কলকাতা, 6 এপ্রিল : নির্মল মাজির প্রার্থীপদ এবং উলুবেড়িয়া কেন্দ্রের নির্বাচন বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করলেন ডাক্তার কুণাল সাহা। কুণালবাবুর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের উলুবেড়িয়া কেন্দ্রের প্রার্থী নির্মল মাজির বিরুদ্ধে ফৌজদারী অপরাধের অভিযোগ থাকলেও তিনি সেই সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে জানাননি। পুরো বিষয়টি গোপন করেছেন তিনি ৷ যে তথ্য তাঁর বিরুদ্ধে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে সে তথ্য দেননি নির্মল মাজি। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্মলবাবুর প্রার্থীপদ বাতিল করা উচিত৷
আরও পড়ুন-প্রধানমন্ত্রী মোদি মিথ্যাবাদী দুঃশাসন, মাথাভাঙা থেকে আক্রমণ মমতার
নিজের দায়ের করা মামলায় কুণালবাবু জানান, নির্মল মাজির বিরুদ্ধে ফৌজদারী মামলা করেছিলেন তিনি। সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে ৷ কিন্তু সে ব্যাপারে নির্মলবাবু নির্বাচন কমিশনকে কিছু জানাননি। তাই অবিলম্বে তাঁর প্রার্থীপদ এবং উলুবেড়িয়া কেন্দ্রের নির্বাচন বাতিল করা উচিত ৷
কিন্তু বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, "নির্বাচন চলছে ৷ এই পরিস্থিতিতে তিনি আইন অনুযায়ী হস্তক্ষেপ করতে চান না । এ বিষয়ে পাশাপাশি মামলাকারী যদি চান তাহলে ভোট মিটে যাওয়ার পরও মামলা করতে পারেন ৷
কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিচারপতিকে শোনার অনুরোধ জানান কুণাল ঘোষ। মামলাটি আগামীকাল শুনানির জন্য রেখেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।