- বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল 79.04 শতাংশ ।
বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল 79.04 শতাংশ
17:29 April 22
আজ রাজ্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ মোট চার জেলায় 43টি আসনে 306 জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হতে চলেছে ৷ ষষ্ঠ দফার নির্বাচনে বুথ পাহারায় 779 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে । এই নির্বাচনে মকুল রায়, রাহুল সিনহা, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ চক্রবর্তীর মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য ইভিএম বন্দী হতে চলেছে ৷
17:08 April 22
- বহিরাগতদের নিয়ে এসে বুথ দখলের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থানে যান খাদ্যমন্ত্রী তথা হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক । ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের বচসা বাঁধে । হাবড়া বিধানসভার 254,255 নম্বর বুথের ঘটনা ।
16:56 April 22
- বাগদায় রণঘাটে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ । ঘটনায় তিনজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে । আহতদের বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এলাকায় রয়েছেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস ।
16:29 April 22
- ভোট দিয়ে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ এক যুবক । তাঁর নাম শেখ শাহজাহান । পরিবারের অভিযোগ, ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালায় । আজ দুপুরে অশোকনগর আদর্শ পল্লি হাইস্কুলে ভোট চলাকালীন তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয় । সেই সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে । শেষে গুলি চালায় । যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় বাহিনী ।
16:11 April 22
- বাগদার রণঘাটের 35 নম্বর বুথে বিজেপি কর্মীদের মারধর ও ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে । পাল্টা পুলিশকে মারধরের অভিযোগ । আহত এক পুলিশ আধিকারিক । ঘটনাস্থলে পৌঁছেছেন বাগদার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস । পুলিশ সরকারের হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী ।
15:41 April 22
- দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল 70.42 শতাংশ ৷ এর মধ্যে উত্তর দিনাজপুরে ভোটের হার 71.96 শতাংশ, নদিয়ায় 74.01 শতাংশ, উত্তর 24 পরগনায় 65.08 শতাংশ ও পূর্ব বর্ধমানে 75.02 শতাংশ ৷
15:35 April 22
- বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় ৷ আজ কৃষ্ণনগর উত্তর বিধানসভার ভীমপুর এলাকায় কৌশানীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান ওঠে ৷ ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কৌশানী ৷
15:23 April 22
- ভোট বয়কটকারী আন্দোলনরত গ্রামবাসীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হেমতাবাদ বিধানসভার শেরপুর গ্রামে । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীর হাত মুখ মেরে ফাটিয়ে দেয় বলে অভিযোগ ৷ ভাঙচুর করা হয় তাঁদের বাড়িঘরও । উল্লেখ্য, আজ সকালে "নো ব্রিজ নো ভোট" স্লোগানকে সামনে রেখে ভোট বয়কট করেছিল তাঁরা ৷
15:08 April 22
- টিটাগড়ের মিলনগড়ে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় জখম 4 বিজেপি কর্মী-সমর্থক ৷ অন্যদিকে, বিজেপির ক্যাম্প অফিসও ভাঙচুরের অভিযোগ উঠেছে ৷
15:03 April 22
- কেতুগ্রামে শিশুকে চড় মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এমনকি, অপর এক শিশুকে নর্দমায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ৷ কেতুগ্রাম রাজুড়ের ১০১ নং বুথের ঘটনা ৷ ক্ষোভে ফেটে পড়েছেন শিশুদের পরিবার ও তাদের প্রতিবেশীরা ।
13:55 April 22
- শীতলকুচির পর এবার অশোকনগর ৷ ভোটারদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । ঘটনায় সাজারউদ্দিন ও খাবিরুল ইসলাম নামে দুইজন ভোটারের গুলি লেগেছে বলে স্থানীয়দের দাবি । তাঁদের বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে । উত্তর 24 পরগনার অশোকনগর ডিগরা পঞ্চায়েতের টেংরা 79 ও 80 নম্বর বুথের ঘটনা । যদিও, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন ৷
13:37 April 22
- দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 57.30 শতাংশ ৷
13:16 April 22
- ভাতারে ভোটারদের উপরে লাঠিচার্জ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার মুরাতিপুর কালটিকুড়ি লেহা নিম্ন বুনিয়াদি স্কুলের 54 নং বুথে ভোট দিতে যাচ্ছিলেন তিন যুবক । সেইসময় তাদের উপর হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ । ঘটনায় দুই যুবক ধানক্ষেতের মধ্যে পড়ে যায় । এরপরেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন ।
12:49 April 22
- নৈহাটি বিধানসভার 41 নম্বর বুথে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ৷ বিজেপির অভিযোগ, তৃণমূলের বাইকবাহিনী সকাল থেকে গ্রামে তাণ্ডব চালায় ৷
12:24 April 22
- তৃণমূলের ক্যাম্পে ঢুকে কর্মীদের মারধরের অভিযোগ উঠল রাজ্য পুলিশের বিরুদ্ধে । অশোকনগর কেন্দ্রের দোগাছিয়া পঞ্চায়েতের ভুরকুণ্ডার 27 ও 28 নম্বর বুথের ঘটনা । তৃণমূলের দাবি, ভোট কেন্দ্র থেকে 100 মিটার দূরে দলীয় ক্যাম্প করেছিলেন তাঁরা । আচমকা তাদের উপরে পুলিশ এসে লাঠিচার্জ করে বলে অভিযোগ ।
12:20 April 22
- জগদ্দল বিধানসভার দলের 7টি বুথে 7 জন এজেন্ট নিখোঁজের অভিযোগ উঠল ৷ তৃণমূলের অভিযোগ, ওই এজেন্টদের সঙ্গে কোনওভাবে ফোনেও যোগযোগ করা যাচ্ছে না ৷ ওই 7টি বুথ হল 96, 97, 98, 99, 99এ, 100 ও 100এ ৷
12:10 April 22
- চোপড়ার একটি বুথে প্রায় দুই ঘণ্টা অনুপস্থিত থাকলেন প্রিসাইডিং অফিসার ৷ সেইসঙ্গে ওই বুথে বেশ কিছুক্ষণ ফার্স্ট পোলিং অফিসারও ছিলেন না । তাঁদের দু'জনকেই সরাল কমিশন ৷ চোপড়া 55 নম্বর বুথের ঘটনা ।
11:57 April 22
- ভোট দিলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ ৷ আজ সকালে পূর্বস্থলীর বিদ্যানগর হাইস্কুলে ভোট দেন তিনি ৷
11:47 April 22
- সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 37.27 শতাংশ ৷
11:44 April 22
- ব্যারাকপুরের শাঁখারিপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা ৷ ঘটনাস্থানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে ৷
11:26 April 22
- পূর্বস্থলীর একটি বুথে উঠল জয় শ্রীরাম স্লোগান ৷ তৃতীয় পোলিং অফিসারের বিরুদ্ধে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল । পূর্বস্থলীর 1 নম্বর দোল গোবিন্দপুর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ের 35 নম্বর বুথে মকপোল হওয়ার সময় হঠাৎই নির্বাচনের দায়িত্বে থাকা থার্ড পোলিং অফিসার জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওঠে ৷
11:13 April 22
- ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে, কোনওরকম অভিযোগ নেই ৷ দুই একটি জায়গায় সামান্য কিছু অভিযোগ আসছে ৷ তবে বড় কিছু নয় । ভোট দেওয়ার পরে এমনটাই জানালেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর ৷ আজ পিআরঠাকুর প্রাইমারি স্কুলে গাইঘাটা বিধানসভা কেন্দ্রের 42 নম্বর বুথে ভোট দিলেন তিনি ৷
10:57 April 22
- ব্যারাকপুরে সকাল থেকেই বুথে বুথে ঘুরলেন রাজ চক্রবর্তী ৷ বুথে বুথে কেমন চলছে ভোটগ্রহণ সেই বিষয়টি খতিয়ে দেখলেন তিনি ৷
10:45 April 22
- সকাল সকাল নিজের ভোটকেন্দ্রে পৌঁছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা ৷
10:34 April 22
- সকাল থেকেই বিভিন্ন বুথ কেন্দ্র পরিদর্শন করছেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় ।
10:32 April 22
- "নো ব্রিজ নো ভোট" এই দাবি তুলে ভোট বয়কট করলেন রায়গঞ্জ ব্লকের 5 নম্বর শেরপুরের গ্রামবাসীরা ৷ বেশ কয়েকদিন ধরে গ্রামবাসী ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন । সেই সিদ্ধান্ত কার্যত সফল হল । দীর্ঘদিনের খলসি ব্রিজ নির্মাণ হয়নি ৷ তাই ভোট দিচ্ছেন না গ্রামবাসীরা ।
10:19 April 22
- রায়গঞ্জে কর্তব্যরত বুথ লেভেল অফিসার ( BLO) অভিজিত কুণ্ডুকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ রায়গঞ্জের কলেজপাড়া এলাকার 156 নম্বর বুথের ঘটনা ।
10:00 April 22
- বুথে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ৷ ক্ষোভে ভোট দেওয়া বন্ধ রাখেন ভোটাররা ৷ গলসি বিধানসভার কাঁকসার বিদবিহারের ফুলঝোড় 9 নম্বর বুথের ঘটনা ৷ বুথ লেভেল অফিসারের উপর ক্ষোভ উগরে দেয় ভোটাররা ৷
10:00 April 22
- আমডাঙার খুড়িগাছিতে ভোটারদের ভোটদানে বাধা ৷ অভিযোগ সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী জামালউদ্দিনের ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷
09:42 April 22
- কেতুগ্রামে বোমাবাজি ও তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ৷ অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে । তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকেরা প্রকাশ্যে রাম দা, লাঠি নিয়ে ঘুরছে । পুলিশ নীরব দর্শক । বিজেপির তরফ থেকে পালটা অভিযোগ, তৃণমূল কর্মীরাই বিজেপির লোকেদের আটকে দিয়েছে । তাই পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।
09:38 April 22
- সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 17.19 শতাংশ ৷
09:23 April 22
- আউশগ্রামের প্রতাপপুরে পুলিশকে হুমকির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ তৃণমূল নেতার নাম অরূপ মিদ্যা । তৃণমূল নেতার হুঁশিয়ারি, তিনদিন পর আমাদের সরকার আসবে, তখন আপনাকে দেখে নেব । এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি ।
09:17 April 22
-
আমি বাংলার ষষ্ঠ দফার নির্বাচনে সকল ভোটারদের বিশেষ করে যুবকদের আবেদন করছি অধিক থেকে অধিকতর সংখ্যায় বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভয়মুক্ত হয়ে ভোট দিন।
— Amit Shah (@AmitShah) April 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
আপনার একটি ভোট বাংলার গরীব ও বঞ্চিতদের তাদের অধিকার দিতে এবং রাজ্যকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তিপ্রস্তর হবে।
">আমি বাংলার ষষ্ঠ দফার নির্বাচনে সকল ভোটারদের বিশেষ করে যুবকদের আবেদন করছি অধিক থেকে অধিকতর সংখ্যায় বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভয়মুক্ত হয়ে ভোট দিন।
— Amit Shah (@AmitShah) April 22, 2021
আপনার একটি ভোট বাংলার গরীব ও বঞ্চিতদের তাদের অধিকার দিতে এবং রাজ্যকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তিপ্রস্তর হবে।আমি বাংলার ষষ্ঠ দফার নির্বাচনে সকল ভোটারদের বিশেষ করে যুবকদের আবেদন করছি অধিক থেকে অধিকতর সংখ্যায় বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভয়মুক্ত হয়ে ভোট দিন।
— Amit Shah (@AmitShah) April 22, 2021
আপনার একটি ভোট বাংলার গরীব ও বঞ্চিতদের তাদের অধিকার দিতে এবং রাজ্যকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তিপ্রস্তর হবে।
- টুইট করলেন অমিত শাহও ৷ তিনি টুইটারে লেখেন, "আমি বাংলার ষষ্ঠ দফার নির্বাচনে সকল ভোটারদের বিশেষ করে যুবকদের আবেদন করছি অধিক থেকে অধিকতর সংখ্যায় বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভয়মুক্ত হয়ে ভোট দিন । আপনার একটি ভোট বাংলার গরিব ও বঞ্চিতদের তাদের অধিকার দিতে এবং রাজ্যকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তিপ্রস্তর হবে।
09:15 April 22
-
The people of West Bengal are voting to elect a new assembly. On the sixth phase today, urging those whose seats are polling to exercise their franchise.
— Narendra Modi (@narendramodi) April 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The people of West Bengal are voting to elect a new assembly. On the sixth phase today, urging those whose seats are polling to exercise their franchise.
— Narendra Modi (@narendramodi) April 22, 2021The people of West Bengal are voting to elect a new assembly. On the sixth phase today, urging those whose seats are polling to exercise their franchise.
— Narendra Modi (@narendramodi) April 22, 2021
- টুইটারে ভোটারদের ভোটদানের আবেদন জানালেন নরেন্দ্র মোদি ৷ টুইটারে লেখেন, "নতুন বিধানসভা গঠনে আজ পশ্চিমবঙ্গে ষষ্ঠদফায় ভোটগ্রহণ হবে ৷ আজ যাদের ভোট রয়েছে তাদের ভোট দিতে অনুরোধ করছি ৷"
09:07 April 22
- গলসি বিধানসভার পানাগড় বাজার হাইস্কুল 66. 67, 68 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল ৷ আটক এক তৃণমূল কর্মী । একই অভিযোগ উঠেছে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শুক্লা সিংয়ের বিরুদ্ধে । যদিও, শুক্লা সিং অভিযোগ অস্বীকার করেছেন ।
09:06 April 22
- শাসকদলের দুষ্কৃতীরা একাধিক বিজেপি এজেন্টকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে ৷ এমনটাই অভিযোগ করলেন গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস ৷
09:04 April 22
- পূর্ব বর্ধমানের আটটি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ । সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন । কোভিড বিধি মেনেই চলছে ভোটগ্রহণ ৷
08:53 April 22
- ভোট দিলেন বাদুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী সুকল্যাণ বৈদ্য ৷ ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, কয়েক জায়গায় সামান্য ভোটদানে ব্যাঘাত ঘটেছিল ৷ এখন আপাতত স্বাভাবিক রয়েছে ৷ আমি সব এলাকাগুলো ঘুরে দেখছি ৷
08:49 April 22
- সকাল থেকে নদিয়া জেলার নটি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । করোনা সুরক্ষাবিধির কথা মাথায় রেখে বুথে বুথে মাস্ক ও স্যানিটাইজ়ার বিতরণ চলছে ৷
08:45 April 22
- স্বরূপনগর বিধানসভার গোয়ালবাতানে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ৷ সেইসঙ্গে মারধরের অভিযোগ উঠেছে ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷
08:41 April 22
- বনগাঁয় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ এলাকায় তৃণমূলের পতাকা লাগিয়ে বুথ সাজানোর সময় তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ ওঠে ৷ বুধবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটে বনগাঁ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের 107 নম্বর বুথ এলাকায় । স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় তাপস দাস নামে এক মূল কর্মী জখম হয়েছেন । গুরুতর জখম অবস্থায় তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।
08:16 April 22
- চোপড়ায় বিজেপি কর্মীর বাড়িতে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাস্থলে রয়েছে চোপড়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷
08:00 April 22
- কাঁচরাপাড়ায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ ৷ অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে ৷ ওই তৃণমূল নেতার মাথা ফাটিয়ে দেওয়া বলে অভিযোগ ৷
07:57 April 22
- সকাল থেকেই বুথ পরিদর্শন করছেন রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছেন ৷ দুপুরের পরে ইসলামপুরে তিনি ভোট দেবেন বলে জানিয়েছেন কানাইয়ালাল ৷
07:49 April 22
- সকাল সকাল ভোটদান পর্ব সারলেন মুকুল রায় ৷ তিনি কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন ৷ বিজেপি উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার 141 নম্বর বুথে ভোট দেন তিনি ৷
07:43 April 22
- ভোট দিলেন নদিয়ার চাপরা বিধানসভার নির্দল প্রার্থী জেবের শেখ ৷
07:32 April 22
- ভোট দিলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷ রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে 134 নম্বর বুথে ভোট দেন তিনি ৷ ভোট দেওয়ার পর জানান, আগে অন্যান্য প্রার্থীদের ভোট দিয়েছি ৷ এবার নিজের ভোট নিজেই দিতে পেরে খুশি তিনি ৷
07:30 April 22
- ভাটপাড়া বিধানসভার একটি কেন্দ্রে ইভিএম খারাপের অভিযোগ উঠেছে ৷ ফলে ওই বুথে এখনও পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়নি ৷
07:30 April 22
- ভোটের আগের রাতে উত্তেজনা নবদ্বীপে ৷ গতকাল নবদ্বীপ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে বিজেপির যুব মোর্চার কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
07:15 April 22
- ভোট দিলেন অর্জুন সিং ও তাঁর ছেলে পবন সিং ৷ আজ সকালে ভাটপাড়ার 144 নম্বর বুথে গিয়ে তাঁরা ভোটদান করেন ৷
07:01 April 22
- ঘড়ির কাঁটা সাতটার ঘরে পৌঁছাতেই চার জেলায় বুথে বুথে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে ৷
06:55 April 22
- ষষ্ঠ দফার নির্বাচনে নজরে রয়েছেন বেশ কয়েকজন প্রার্থী ৷ যেমন মুকুল রায় (কৃষ্ণনগর উত্তর) , রাজ চক্রবর্তী (ব্যারাকপুর), তন্ময় ভট্টাচার্য (দমদম উত্তর), চন্দ্রিমা ভট্টাচার্য (দমদম উত্তর), সুব্রত ঠাকুর (বনগাঁ), জ্যোতিপ্রিয় মল্লিক (হাবড়া), রাহুল সিনহা (হাবড়া) ৷
06:31 April 22
- আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যে শুরু হচ্ছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ ইতিমধ্যেই বুথে বুথে মকপোল শুরু হয়ে গিয়েছে ৷
17:29 April 22
আজ রাজ্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ মোট চার জেলায় 43টি আসনে 306 জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হতে চলেছে ৷ ষষ্ঠ দফার নির্বাচনে বুথ পাহারায় 779 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে । এই নির্বাচনে মকুল রায়, রাহুল সিনহা, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ চক্রবর্তীর মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য ইভিএম বন্দী হতে চলেছে ৷
- বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল 79.04 শতাংশ ।
17:08 April 22
- বহিরাগতদের নিয়ে এসে বুথ দখলের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থানে যান খাদ্যমন্ত্রী তথা হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক । ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের বচসা বাঁধে । হাবড়া বিধানসভার 254,255 নম্বর বুথের ঘটনা ।
16:56 April 22
- বাগদায় রণঘাটে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ । ঘটনায় তিনজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে । আহতদের বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এলাকায় রয়েছেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস ।
16:29 April 22
- ভোট দিয়ে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ এক যুবক । তাঁর নাম শেখ শাহজাহান । পরিবারের অভিযোগ, ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালায় । আজ দুপুরে অশোকনগর আদর্শ পল্লি হাইস্কুলে ভোট চলাকালীন তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয় । সেই সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে । শেষে গুলি চালায় । যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় বাহিনী ।
16:11 April 22
- বাগদার রণঘাটের 35 নম্বর বুথে বিজেপি কর্মীদের মারধর ও ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে । পাল্টা পুলিশকে মারধরের অভিযোগ । আহত এক পুলিশ আধিকারিক । ঘটনাস্থলে পৌঁছেছেন বাগদার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস । পুলিশ সরকারের হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী ।
15:41 April 22
- দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল 70.42 শতাংশ ৷ এর মধ্যে উত্তর দিনাজপুরে ভোটের হার 71.96 শতাংশ, নদিয়ায় 74.01 শতাংশ, উত্তর 24 পরগনায় 65.08 শতাংশ ও পূর্ব বর্ধমানে 75.02 শতাংশ ৷
15:35 April 22
- বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় ৷ আজ কৃষ্ণনগর উত্তর বিধানসভার ভীমপুর এলাকায় কৌশানীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান ওঠে ৷ ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কৌশানী ৷
15:23 April 22
- ভোট বয়কটকারী আন্দোলনরত গ্রামবাসীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হেমতাবাদ বিধানসভার শেরপুর গ্রামে । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীর হাত মুখ মেরে ফাটিয়ে দেয় বলে অভিযোগ ৷ ভাঙচুর করা হয় তাঁদের বাড়িঘরও । উল্লেখ্য, আজ সকালে "নো ব্রিজ নো ভোট" স্লোগানকে সামনে রেখে ভোট বয়কট করেছিল তাঁরা ৷
15:08 April 22
- টিটাগড়ের মিলনগড়ে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় জখম 4 বিজেপি কর্মী-সমর্থক ৷ অন্যদিকে, বিজেপির ক্যাম্প অফিসও ভাঙচুরের অভিযোগ উঠেছে ৷
15:03 April 22
- কেতুগ্রামে শিশুকে চড় মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এমনকি, অপর এক শিশুকে নর্দমায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ৷ কেতুগ্রাম রাজুড়ের ১০১ নং বুথের ঘটনা ৷ ক্ষোভে ফেটে পড়েছেন শিশুদের পরিবার ও তাদের প্রতিবেশীরা ।
13:55 April 22
- শীতলকুচির পর এবার অশোকনগর ৷ ভোটারদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । ঘটনায় সাজারউদ্দিন ও খাবিরুল ইসলাম নামে দুইজন ভোটারের গুলি লেগেছে বলে স্থানীয়দের দাবি । তাঁদের বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে । উত্তর 24 পরগনার অশোকনগর ডিগরা পঞ্চায়েতের টেংরা 79 ও 80 নম্বর বুথের ঘটনা । যদিও, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন ৷
13:37 April 22
- দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 57.30 শতাংশ ৷
13:16 April 22
- ভাতারে ভোটারদের উপরে লাঠিচার্জ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার মুরাতিপুর কালটিকুড়ি লেহা নিম্ন বুনিয়াদি স্কুলের 54 নং বুথে ভোট দিতে যাচ্ছিলেন তিন যুবক । সেইসময় তাদের উপর হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ । ঘটনায় দুই যুবক ধানক্ষেতের মধ্যে পড়ে যায় । এরপরেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন ।
12:49 April 22
- নৈহাটি বিধানসভার 41 নম্বর বুথে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ৷ বিজেপির অভিযোগ, তৃণমূলের বাইকবাহিনী সকাল থেকে গ্রামে তাণ্ডব চালায় ৷
12:24 April 22
- তৃণমূলের ক্যাম্পে ঢুকে কর্মীদের মারধরের অভিযোগ উঠল রাজ্য পুলিশের বিরুদ্ধে । অশোকনগর কেন্দ্রের দোগাছিয়া পঞ্চায়েতের ভুরকুণ্ডার 27 ও 28 নম্বর বুথের ঘটনা । তৃণমূলের দাবি, ভোট কেন্দ্র থেকে 100 মিটার দূরে দলীয় ক্যাম্প করেছিলেন তাঁরা । আচমকা তাদের উপরে পুলিশ এসে লাঠিচার্জ করে বলে অভিযোগ ।
12:20 April 22
- জগদ্দল বিধানসভার দলের 7টি বুথে 7 জন এজেন্ট নিখোঁজের অভিযোগ উঠল ৷ তৃণমূলের অভিযোগ, ওই এজেন্টদের সঙ্গে কোনওভাবে ফোনেও যোগযোগ করা যাচ্ছে না ৷ ওই 7টি বুথ হল 96, 97, 98, 99, 99এ, 100 ও 100এ ৷
12:10 April 22
- চোপড়ার একটি বুথে প্রায় দুই ঘণ্টা অনুপস্থিত থাকলেন প্রিসাইডিং অফিসার ৷ সেইসঙ্গে ওই বুথে বেশ কিছুক্ষণ ফার্স্ট পোলিং অফিসারও ছিলেন না । তাঁদের দু'জনকেই সরাল কমিশন ৷ চোপড়া 55 নম্বর বুথের ঘটনা ।
11:57 April 22
- ভোট দিলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ ৷ আজ সকালে পূর্বস্থলীর বিদ্যানগর হাইস্কুলে ভোট দেন তিনি ৷
11:47 April 22
- সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 37.27 শতাংশ ৷
11:44 April 22
- ব্যারাকপুরের শাঁখারিপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা ৷ ঘটনাস্থানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে ৷
11:26 April 22
- পূর্বস্থলীর একটি বুথে উঠল জয় শ্রীরাম স্লোগান ৷ তৃতীয় পোলিং অফিসারের বিরুদ্ধে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল । পূর্বস্থলীর 1 নম্বর দোল গোবিন্দপুর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ের 35 নম্বর বুথে মকপোল হওয়ার সময় হঠাৎই নির্বাচনের দায়িত্বে থাকা থার্ড পোলিং অফিসার জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওঠে ৷
11:13 April 22
- ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে, কোনওরকম অভিযোগ নেই ৷ দুই একটি জায়গায় সামান্য কিছু অভিযোগ আসছে ৷ তবে বড় কিছু নয় । ভোট দেওয়ার পরে এমনটাই জানালেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর ৷ আজ পিআরঠাকুর প্রাইমারি স্কুলে গাইঘাটা বিধানসভা কেন্দ্রের 42 নম্বর বুথে ভোট দিলেন তিনি ৷
10:57 April 22
- ব্যারাকপুরে সকাল থেকেই বুথে বুথে ঘুরলেন রাজ চক্রবর্তী ৷ বুথে বুথে কেমন চলছে ভোটগ্রহণ সেই বিষয়টি খতিয়ে দেখলেন তিনি ৷
10:45 April 22
- সকাল সকাল নিজের ভোটকেন্দ্রে পৌঁছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা ৷
10:34 April 22
- সকাল থেকেই বিভিন্ন বুথ কেন্দ্র পরিদর্শন করছেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় ।
10:32 April 22
- "নো ব্রিজ নো ভোট" এই দাবি তুলে ভোট বয়কট করলেন রায়গঞ্জ ব্লকের 5 নম্বর শেরপুরের গ্রামবাসীরা ৷ বেশ কয়েকদিন ধরে গ্রামবাসী ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন । সেই সিদ্ধান্ত কার্যত সফল হল । দীর্ঘদিনের খলসি ব্রিজ নির্মাণ হয়নি ৷ তাই ভোট দিচ্ছেন না গ্রামবাসীরা ।
10:19 April 22
- রায়গঞ্জে কর্তব্যরত বুথ লেভেল অফিসার ( BLO) অভিজিত কুণ্ডুকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ রায়গঞ্জের কলেজপাড়া এলাকার 156 নম্বর বুথের ঘটনা ।
10:00 April 22
- বুথে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ৷ ক্ষোভে ভোট দেওয়া বন্ধ রাখেন ভোটাররা ৷ গলসি বিধানসভার কাঁকসার বিদবিহারের ফুলঝোড় 9 নম্বর বুথের ঘটনা ৷ বুথ লেভেল অফিসারের উপর ক্ষোভ উগরে দেয় ভোটাররা ৷
10:00 April 22
- আমডাঙার খুড়িগাছিতে ভোটারদের ভোটদানে বাধা ৷ অভিযোগ সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী জামালউদ্দিনের ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷
09:42 April 22
- কেতুগ্রামে বোমাবাজি ও তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ৷ অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে । তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকেরা প্রকাশ্যে রাম দা, লাঠি নিয়ে ঘুরছে । পুলিশ নীরব দর্শক । বিজেপির তরফ থেকে পালটা অভিযোগ, তৃণমূল কর্মীরাই বিজেপির লোকেদের আটকে দিয়েছে । তাই পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।
09:38 April 22
- সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 17.19 শতাংশ ৷
09:23 April 22
- আউশগ্রামের প্রতাপপুরে পুলিশকে হুমকির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ তৃণমূল নেতার নাম অরূপ মিদ্যা । তৃণমূল নেতার হুঁশিয়ারি, তিনদিন পর আমাদের সরকার আসবে, তখন আপনাকে দেখে নেব । এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি ।
09:17 April 22
-
আমি বাংলার ষষ্ঠ দফার নির্বাচনে সকল ভোটারদের বিশেষ করে যুবকদের আবেদন করছি অধিক থেকে অধিকতর সংখ্যায় বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভয়মুক্ত হয়ে ভোট দিন।
— Amit Shah (@AmitShah) April 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
আপনার একটি ভোট বাংলার গরীব ও বঞ্চিতদের তাদের অধিকার দিতে এবং রাজ্যকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তিপ্রস্তর হবে।
">আমি বাংলার ষষ্ঠ দফার নির্বাচনে সকল ভোটারদের বিশেষ করে যুবকদের আবেদন করছি অধিক থেকে অধিকতর সংখ্যায় বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভয়মুক্ত হয়ে ভোট দিন।
— Amit Shah (@AmitShah) April 22, 2021
আপনার একটি ভোট বাংলার গরীব ও বঞ্চিতদের তাদের অধিকার দিতে এবং রাজ্যকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তিপ্রস্তর হবে।আমি বাংলার ষষ্ঠ দফার নির্বাচনে সকল ভোটারদের বিশেষ করে যুবকদের আবেদন করছি অধিক থেকে অধিকতর সংখ্যায় বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভয়মুক্ত হয়ে ভোট দিন।
— Amit Shah (@AmitShah) April 22, 2021
আপনার একটি ভোট বাংলার গরীব ও বঞ্চিতদের তাদের অধিকার দিতে এবং রাজ্যকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তিপ্রস্তর হবে।
- টুইট করলেন অমিত শাহও ৷ তিনি টুইটারে লেখেন, "আমি বাংলার ষষ্ঠ দফার নির্বাচনে সকল ভোটারদের বিশেষ করে যুবকদের আবেদন করছি অধিক থেকে অধিকতর সংখ্যায় বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভয়মুক্ত হয়ে ভোট দিন । আপনার একটি ভোট বাংলার গরিব ও বঞ্চিতদের তাদের অধিকার দিতে এবং রাজ্যকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তিপ্রস্তর হবে।
09:15 April 22
-
The people of West Bengal are voting to elect a new assembly. On the sixth phase today, urging those whose seats are polling to exercise their franchise.
— Narendra Modi (@narendramodi) April 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The people of West Bengal are voting to elect a new assembly. On the sixth phase today, urging those whose seats are polling to exercise their franchise.
— Narendra Modi (@narendramodi) April 22, 2021The people of West Bengal are voting to elect a new assembly. On the sixth phase today, urging those whose seats are polling to exercise their franchise.
— Narendra Modi (@narendramodi) April 22, 2021
- টুইটারে ভোটারদের ভোটদানের আবেদন জানালেন নরেন্দ্র মোদি ৷ টুইটারে লেখেন, "নতুন বিধানসভা গঠনে আজ পশ্চিমবঙ্গে ষষ্ঠদফায় ভোটগ্রহণ হবে ৷ আজ যাদের ভোট রয়েছে তাদের ভোট দিতে অনুরোধ করছি ৷"
09:07 April 22
- গলসি বিধানসভার পানাগড় বাজার হাইস্কুল 66. 67, 68 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল ৷ আটক এক তৃণমূল কর্মী । একই অভিযোগ উঠেছে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শুক্লা সিংয়ের বিরুদ্ধে । যদিও, শুক্লা সিং অভিযোগ অস্বীকার করেছেন ।
09:06 April 22
- শাসকদলের দুষ্কৃতীরা একাধিক বিজেপি এজেন্টকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে ৷ এমনটাই অভিযোগ করলেন গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস ৷
09:04 April 22
- পূর্ব বর্ধমানের আটটি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ । সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন । কোভিড বিধি মেনেই চলছে ভোটগ্রহণ ৷
08:53 April 22
- ভোট দিলেন বাদুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী সুকল্যাণ বৈদ্য ৷ ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, কয়েক জায়গায় সামান্য ভোটদানে ব্যাঘাত ঘটেছিল ৷ এখন আপাতত স্বাভাবিক রয়েছে ৷ আমি সব এলাকাগুলো ঘুরে দেখছি ৷
08:49 April 22
- সকাল থেকে নদিয়া জেলার নটি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । করোনা সুরক্ষাবিধির কথা মাথায় রেখে বুথে বুথে মাস্ক ও স্যানিটাইজ়ার বিতরণ চলছে ৷
08:45 April 22
- স্বরূপনগর বিধানসভার গোয়ালবাতানে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ৷ সেইসঙ্গে মারধরের অভিযোগ উঠেছে ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷
08:41 April 22
- বনগাঁয় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ এলাকায় তৃণমূলের পতাকা লাগিয়ে বুথ সাজানোর সময় তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ ওঠে ৷ বুধবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটে বনগাঁ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের 107 নম্বর বুথ এলাকায় । স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় তাপস দাস নামে এক মূল কর্মী জখম হয়েছেন । গুরুতর জখম অবস্থায় তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।
08:16 April 22
- চোপড়ায় বিজেপি কর্মীর বাড়িতে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাস্থলে রয়েছে চোপড়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷
08:00 April 22
- কাঁচরাপাড়ায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ ৷ অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে ৷ ওই তৃণমূল নেতার মাথা ফাটিয়ে দেওয়া বলে অভিযোগ ৷
07:57 April 22
- সকাল থেকেই বুথ পরিদর্শন করছেন রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছেন ৷ দুপুরের পরে ইসলামপুরে তিনি ভোট দেবেন বলে জানিয়েছেন কানাইয়ালাল ৷
07:49 April 22
- সকাল সকাল ভোটদান পর্ব সারলেন মুকুল রায় ৷ তিনি কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন ৷ বিজেপি উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার 141 নম্বর বুথে ভোট দেন তিনি ৷
07:43 April 22
- ভোট দিলেন নদিয়ার চাপরা বিধানসভার নির্দল প্রার্থী জেবের শেখ ৷
07:32 April 22
- ভোট দিলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷ রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে 134 নম্বর বুথে ভোট দেন তিনি ৷ ভোট দেওয়ার পর জানান, আগে অন্যান্য প্রার্থীদের ভোট দিয়েছি ৷ এবার নিজের ভোট নিজেই দিতে পেরে খুশি তিনি ৷
07:30 April 22
- ভাটপাড়া বিধানসভার একটি কেন্দ্রে ইভিএম খারাপের অভিযোগ উঠেছে ৷ ফলে ওই বুথে এখনও পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়নি ৷
07:30 April 22
- ভোটের আগের রাতে উত্তেজনা নবদ্বীপে ৷ গতকাল নবদ্বীপ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে বিজেপির যুব মোর্চার কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
07:15 April 22
- ভোট দিলেন অর্জুন সিং ও তাঁর ছেলে পবন সিং ৷ আজ সকালে ভাটপাড়ার 144 নম্বর বুথে গিয়ে তাঁরা ভোটদান করেন ৷
07:01 April 22
- ঘড়ির কাঁটা সাতটার ঘরে পৌঁছাতেই চার জেলায় বুথে বুথে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে ৷
06:55 April 22
- ষষ্ঠ দফার নির্বাচনে নজরে রয়েছেন বেশ কয়েকজন প্রার্থী ৷ যেমন মুকুল রায় (কৃষ্ণনগর উত্তর) , রাজ চক্রবর্তী (ব্যারাকপুর), তন্ময় ভট্টাচার্য (দমদম উত্তর), চন্দ্রিমা ভট্টাচার্য (দমদম উত্তর), সুব্রত ঠাকুর (বনগাঁ), জ্যোতিপ্রিয় মল্লিক (হাবড়া), রাহুল সিনহা (হাবড়া) ৷
06:31 April 22
- আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যে শুরু হচ্ছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ ইতিমধ্যেই বুথে বুথে মকপোল শুরু হয়ে গিয়েছে ৷