ETV Bharat / state

লাইভ : বিকেল 5 টা পর্যন্ত ভোট পড়েছে 78.36 শতাংশ

author img

By

Published : Apr 17, 2021, 6:43 AM IST

Updated : Apr 17, 2021, 5:49 PM IST

election
election

17:47 April 17

আজ পঞ্চম দফার ভোটগ্রহণ ৷ মোট 6টি জেলায় 45 টি আসনে নির্বাচন ৷ এই 6টি জেলার মধ্যে রয়েছে তিনটি জেলা উত্তরবঙ্গের ৷ আর বাকি তিনটি দক্ষিণবঙ্গের ৷ 1 লাখ 7 হাজার 100 আধাসেনা মোতায়েন থাকছে ৷ এর মধ্যে বুথ পাহারায় থাকছে বুথ পাহারায় থাকছে 85 হাজার 300 আধাসেনা ৷

  • বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে 78.36 শতাংশ ৷

17:13 April 17

  • বসিরহাট উত্তর বিধানসভায় আইএসএফ প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ আক্রান্ত আইএসএফ প্রার্থীর নাম বাইজিদ আমিন ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

16:44 April 17

ফের উত্তপ্ত শান্তিপুর ৷ নদিয়ার শান্তিপুরের 175 নম্বর বুথের মৌচাক কলোনির সাহা পুকুর এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে রাজা দেবনাথ নামে এক বিজেপি কর্মীকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী ৷ এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বিজেপির অভিযোগ, সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল ।

16:23 April 17

  • বিধাননগরের দত্তাবাদে সকাল থেকে অশান্তি অব্যাহত । মারমুখী জনতাকে ঠেকাতে এবং বিভিন্ন জায়গায় জমায়েত সরাতে এদিন দত্তাবাদ এলাকায় বিভিন্ন জায়গায় লাঠিচার্জ করে বিধাননগর থানার পুলিশ ৷

15:46 April 17

  • বিকেল সাড়ে তিনটে পর্যন্ত ভোট পড়ল 69.40 শতাংশ ৷

15:46 April 17

  • বর্ধমানে রসিকপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ বর্ধমান দক্ষিণ কেন্দ্রের রসিকপুরের বিজেপি কর্মী শান্তনু রায় ৪৩নং বুথে বিজেপির বুথ এজেন্টকে খাবার দিতে গেলে কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে মারধর করে বলে অভিযোগ । ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রসিকপুর এলাকায় ।

15:28 April 17

  • কল্যাণী বিধানসভার গয়েশপুরে 268 নম্বর বুথের কাছে বোমাবাজি ৷ আহত এক বিজেপি কর্মী ৷ এলাকায় উত্তেজনা ৷

15:23 April 17

ভোট দিলেন বিনয় তামাং
  • ভোট দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং ৷ অন্যদিকে, ভোট দিয়ে জিটিএ চেয়ারম্যান তথা মোর্চা নেতা অনিত থাপা বলেন, "পাহাড়ে শান্তিপূর্ণভাবেই নির্বাচন হচ্ছে । নয়া সোচ নয়া বিচারকে সামনে রেখেই আমাদের লড়াই ৷"

15:08 April 17

  • বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষকে ঘিরে বিক্ষোভ । অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, এদিন শিলিগুড়ির মার্গারেট হাইস্কুলের বুথ পরিদর্শনে যান তাঁরা । সেসময় বুথ জ্যাম করার চেষ্টা করছে বিজেপি বলে অভিযোগ তুলে পাল্টা বিক্ষোভ শুরু করে তৃণমূল । ঘটনায় দুই পক্ষই বচসায় জড়ায় ।

14:13 April 17

ভোট দিলেন মিমি চক্রবর্তী
  • কোভিড বিধি মেনেই জলপাইগুড়িতে ভোট দিলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী । পান্ডাপাড়া জুনিয়ার বেসিক স্কুলে ভোট দেন তিনি ।

14:01 April 17

বরানগরের পার্নো মিত্রকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান
  • বরানগরের পার্নো মিত্রকে ঘিরে বিক্ষোভ । তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় আলমবাজারে । ঘটনাস্থানে পৌঁছায় বরানগর থানার পুলিশ ৷ বিক্ষোভ হঠাতে বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ । তৃণমূলের অভিযোগ, পার্নো মিত্র বহিরাগতদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন । যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন পার্নো ।

13:54 April 17

  • দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 54.67 শতাংশ ৷

13:34 April 17

  • বিদ্যুৎ নেই ৷ টর্চ জ্বালিয়েই ভোট দিলেন দার্জিলিংয়ের আগম দেওকোটা লাইব্রেরি বুথের ভোটাররা ৷ গতকাল রাত থেকে এলাকায় বিদ্যুৎ নেই ৷ অন্ধকার থাকায় ভোট শুরু হতে বিলম্ব হয় ৷ তবে ভোটদান আটকায়নি ৷

13:15 April 17

  • দেগঙ্গার বুথে লাঠিচার্জ, শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ৷ দেগঙ্গার কুরালগাছা এলাকায় 215 নম্বর বুথের বাইরে উত্তেজনা তৈরি হয় ৷ সামাল দিতে প্রথমে লাঠিচার্য করে কেন্দ্রীয় বাহিনী ৷ পরে শূন্যে এক রাউন্ড গুলি চালায় তাঁরা ৷ কমিশন ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে ৷

12:59 April 17

  • বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নীলপুর এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । ডিএসপি হেড কোয়ার্টার এবং বর্ধমান থানার আইসি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসেছেন ।

12:53 April 17

ভোট বয়কট করলেন রাজগঞ্জ বিধানসভার 235 নম্বর দেমধাপাড়া বুথের ভোটাররা
  • ভোট বয়কট করলেন রাজগঞ্জ বিধানসভার 235 নম্বর দেমধাপাড়া বুথের প্রায় সাড়ে বারোশো ভোটার ৷ সমস্যার সমাধান না হওয়ায় পঞ্চম দফার নির্বাচনে ভোট বয়কট করলেন তাঁরা ৷

12:52 April 17

  • সল্টলেকের নয়াপট্টিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ অভিযোগ, এলাকার ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করছিলেন বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত ৷ তাঁকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থকরা ৷

12:32 April 17

ভোট দিতে পারলেন না বারাসতের বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায়, এই বিষয়ে কী বললেন তিনি, শুনে নিন...
  • ভোট দিতে পারলেন না বারাসতের বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় ৷ আজ সকালে নবপল্লী বয়েজ স্কুলের 267 নম্বর বুথে ভোট দিতে যান তিনি ৷ কিন্তু ইভিএম খারাপের জন্য ভোট দিতে পারেননি প্রার্থী ৷ ভোট না দিয়ে বেরিয়ে আসেন তিনি ৷ এলাকায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে দাবি করেন বিজেপি প্রার্থী ৷

12:29 April 17

বর্ধমান দক্ষিণ বিধানসভার দুবরাজদিঘিতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • বর্ধমান দক্ষিণ বিধানসভার দুবরাজদিঘি হাইস্কুলের 37 নম্বর বুথের সামনে ঝামেলা । এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । সন্দীপ দে নামে ওই বিজেপি কর্মীকে বুথ ক্যাম্পে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় । চিকিৎসার জন্য তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।

12:08 April 17

  • করোনা আটকাতে মাস্কের বদলে হেলমেট পরে ভোট দিলেন সরাইটিকরের ভোটার সুমন দুর্লভ ৷ মাস্ক আনতে ভুলে গিয়েছিলেন ৷ আর সেইসঙ্গে বুথেও মাস্ক শেষ হয়ে যায় ৷ তাই করোনাকে আটকাতে অগত্যা হেলমেট পরেই বুথে ঢুকতে হল তাঁকে ৷

11:47 April 17

  • কল্যাণী বিধানসভার 64 নম্বর বিজেপির বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ ৷ আজ সকালে মঙ্গল ঘরামী নামে ওই বুথ সভাপতির বাড়িতে বোমা ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷

11:42 April 17

  • সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 36.02 শতাংশ ৷

11:38 April 17

  • মিনাখাঁয় বিহারিয়া এলাকায় বোমাবাজির অভিযোগ ৷ ঘটনায় আহত হয়েছেন দু'জন ৷ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷

11:30 April 17

  • পঞ্চম দফার ভোটের দিন সকাল সকাল উত্তেজনা ছড়াল নদিয়ার কল্যাণীর গয়েশপুরে ৷ মেরে ঠোঁট ফাটিয়ে দেওয়া হল বিজেপির বুথ সভাপতির ৷ পাশাপাশি আরও কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷

11:00 April 17

  • ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার শোভাভিটা 296 নং বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ তৃণমূলের অভিযোগ, 50 মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বিজেপিকে জোর করে ভোট দিতে বলছে ৷ এই নিয়ে তৃণমূল-বিজেপি বচসা বাঁধে । ঘটনাস্থানে প্রার্থী গৌতম দেব ।

10:54 April 17

  • শান্তিপুর বিধানসভার 71 নম্বর বুথের সকাল থেকেই ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ । অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার । সাধারণ ভোট কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি ৷

10:46 April 17

  • টুইটে বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে ভোটদানের আর্জি জানালেন অমিত শাহ ৷ টুইটে লেখেন, আমি বাংলার পঞ্চম দফার নির্বাচনে সকল ভোটারদের আবেদন করছি যে আপনারা অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোট দিন । আপনার একটি ভোট রাজ্যের কৃষকদের তাদের অধিকার, যুবকদের রোজগার এবং বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

10:27 April 17

  • বসিরহাট উত্তরের বিজেপি প্রার্থী নারায়ণ চন্দ্র মণ্ডলের ভাই স্বদেব মণ্ডলকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

10:10 April 17

  • বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্রকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ।

09:58 April 17

  • কামারহাটির 107 নম্বর বুথে বিজেপি এজেন্টের মৃত্যু ৷ মৃত বিজেপি কর্মীর নাম অভিজিৎ সামন্ত ৷ ঘটনায় রিপোর্ট তলব কমিশনের ৷

09:44 April 17

  • সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 16.15 শতাংশ ৷

09:38 April 17

বারাসতের বুথে পরিস্থিতি খতিয়ে দেখলেন তারকা তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী
  • বারাসত গার্লস হাইস্কুলের 88 ও 89 নম্বর বুথে ভোট পরিস্থিতি খতিয়ে দেখলেন তারকা তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী । শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে বলে জানালেন তিনি ৷

09:35 April 17

ভোট দিলেন বিমল গুরুং
  • সস্ত্রীক ভোট দিলেন বিমল গুরুং । 2017 সালের সশস্ত্র আন্দোলনের পর তাঁর নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছিল । পাহাড়ে প্রত্যাবর্তনের পর ফের কীভাবে তাঁর নাম ভোটার তালিকায় উঠল ৷ তা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে । বিমল গুরুং সহ তার স্ত্রী আশা গুরুং ও পুত্রেরও নাম ভোটার তালিকা থেকে কেটে দিয়েছিল নির্বাচন কমিশন ৷

09:19 April 17

  • জায়গায় জায়গায় ইভিএম মেশিন ও ভিভিপ্যাট খারাপের অভিযোগ উঠছে ৷ এর জেরে বেশ কয়েক জায়গায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে ৷ যেমন, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে 15/204 নম্বর বুথে ইভিএম বিকল ৷ হিঙ্গলগঞ্জ বিধানসভার চকপাটলি বেলেডাঙা 49 নম্বর বুথে ভিভিপ্যাট খারাপ ৷ রানাঘাট দক্ষিণ 118 নম্বর বুথে ইভিএম খারাপ ৷ এইসব জায়গায় বন্ধ রয়েছে ভোটগ্রহণ ৷

09:10 April 17

  • ভোট দিলেন মদন মিত্র ৷ দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে হীরালাল কলেজে ভোট দিলেন তিনি ৷

08:44 April 17

ইটিন্ডা 39 নম্বর প্রাথমিক বিদ্যালয় ভোটারদের হাতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে প্রত্যেকের হাতে গ্লাবস তুলে দেওয়া হয়
ইটিন্ডা 39 নম্বর প্রাথমিক বিদ্যালয় ভোটারদের হাতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে প্রত্যেকের হাতে গ্লাবস তুলে দেওয়া হয়
  • বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ইটিন্ডা গার্লস হাইস্কুল 38 নম্বর বুথে ভোটারদের স্যানিটাইজ়ার ও মাস্ক বিতরণ করা হয় । পাশাপাশি, ইটিন্ডা 39 নম্বর প্রাথমিক বিদ্যালয় ভোটারদের হাতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে প্রত্যেকের হাতে গ্লাবস তুলে দেওয়া হয় ৷

08:37 April 17

  • কল্যাণীর গয়েশপুরে বিজেপি সমর্থকদের উপর হামলা ৷ রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

08:29 April 17

ভোট দিয়ে বেরিয়ে কী বললেন গৌতম দেব, শুনে নিন...
  • শিলিগুড়ি গার্লস হাইস্কুলে ভোট দিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব । ভোট দিয়ে তিনি বলেন, "ডাবগ্রাম ফুলবাড়ি শান্ত জায়গা। অশান্তি হয়নি। হতে দেব না।

08:22 April 17

ভোট দিয়ে বেরিয়ে কী বললেন অশোক ভট্টাচার্য, শুনে নিন...
  • সকাল সকাল ভোট দিলেন শিলিগুড়ি বিধানসভার সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য ৷ নেতাজি বয়েজ স্কুলে সস্ত্রীক ভোট দিলেন তিনি ৷ শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে ৷ ভোট দিয়ে এমনই জানালেন অশোক ভট্টাচার্য ৷

08:04 April 17

  • জলপাইগুড়ি জেলার ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু ।

08:04 April 17

বর্ধমানের একটি বুথে ভোটারদের লাইন
বর্ধমানের একটি বুথে ভোটারদের লাইন
  • পূর্ব বর্ধমান জেলায় 8 টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে । সকাল থেকেই বুথে বুথে ভিড় করেছেন ভোটাররা ।

07:52 April 17

  • পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই। বিশেষত প্রথম বার যারা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন।

    — Narendra Modi (@narendramodi) April 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে টুইট করলেন নরেন্দ্র মোদি ৷ টুইটে লেখেন, পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানাই । বিশেষত প্রথম বার যারা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন ।

07:44 April 17

নৈহাটি প্রাথমিক বিদ্যালয় 124 নম্বর বুথে সকাল-সকাল লম্বা লাইন পড়ে গিয়েছে ৷
  • বসিরহাট পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের নৈহাটি প্রাথমিক বিদ্যালয় 124 নম্বর বুথে সকাল-সকাল লম্বা লাইন পড়ে গিয়েছে ৷

07:30 April 17

  • কল্যাণীর 217 নম্বর বুথে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷

07:29 April 17

  • হাড়োয়া বিধানসভার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জেলেপাড়া 274 নম্বর বুথে ইভিএম খারাপ ৷ ফলে এখনও পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়নি ৷

07:18 April 17

ডাবগ্রাম-ফুলবাড়ির বুথ পরিদর্শন করলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ
  • ডাবগ্রাম-ফুলবাড়ির চারটি বুথে অর্থাৎ 235, 236, 237 ও 240 নম্বর বুথের প্রস্তুতি খতিয়ে দেখলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ।

07:14 April 17

  • ডাবগ্রাম-ফুলবাড়ির বিধানসভা কেন্দ্রে একটি বুথে ইভিএম খারাপ ৷ মক পোল করা যায়নি ৷ ফলে এখনও পর্যন্ত এই বুথে ভোটগ্রহণ শুরু হয়নি ৷

07:12 April 17

  • পানিহাটির 112 নম্বর বুথে বিজেপি এজেন্টকে হুমকির অভিযোগ ৷ তৃণমূল নেতা জয়ন্ত দাসের বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠছে ৷

07:05 April 17

  • করোনা সুরক্ষাবিধি মেনেই বুথে বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷

07:04 April 17

  • মিনাখাঁয় মালঞ্চের 202 নম্বর বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা ৷ সেইসঙ্গে  মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

07:02 April 17

বর্ধমান উত্তরে আক্রান্ত বিজেপি এজেন্ট
বর্ধমান উত্তরে আক্রান্ত বিজেপি এজেন্ট
  • বর্ধমান উত্তরে বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

06:59 April 17

  • ঘড়ির কাঁটা সাতটার ঘরে ৷ শুরু হল পঞ্চম দফার ভোটগ্রহণ ৷

06:51 April 17

  • পঞ্চম দফার নির্বাচনে নজরে রয়েছেন সুজিত বসু ( বিধাননগর), সব্যসাচী দত্ত(বিধাননগর), পার্নো মিত্র ( বরাহনগর), তাপস রায় (বরানগর), ব্রাত্য বসু (দমদম), অদিতি মুন্সী (রাজারহাট-গোপালপুর), শমীক ভট্টাচার্য (রাজারহাট), চিরঞ্জিত চক্রবর্তী (বারাসত), সিদ্দিকুল্লা চৌধুরী (মন্তেশ্বর), গৌতম দেব (ডাবগ্রাম-ফুলবাড়ি)

06:23 April 17

  • আর কিছুক্ষণের মধ্যে 6 জেলায় শুরু হতে চলেছে পঞ্চম দফার ভোটগ্রহণ ৷

17:47 April 17

আজ পঞ্চম দফার ভোটগ্রহণ ৷ মোট 6টি জেলায় 45 টি আসনে নির্বাচন ৷ এই 6টি জেলার মধ্যে রয়েছে তিনটি জেলা উত্তরবঙ্গের ৷ আর বাকি তিনটি দক্ষিণবঙ্গের ৷ 1 লাখ 7 হাজার 100 আধাসেনা মোতায়েন থাকছে ৷ এর মধ্যে বুথ পাহারায় থাকছে বুথ পাহারায় থাকছে 85 হাজার 300 আধাসেনা ৷

  • বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে 78.36 শতাংশ ৷

17:13 April 17

  • বসিরহাট উত্তর বিধানসভায় আইএসএফ প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ আক্রান্ত আইএসএফ প্রার্থীর নাম বাইজিদ আমিন ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

16:44 April 17

ফের উত্তপ্ত শান্তিপুর ৷ নদিয়ার শান্তিপুরের 175 নম্বর বুথের মৌচাক কলোনির সাহা পুকুর এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে রাজা দেবনাথ নামে এক বিজেপি কর্মীকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী ৷ এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বিজেপির অভিযোগ, সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল ।

16:23 April 17

  • বিধাননগরের দত্তাবাদে সকাল থেকে অশান্তি অব্যাহত । মারমুখী জনতাকে ঠেকাতে এবং বিভিন্ন জায়গায় জমায়েত সরাতে এদিন দত্তাবাদ এলাকায় বিভিন্ন জায়গায় লাঠিচার্জ করে বিধাননগর থানার পুলিশ ৷

15:46 April 17

  • বিকেল সাড়ে তিনটে পর্যন্ত ভোট পড়ল 69.40 শতাংশ ৷

15:46 April 17

  • বর্ধমানে রসিকপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ বর্ধমান দক্ষিণ কেন্দ্রের রসিকপুরের বিজেপি কর্মী শান্তনু রায় ৪৩নং বুথে বিজেপির বুথ এজেন্টকে খাবার দিতে গেলে কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে মারধর করে বলে অভিযোগ । ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রসিকপুর এলাকায় ।

15:28 April 17

  • কল্যাণী বিধানসভার গয়েশপুরে 268 নম্বর বুথের কাছে বোমাবাজি ৷ আহত এক বিজেপি কর্মী ৷ এলাকায় উত্তেজনা ৷

15:23 April 17

ভোট দিলেন বিনয় তামাং
  • ভোট দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং ৷ অন্যদিকে, ভোট দিয়ে জিটিএ চেয়ারম্যান তথা মোর্চা নেতা অনিত থাপা বলেন, "পাহাড়ে শান্তিপূর্ণভাবেই নির্বাচন হচ্ছে । নয়া সোচ নয়া বিচারকে সামনে রেখেই আমাদের লড়াই ৷"

15:08 April 17

  • বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষকে ঘিরে বিক্ষোভ । অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, এদিন শিলিগুড়ির মার্গারেট হাইস্কুলের বুথ পরিদর্শনে যান তাঁরা । সেসময় বুথ জ্যাম করার চেষ্টা করছে বিজেপি বলে অভিযোগ তুলে পাল্টা বিক্ষোভ শুরু করে তৃণমূল । ঘটনায় দুই পক্ষই বচসায় জড়ায় ।

14:13 April 17

ভোট দিলেন মিমি চক্রবর্তী
  • কোভিড বিধি মেনেই জলপাইগুড়িতে ভোট দিলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী । পান্ডাপাড়া জুনিয়ার বেসিক স্কুলে ভোট দেন তিনি ।

14:01 April 17

বরানগরের পার্নো মিত্রকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান
  • বরানগরের পার্নো মিত্রকে ঘিরে বিক্ষোভ । তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় আলমবাজারে । ঘটনাস্থানে পৌঁছায় বরানগর থানার পুলিশ ৷ বিক্ষোভ হঠাতে বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ । তৃণমূলের অভিযোগ, পার্নো মিত্র বহিরাগতদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন । যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন পার্নো ।

13:54 April 17

  • দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 54.67 শতাংশ ৷

13:34 April 17

  • বিদ্যুৎ নেই ৷ টর্চ জ্বালিয়েই ভোট দিলেন দার্জিলিংয়ের আগম দেওকোটা লাইব্রেরি বুথের ভোটাররা ৷ গতকাল রাত থেকে এলাকায় বিদ্যুৎ নেই ৷ অন্ধকার থাকায় ভোট শুরু হতে বিলম্ব হয় ৷ তবে ভোটদান আটকায়নি ৷

13:15 April 17

  • দেগঙ্গার বুথে লাঠিচার্জ, শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ৷ দেগঙ্গার কুরালগাছা এলাকায় 215 নম্বর বুথের বাইরে উত্তেজনা তৈরি হয় ৷ সামাল দিতে প্রথমে লাঠিচার্য করে কেন্দ্রীয় বাহিনী ৷ পরে শূন্যে এক রাউন্ড গুলি চালায় তাঁরা ৷ কমিশন ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে ৷

12:59 April 17

  • বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নীলপুর এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । ডিএসপি হেড কোয়ার্টার এবং বর্ধমান থানার আইসি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসেছেন ।

12:53 April 17

ভোট বয়কট করলেন রাজগঞ্জ বিধানসভার 235 নম্বর দেমধাপাড়া বুথের ভোটাররা
  • ভোট বয়কট করলেন রাজগঞ্জ বিধানসভার 235 নম্বর দেমধাপাড়া বুথের প্রায় সাড়ে বারোশো ভোটার ৷ সমস্যার সমাধান না হওয়ায় পঞ্চম দফার নির্বাচনে ভোট বয়কট করলেন তাঁরা ৷

12:52 April 17

  • সল্টলেকের নয়াপট্টিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ অভিযোগ, এলাকার ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করছিলেন বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত ৷ তাঁকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থকরা ৷

12:32 April 17

ভোট দিতে পারলেন না বারাসতের বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায়, এই বিষয়ে কী বললেন তিনি, শুনে নিন...
  • ভোট দিতে পারলেন না বারাসতের বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় ৷ আজ সকালে নবপল্লী বয়েজ স্কুলের 267 নম্বর বুথে ভোট দিতে যান তিনি ৷ কিন্তু ইভিএম খারাপের জন্য ভোট দিতে পারেননি প্রার্থী ৷ ভোট না দিয়ে বেরিয়ে আসেন তিনি ৷ এলাকায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে দাবি করেন বিজেপি প্রার্থী ৷

12:29 April 17

বর্ধমান দক্ষিণ বিধানসভার দুবরাজদিঘিতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • বর্ধমান দক্ষিণ বিধানসভার দুবরাজদিঘি হাইস্কুলের 37 নম্বর বুথের সামনে ঝামেলা । এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । সন্দীপ দে নামে ওই বিজেপি কর্মীকে বুথ ক্যাম্পে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় । চিকিৎসার জন্য তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।

12:08 April 17

  • করোনা আটকাতে মাস্কের বদলে হেলমেট পরে ভোট দিলেন সরাইটিকরের ভোটার সুমন দুর্লভ ৷ মাস্ক আনতে ভুলে গিয়েছিলেন ৷ আর সেইসঙ্গে বুথেও মাস্ক শেষ হয়ে যায় ৷ তাই করোনাকে আটকাতে অগত্যা হেলমেট পরেই বুথে ঢুকতে হল তাঁকে ৷

11:47 April 17

  • কল্যাণী বিধানসভার 64 নম্বর বিজেপির বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ ৷ আজ সকালে মঙ্গল ঘরামী নামে ওই বুথ সভাপতির বাড়িতে বোমা ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷

11:42 April 17

  • সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 36.02 শতাংশ ৷

11:38 April 17

  • মিনাখাঁয় বিহারিয়া এলাকায় বোমাবাজির অভিযোগ ৷ ঘটনায় আহত হয়েছেন দু'জন ৷ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷

11:30 April 17

  • পঞ্চম দফার ভোটের দিন সকাল সকাল উত্তেজনা ছড়াল নদিয়ার কল্যাণীর গয়েশপুরে ৷ মেরে ঠোঁট ফাটিয়ে দেওয়া হল বিজেপির বুথ সভাপতির ৷ পাশাপাশি আরও কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷

11:00 April 17

  • ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার শোভাভিটা 296 নং বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ তৃণমূলের অভিযোগ, 50 মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বিজেপিকে জোর করে ভোট দিতে বলছে ৷ এই নিয়ে তৃণমূল-বিজেপি বচসা বাঁধে । ঘটনাস্থানে প্রার্থী গৌতম দেব ।

10:54 April 17

  • শান্তিপুর বিধানসভার 71 নম্বর বুথের সকাল থেকেই ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ । অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার । সাধারণ ভোট কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি ৷

10:46 April 17

  • টুইটে বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে ভোটদানের আর্জি জানালেন অমিত শাহ ৷ টুইটে লেখেন, আমি বাংলার পঞ্চম দফার নির্বাচনে সকল ভোটারদের আবেদন করছি যে আপনারা অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোট দিন । আপনার একটি ভোট রাজ্যের কৃষকদের তাদের অধিকার, যুবকদের রোজগার এবং বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

10:27 April 17

  • বসিরহাট উত্তরের বিজেপি প্রার্থী নারায়ণ চন্দ্র মণ্ডলের ভাই স্বদেব মণ্ডলকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

10:10 April 17

  • বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্রকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ।

09:58 April 17

  • কামারহাটির 107 নম্বর বুথে বিজেপি এজেন্টের মৃত্যু ৷ মৃত বিজেপি কর্মীর নাম অভিজিৎ সামন্ত ৷ ঘটনায় রিপোর্ট তলব কমিশনের ৷

09:44 April 17

  • সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 16.15 শতাংশ ৷

09:38 April 17

বারাসতের বুথে পরিস্থিতি খতিয়ে দেখলেন তারকা তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী
  • বারাসত গার্লস হাইস্কুলের 88 ও 89 নম্বর বুথে ভোট পরিস্থিতি খতিয়ে দেখলেন তারকা তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী । শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে বলে জানালেন তিনি ৷

09:35 April 17

ভোট দিলেন বিমল গুরুং
  • সস্ত্রীক ভোট দিলেন বিমল গুরুং । 2017 সালের সশস্ত্র আন্দোলনের পর তাঁর নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছিল । পাহাড়ে প্রত্যাবর্তনের পর ফের কীভাবে তাঁর নাম ভোটার তালিকায় উঠল ৷ তা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে । বিমল গুরুং সহ তার স্ত্রী আশা গুরুং ও পুত্রেরও নাম ভোটার তালিকা থেকে কেটে দিয়েছিল নির্বাচন কমিশন ৷

09:19 April 17

  • জায়গায় জায়গায় ইভিএম মেশিন ও ভিভিপ্যাট খারাপের অভিযোগ উঠছে ৷ এর জেরে বেশ কয়েক জায়গায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে ৷ যেমন, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে 15/204 নম্বর বুথে ইভিএম বিকল ৷ হিঙ্গলগঞ্জ বিধানসভার চকপাটলি বেলেডাঙা 49 নম্বর বুথে ভিভিপ্যাট খারাপ ৷ রানাঘাট দক্ষিণ 118 নম্বর বুথে ইভিএম খারাপ ৷ এইসব জায়গায় বন্ধ রয়েছে ভোটগ্রহণ ৷

09:10 April 17

  • ভোট দিলেন মদন মিত্র ৷ দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে হীরালাল কলেজে ভোট দিলেন তিনি ৷

08:44 April 17

ইটিন্ডা 39 নম্বর প্রাথমিক বিদ্যালয় ভোটারদের হাতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে প্রত্যেকের হাতে গ্লাবস তুলে দেওয়া হয়
ইটিন্ডা 39 নম্বর প্রাথমিক বিদ্যালয় ভোটারদের হাতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে প্রত্যেকের হাতে গ্লাবস তুলে দেওয়া হয়
  • বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ইটিন্ডা গার্লস হাইস্কুল 38 নম্বর বুথে ভোটারদের স্যানিটাইজ়ার ও মাস্ক বিতরণ করা হয় । পাশাপাশি, ইটিন্ডা 39 নম্বর প্রাথমিক বিদ্যালয় ভোটারদের হাতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে প্রত্যেকের হাতে গ্লাবস তুলে দেওয়া হয় ৷

08:37 April 17

  • কল্যাণীর গয়েশপুরে বিজেপি সমর্থকদের উপর হামলা ৷ রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

08:29 April 17

ভোট দিয়ে বেরিয়ে কী বললেন গৌতম দেব, শুনে নিন...
  • শিলিগুড়ি গার্লস হাইস্কুলে ভোট দিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব । ভোট দিয়ে তিনি বলেন, "ডাবগ্রাম ফুলবাড়ি শান্ত জায়গা। অশান্তি হয়নি। হতে দেব না।

08:22 April 17

ভোট দিয়ে বেরিয়ে কী বললেন অশোক ভট্টাচার্য, শুনে নিন...
  • সকাল সকাল ভোট দিলেন শিলিগুড়ি বিধানসভার সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য ৷ নেতাজি বয়েজ স্কুলে সস্ত্রীক ভোট দিলেন তিনি ৷ শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে ৷ ভোট দিয়ে এমনই জানালেন অশোক ভট্টাচার্য ৷

08:04 April 17

  • জলপাইগুড়ি জেলার ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু ।

08:04 April 17

বর্ধমানের একটি বুথে ভোটারদের লাইন
বর্ধমানের একটি বুথে ভোটারদের লাইন
  • পূর্ব বর্ধমান জেলায় 8 টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে । সকাল থেকেই বুথে বুথে ভিড় করেছেন ভোটাররা ।

07:52 April 17

  • পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই। বিশেষত প্রথম বার যারা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন।

    — Narendra Modi (@narendramodi) April 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে টুইট করলেন নরেন্দ্র মোদি ৷ টুইটে লেখেন, পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানাই । বিশেষত প্রথম বার যারা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন ।

07:44 April 17

নৈহাটি প্রাথমিক বিদ্যালয় 124 নম্বর বুথে সকাল-সকাল লম্বা লাইন পড়ে গিয়েছে ৷
  • বসিরহাট পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের নৈহাটি প্রাথমিক বিদ্যালয় 124 নম্বর বুথে সকাল-সকাল লম্বা লাইন পড়ে গিয়েছে ৷

07:30 April 17

  • কল্যাণীর 217 নম্বর বুথে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷

07:29 April 17

  • হাড়োয়া বিধানসভার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জেলেপাড়া 274 নম্বর বুথে ইভিএম খারাপ ৷ ফলে এখনও পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়নি ৷

07:18 April 17

ডাবগ্রাম-ফুলবাড়ির বুথ পরিদর্শন করলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ
  • ডাবগ্রাম-ফুলবাড়ির চারটি বুথে অর্থাৎ 235, 236, 237 ও 240 নম্বর বুথের প্রস্তুতি খতিয়ে দেখলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ।

07:14 April 17

  • ডাবগ্রাম-ফুলবাড়ির বিধানসভা কেন্দ্রে একটি বুথে ইভিএম খারাপ ৷ মক পোল করা যায়নি ৷ ফলে এখনও পর্যন্ত এই বুথে ভোটগ্রহণ শুরু হয়নি ৷

07:12 April 17

  • পানিহাটির 112 নম্বর বুথে বিজেপি এজেন্টকে হুমকির অভিযোগ ৷ তৃণমূল নেতা জয়ন্ত দাসের বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠছে ৷

07:05 April 17

  • করোনা সুরক্ষাবিধি মেনেই বুথে বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷

07:04 April 17

  • মিনাখাঁয় মালঞ্চের 202 নম্বর বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা ৷ সেইসঙ্গে  মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

07:02 April 17

বর্ধমান উত্তরে আক্রান্ত বিজেপি এজেন্ট
বর্ধমান উত্তরে আক্রান্ত বিজেপি এজেন্ট
  • বর্ধমান উত্তরে বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

06:59 April 17

  • ঘড়ির কাঁটা সাতটার ঘরে ৷ শুরু হল পঞ্চম দফার ভোটগ্রহণ ৷

06:51 April 17

  • পঞ্চম দফার নির্বাচনে নজরে রয়েছেন সুজিত বসু ( বিধাননগর), সব্যসাচী দত্ত(বিধাননগর), পার্নো মিত্র ( বরাহনগর), তাপস রায় (বরানগর), ব্রাত্য বসু (দমদম), অদিতি মুন্সী (রাজারহাট-গোপালপুর), শমীক ভট্টাচার্য (রাজারহাট), চিরঞ্জিত চক্রবর্তী (বারাসত), সিদ্দিকুল্লা চৌধুরী (মন্তেশ্বর), গৌতম দেব (ডাবগ্রাম-ফুলবাড়ি)

06:23 April 17

  • আর কিছুক্ষণের মধ্যে 6 জেলায় শুরু হতে চলেছে পঞ্চম দফার ভোটগ্রহণ ৷
Last Updated : Apr 17, 2021, 5:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.