথ সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছে । মুর্শিদাবাদের মোট বুথের সংখ্যা হল 3 হাজার 796টি ৷ তার মধ্যে 1,825টি স্পর্শকাতর রয়েছে । পাশাপাশি কলকাতা উত্তরের মোট বুথের সংখ্যা হল 2 হাজার 83টি বুথের মধ্যে অতি সংবেদনশীল বুথ রয়েছে 880টি ৷

নির্বাচন কমিশন জানিয়েছে, এই সংবেদনশীল এবং অতি সংবেদনশীল বুথগুলিতে অর্থাৎ মালদার 1,120টি, মুর্শিদাবাদের 1,600টি, বীরভূমের 1,825টি এবং কলকাতা উত্তরের 1,020টি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্য়বস্থা থাকছে ।

আরও পড়ুন: কেষ্ট গড়ে চ্যালেঞ্জ কমিশনের, জোড়াফুলের কাঁটা মুর্শিদাবাদ-মালদা

কলকাতা, 28 এপ্রিল: আগামিকাল রাজ্যে অষ্টম দফার বিধানসভা নির্বাচন । চার জেলায় মোট 35টি আসনের নির্বাচনের শেষ দফায় মোট বুথের সংখ্যা রয়েছে 11 হাজার 860টি । এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি সংবেদনশীল বুথও ।

কমিশন সূত্রে খবর, যাতে কোথাও কোনও রকম অশান্তি হলে তা গোড়াতেই সামাল দেওয়া যায় তাই সমস্ত পরিস্থিতির উপর নজর রাখতে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে ৷ আগামিকালের নির্বাচনে বীরভূমের মোট বুথের সংখ্যা হল 3 হাজার 908টি, যার মধ্যে অতি সংবেদনশীল বুথের সংখ্যা 1,600 ৷ ঠিক একই ভাবে মালদায় মোট বুথের সংখ্যা 2 হাজার 73টি, যার মধ্যে 1,128টি বুথ সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছে । মুর্শিদাবাদের মোট বুথের সংখ্যা হল 3 হাজার 796টি ৷ তার মধ্যে 1,825টি স্পর্শকাতর রয়েছে । পাশাপাশি কলকাতা উত্তরের মোট বুথের সংখ্যা হল 2 হাজার 83টি বুথের মধ্যে অতি সংবেদনশীল বুথ রয়েছে 880টি ৷

নির্বাচন কমিশন জানিয়েছে, এই সংবেদনশীল এবং অতি সংবেদনশীল বুথগুলিতে অর্থাৎ মালদার 1,120টি, মুর্শিদাবাদের 1,600টি, বীরভূমের 1,825টি এবং কলকাতা উত্তরের 1,020টি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্য়বস্থা থাকছে ।

আরও পড়ুন: কেষ্ট গড়ে চ্যালেঞ্জ কমিশনের, জোড়াফুলের কাঁটা মুর্শিদাবাদ-মালদা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.