কলকাতা, 5 এপ্রিল : দুই দফার ভোট শেষ । বাকি আরও ছয় । রাত পোহালে তৃতীয় দফার নির্বাচন । তার আগে উত্তর কলকাতার সংযুক্ত মোর্চার প্রার্থীরা মধ্য কলকাতার ব্যস্ত জনপদ দিয়ে রোড শো করে মনোনয়নপত্র জমা দিতে গেলেন । ধর্ম, জাতপাতের লড়াই সরিয়ে ভাতের লড়াইয়ের কথা শোনা গেল সংযুক্ত মোর্চার রোড শোতে । মিছিলে বামফ্রন্টের প্রবীণ নেতা মানব ভট্টাচার্য, অনাদি সাহুরা যেমন ছিলেন তেমনই ছিলেন মধুজা সেনরায়ের মত নবীন প্রজন্ম ৷
এবারের বিধানসভা নির্বাচনে বাম প্রার্থী হিসেবে মধুজা সেনরায় ঝাড়গ্রাম থেকে লড়াই করেছেন । প্রথম দফার ভোট শেষে এবার কলকাতায় এসেছেন জোট এবং বাম সতীর্থদের লড়াইয়ের ডাক পৌঁছে দেওয়ার শরিক হতে । তার ফাঁকে ইটিভি ভারতের মুখোমুখি হয়েছিলেন মধুজা । তিনি বলেন, ‘‘আট দফার লড়াই অনেকটা রিলে রেসের মত । প্রথম দু'দফা এবং ঝাড়গ্রামে প্রথম দফার ভোট আশা জাগানোর মতো হয়েছে । আগামীতে সময় যত গড়াবে বামেদের তথা সংযুক্ত মোর্চাকে মানুষ আরও আপন করে নেবে ।
আরও পড়ুন : মঙ্গলে মহাযুদ্ধ, দফা তিনে নজরে হেভিওয়েট থেকে তারকা
34 বছর পর 2011 সালে রাজ্যে পরিবর্তন এসেছিল ৷ ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস ৷ মধুজা বলছেন, "দশ বছর বামেদের থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে রাখলেও এবার ছবির নেপথ্যের কুশীলবদের চিনতে পারছেন । কাছের মানুষের প্রতি অভিযোগের আঙুল তোলা হয় শুধরে দেওয়ার জন্য । সেই পর্ব শেষ ৷ তাই মানুষ বামেদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন । বিজেপি এবং তৃণমূল একজোট হয়ে বাংলার সর্বনাশ করছে । তাই এই দৌড়ে আন্ডারডগ নয় সংযুক্ত মোর্চা এবং বাম প্রার্থীরা মানুষের ফেভারিট ।"