ETV Bharat / state

দু’দফা নির্বাচনের আগে করোনা আক্রান্তের তালিকা তৈরি করবে কলকাতা পৌর নিগম - নির্বাচনের আগে করোনা আক্রান্তের তালিকা তৈরি করবে কলকাতা পৌর নিগম

উত্তর কলকাতায় আগামী 29 তারিখ অন্তিম দফার নির্বাচন । ওই বিধানসভা এলাকায় যাঁরা করোনা আক্রান্ত তাঁদের নামের তালিকা তৈরি করে পোলিং অফিসারদের পাঠানো হবে । সাধারণ ভোটারদের ভোট শেষ হওয়ার পর একঘণ্টা তালিকায় নাম থাকা আক্রান্তরা ভোট কেন্দ্রে এসে করোনা বিধি মেনে ভোট দান করতে পারবেন । প্রত্যেক কেন্দ্রে আক্রান্তদের নামের তালিকাগুলি সিটে লিখে পাঠাবে কলকাতা পৌর নিগম ।

করোনা আক্রান্তের তালিকা তৈরি করবে কলকাতা পৌর নিগম
করোনা আক্রান্তের তালিকা তৈরি করবে কলকাতা পৌর নিগম
author img

By

Published : Apr 17, 2021, 10:16 PM IST

কলকাতা, 17 এপ্রিল : কলকাতায় করোনার চিত্রটা দিনদিন ভয়াবহ হয়ে উঠছে । গতকালের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড করল করোনা । এদিন শহরে কোভিড আক্রান্তের সংখ্যা 1হাজার 998 জন । এই পরিস্থিতিতে আগামী 26 ও 29 তারিখ কলকাতা শহরে দু'দফায় বিধানসভা নির্বাচন । রাজ্যজুড়ে নির্বাচনের জেরেই প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, দাবি চিকিৎসকদের । এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নির্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে কলকাতা পৌরনিগম । আগামী 26 এপ্রিল দক্ষিণ কলকাতায় বিধানসভা নির্বাচন । দক্ষিণ কলকাতার যেসব বিধানসভা কেন্দ্রে নির্বাচন সেই সব এলাকায় 24 তারিখ পর্যন্ত যারা সংক্রমিত হয়েছে তাঁদের নামের তালিকা তৈরি করে দিতে হবে বুথের পোলিং অফিসারদের । এলাকায় করোনা আক্রান্তদের নামের তালিকা থাকবে বুথের পোলিং অফিসারদের কাছে ।

উত্তর কলকাতায় আগামী 29 তারিখ অন্তিম দফার নির্বাচন । ওই বিধানসভা এলাকায় যাঁরা করোনা আক্রান্ত তাঁদের নামের তালিকা তৈরি করে পোলিং অফিসারদের পাঠানো হবে । সাধারণ ভোটারদের ভোট শেষ হওয়ার পর এক ঘণ্টা তালিকায় নাম থাকা আক্রান্তরা ভোট কেন্দ্রে এসে করোনা বিধি মেনে ভোট দান করতে পারবেন । প্রত্যেক কেন্দ্রে আক্রান্তদের নামের তালিকাগুলি সিটে লিখে পাঠাবে কলকাতা পৌর নিগম । ইতিমধ্যেই নামের তালিকা তৈরি করতে শুরু করেছে কলকাতা পৌরনিগম । নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটদানের 14 দিনের মধ্যে যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন তাঁরা সকাল সাতটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে ভোট দান করতে পারবেন না । করোনা বিধি মেনে বিকেল সাড়ে পাঁচটার পর ভোটদান করতে পারবেন আক্রান্ত ভোটাররা ।
আরও পড়ুন : নীরবে ভোট দিয়ে বিধাননগর কোন পক্ষের পাল্লা ভারী করল ?

কলকাতা পৌরনিগম একদিকে করোনার পরীক্ষা অন্যদিকে টিকাকরণের কাজ করছে শহরজুড়ে । এদিন কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে 13হাজার 784 জন টিকা নিয়েছেন। কলকাতা পৌর নিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন, কলকাতা শহরে আজ সবথেকে বেশি টিকাকরণ করা হয় । 144টি ওয়ার্ডের টিকাকরণ শুরু হলে সংখ্যা আরও দ্রুত বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন তিনি।

কলকাতা, 17 এপ্রিল : কলকাতায় করোনার চিত্রটা দিনদিন ভয়াবহ হয়ে উঠছে । গতকালের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড করল করোনা । এদিন শহরে কোভিড আক্রান্তের সংখ্যা 1হাজার 998 জন । এই পরিস্থিতিতে আগামী 26 ও 29 তারিখ কলকাতা শহরে দু'দফায় বিধানসভা নির্বাচন । রাজ্যজুড়ে নির্বাচনের জেরেই প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, দাবি চিকিৎসকদের । এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নির্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে কলকাতা পৌরনিগম । আগামী 26 এপ্রিল দক্ষিণ কলকাতায় বিধানসভা নির্বাচন । দক্ষিণ কলকাতার যেসব বিধানসভা কেন্দ্রে নির্বাচন সেই সব এলাকায় 24 তারিখ পর্যন্ত যারা সংক্রমিত হয়েছে তাঁদের নামের তালিকা তৈরি করে দিতে হবে বুথের পোলিং অফিসারদের । এলাকায় করোনা আক্রান্তদের নামের তালিকা থাকবে বুথের পোলিং অফিসারদের কাছে ।

উত্তর কলকাতায় আগামী 29 তারিখ অন্তিম দফার নির্বাচন । ওই বিধানসভা এলাকায় যাঁরা করোনা আক্রান্ত তাঁদের নামের তালিকা তৈরি করে পোলিং অফিসারদের পাঠানো হবে । সাধারণ ভোটারদের ভোট শেষ হওয়ার পর এক ঘণ্টা তালিকায় নাম থাকা আক্রান্তরা ভোট কেন্দ্রে এসে করোনা বিধি মেনে ভোট দান করতে পারবেন । প্রত্যেক কেন্দ্রে আক্রান্তদের নামের তালিকাগুলি সিটে লিখে পাঠাবে কলকাতা পৌর নিগম । ইতিমধ্যেই নামের তালিকা তৈরি করতে শুরু করেছে কলকাতা পৌরনিগম । নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটদানের 14 দিনের মধ্যে যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন তাঁরা সকাল সাতটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে ভোট দান করতে পারবেন না । করোনা বিধি মেনে বিকেল সাড়ে পাঁচটার পর ভোটদান করতে পারবেন আক্রান্ত ভোটাররা ।
আরও পড়ুন : নীরবে ভোট দিয়ে বিধাননগর কোন পক্ষের পাল্লা ভারী করল ?

কলকাতা পৌরনিগম একদিকে করোনার পরীক্ষা অন্যদিকে টিকাকরণের কাজ করছে শহরজুড়ে । এদিন কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে 13হাজার 784 জন টিকা নিয়েছেন। কলকাতা পৌর নিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন, কলকাতা শহরে আজ সবথেকে বেশি টিকাকরণ করা হয় । 144টি ওয়ার্ডের টিকাকরণ শুরু হলে সংখ্যা আরও দ্রুত বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.