ETV Bharat / state

শীতলকুচির ঘটনায় 5 মে-র মধ্যে সিআইডি রিপোর্ট তলব হাইকোর্টের

পঞ্চম দফার নির্বাচন নিয়েও রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আগামীকাল রয়েছে পঞ্চম দফার নির্বাচন ৷ সেই নির্বাচন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হচ্ছে তার বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে ৷ আগামী সোমবারের মধ্য়ে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷

kolkata HC
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Apr 16, 2021, 12:50 PM IST

Updated : Apr 16, 2021, 2:09 PM IST

কলকাতা, 16 এপ্রিল : শীতলকুচির ঘটনার তদন্ত রিপোর্ট 5 মে-র মধ্যে সিআইডিকে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ এবং বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে ৷

এদিকে করোনা নিয়েও আজ বেশ কিছু মন্তব্য় করেছে কলকাতা হাইকোর্ট ৷ পঞ্চম দফার নির্বাচন নিয়েও রিপোর্ট চেয়েছে ওই বেঞ্চ ৷ আগামীকাল রয়েছে পঞ্চম দফার নির্বাচন ৷ সেই নির্বাচন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হচ্ছে তার বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে ৷ আগামী সোমবারের মধ্য়ে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷ অন্য়দিকে রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণের ব্যাপারে একটি প্রস্তাব নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে । নির্বাচন কমিশনের বক্তব্য এতে তাদের কোনও আপত্তি নেই ৷ তবে সেই ক্ষতিপূরণ যেন ডিএম-এর মাধ্যমেই দেওয়া হয়। মামলাকারীদের তরফে জানানো হয় ক্ষতিপূরণ দেওয়ার যে প্রস্তাব এসেছে সেটা যেন প্রস্তাবের পর্যায়ে আটকে না থাকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত মানুষ যেন দ্রুত ক্ষতিপূরণ পায়।

এ ব্যাপারে মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম জানালেন, " শীতলকুচি ঘটনায় আজ মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয় এখনো পর্যন্ত দুটি এফআইআর দায়ের হয়েছে একটা সিআইএসএফ-এর পক্ষ থেকে আরেকটা আমজাদ হোসেনের পক্ষে দুটির ভিত্তিতে সিআইডি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পাশাপাশি রাজ্য সরকার ক্ষতিপূরণের একটা প্রস্তাব নির্বাচন কমিশনকে দিয়েছে। আমাদের বক্তব্য ক্ষতিপূরণ যেই দিক সেটা যেন প্রস্তাবের পর্যায়ে না থাকে দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষরা যেন ক্ষতিপূরণ পায় সেই আর্জি আমরা জানিয়েছি।"

আইনজীবীর বক্তব্য়

আরও পড়ুন-বাড়ছে করোনা, কমিশনকে বাকি নির্বাচন একদিনে করার আর্জি মমতার

করোনা নিয়ে বলতে গিয়ে প্রধান বিচারপতির বক্তব্য ,পুলিশ দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় । সাধারণ মানুষের কাছে যেন এই বার্তা না যায় যে, রাজ্যে পুলিশ সব নিয়ন্ত্রণ করে। আজ সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক নেতাদেরও এই বার্তা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার বেলা দুটো আবার শুনানি এই মামলার।

পাশাপাশি কোভিড পরিস্থিতিতে আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কি না তার রিপোর্টও সোমবার জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কমিশনের কাছে এবিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে ৷

কলকাতা, 16 এপ্রিল : শীতলকুচির ঘটনার তদন্ত রিপোর্ট 5 মে-র মধ্যে সিআইডিকে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ এবং বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে ৷

এদিকে করোনা নিয়েও আজ বেশ কিছু মন্তব্য় করেছে কলকাতা হাইকোর্ট ৷ পঞ্চম দফার নির্বাচন নিয়েও রিপোর্ট চেয়েছে ওই বেঞ্চ ৷ আগামীকাল রয়েছে পঞ্চম দফার নির্বাচন ৷ সেই নির্বাচন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হচ্ছে তার বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে ৷ আগামী সোমবারের মধ্য়ে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷ অন্য়দিকে রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণের ব্যাপারে একটি প্রস্তাব নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে । নির্বাচন কমিশনের বক্তব্য এতে তাদের কোনও আপত্তি নেই ৷ তবে সেই ক্ষতিপূরণ যেন ডিএম-এর মাধ্যমেই দেওয়া হয়। মামলাকারীদের তরফে জানানো হয় ক্ষতিপূরণ দেওয়ার যে প্রস্তাব এসেছে সেটা যেন প্রস্তাবের পর্যায়ে আটকে না থাকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত মানুষ যেন দ্রুত ক্ষতিপূরণ পায়।

এ ব্যাপারে মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম জানালেন, " শীতলকুচি ঘটনায় আজ মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয় এখনো পর্যন্ত দুটি এফআইআর দায়ের হয়েছে একটা সিআইএসএফ-এর পক্ষ থেকে আরেকটা আমজাদ হোসেনের পক্ষে দুটির ভিত্তিতে সিআইডি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পাশাপাশি রাজ্য সরকার ক্ষতিপূরণের একটা প্রস্তাব নির্বাচন কমিশনকে দিয়েছে। আমাদের বক্তব্য ক্ষতিপূরণ যেই দিক সেটা যেন প্রস্তাবের পর্যায়ে না থাকে দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষরা যেন ক্ষতিপূরণ পায় সেই আর্জি আমরা জানিয়েছি।"

আইনজীবীর বক্তব্য়

আরও পড়ুন-বাড়ছে করোনা, কমিশনকে বাকি নির্বাচন একদিনে করার আর্জি মমতার

করোনা নিয়ে বলতে গিয়ে প্রধান বিচারপতির বক্তব্য ,পুলিশ দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় । সাধারণ মানুষের কাছে যেন এই বার্তা না যায় যে, রাজ্যে পুলিশ সব নিয়ন্ত্রণ করে। আজ সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক নেতাদেরও এই বার্তা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার বেলা দুটো আবার শুনানি এই মামলার।

পাশাপাশি কোভিড পরিস্থিতিতে আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কি না তার রিপোর্টও সোমবার জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কমিশনের কাছে এবিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে ৷

Last Updated : Apr 16, 2021, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.