ETV Bharat / state

মানিকতলায় কল্যাণ চৌবেকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ তৃণমূলের - tmc

অষ্টম দফা নির্বাচনে নিজের কেন্দ্রে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হল মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ৷ এদিন সকাল থেকে বিভিন্ন বুথে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয় ৷ নির্বাচন কমিশনে তিনি নালিশ জানিয়েছেন বলে জানান কল্যাণ ৷ আবারও নালিশ জানাবেন বলে জানান তিনি ৷

মানিকতলায় কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ ৷
মানিকতলায় কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ ৷
author img

By

Published : Apr 29, 2021, 5:48 PM IST

কলকাতা, 29 এপ্রিল: শেষ দফা নির্বাচনে বিক্ষোভের মুখে পড়তে হল মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে । বৃহস্পতিবার সকালে 11টা নাগাদ মানিকতলায় একাধিক বুথে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয় ৷ পরে দুপুরের পর বাগমারির একটি বুথেও একই ঘটনা ঘটে ৷ কল্যাণের অভিযোগ, বুথগুলিতে রিগিং হচ্ছে জানতে পেরে তিনি ঘটনাস্থলে গেলে পুলিশের সামনেই তাঁর সঙ্গে ধস্তাধস্তি করা হয় ৷ বিক্ষোভ দেখানো হয় ৷ কিন্তু পুলিশ সামনে থেকেও কিছুই করেনি বলে তাঁর অভিযোগ ৷

এদিন মানিকতলায় একাধিক বুথে কল্যাণ চৌবেকে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা ৷ তৃণমূলের তরফে অভিযোগ, বিজেপি প্রার্থী বুথে আসছেন ভোটারদের প্রভাবিত করতে ৷ তিনি অশান্তি তৈরি করতে পারেন ৷ তাই তাঁকে ঢুকতে বাধা দেন তাঁরা ৷

শেষ দফায় মানিকতলায় কল্যাণ চৌবেকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস ৷

অন্যদিকে কল্যাণ জানান, তিনি যে যে বুথে গেছেন, সেসব বুথের এজেন্টদের থেকে খবর পেয়েছেন যে সেখানে রিগিং হচ্ছে ৷ তৃণমূলের মহিলা ভোটাররা রিগিং করছে ৷ 31 বছরের মহিলা ভোটারের নামে 45/50 বছরের মহিলা এসে ভোট দিয়ে যাচ্ছেন ৷ প্রতিটি বুথে এমন 10-12 জন ভোট দিয়ে যাচ্ছেন ৷ সেই খবর পেয়েই তিনি বুথগুলিতে যান ৷ গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে ৷

কল্যাণের অভিযোগ, "তৃণমূল বাইরে থেকে দুষ্কৃতী এনেছে ৷ প্রতিটি বুথে সুপরিকল্পিত ভাবে রিগিং চালাচ্ছে ৷ আমি গিয়ে এই রিগিং থামানোর চেষ্টা করলে মহিলা দুষ্কৃতীদের নিয়ে তৃণমূল আমাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করছে ৷ এই পরিস্থিতিতে কুইক রেসপন্স টিম গিয়ে ভাবছে প্রার্থীকে এই বিক্ষোভের হাত থেকে রক্ষা করাই প্রথম করণীয় ৷ এই করতে গিয়ে রিগিং আটকানো যাচ্ছে না ৷ তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টিই খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করছে ৷"

নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে কল্যাণ বলেন, এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের যদি মনে হয় সুষ্ঠু ভোট হচ্ছে তবে নির্বাচন কমিশন আসুক, এসে দেখে যাক কেমন সুষ্ঠু ভোট হচ্ছে ৷ তাদের নোডাল অফিসারদের এসে গোটা বিষয়টি দেখে যাওয়া উচিত ৷ তিনি কমিশনে নালিশ জানিয়েছেন ৷ আবারও জানাবেন বলে জানান ৷

আরও পড়ুন: বেলগাছিয়ায় সাংবাদিকদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর

কলকাতা, 29 এপ্রিল: শেষ দফা নির্বাচনে বিক্ষোভের মুখে পড়তে হল মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে । বৃহস্পতিবার সকালে 11টা নাগাদ মানিকতলায় একাধিক বুথে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয় ৷ পরে দুপুরের পর বাগমারির একটি বুথেও একই ঘটনা ঘটে ৷ কল্যাণের অভিযোগ, বুথগুলিতে রিগিং হচ্ছে জানতে পেরে তিনি ঘটনাস্থলে গেলে পুলিশের সামনেই তাঁর সঙ্গে ধস্তাধস্তি করা হয় ৷ বিক্ষোভ দেখানো হয় ৷ কিন্তু পুলিশ সামনে থেকেও কিছুই করেনি বলে তাঁর অভিযোগ ৷

এদিন মানিকতলায় একাধিক বুথে কল্যাণ চৌবেকে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা ৷ তৃণমূলের তরফে অভিযোগ, বিজেপি প্রার্থী বুথে আসছেন ভোটারদের প্রভাবিত করতে ৷ তিনি অশান্তি তৈরি করতে পারেন ৷ তাই তাঁকে ঢুকতে বাধা দেন তাঁরা ৷

শেষ দফায় মানিকতলায় কল্যাণ চৌবেকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস ৷

অন্যদিকে কল্যাণ জানান, তিনি যে যে বুথে গেছেন, সেসব বুথের এজেন্টদের থেকে খবর পেয়েছেন যে সেখানে রিগিং হচ্ছে ৷ তৃণমূলের মহিলা ভোটাররা রিগিং করছে ৷ 31 বছরের মহিলা ভোটারের নামে 45/50 বছরের মহিলা এসে ভোট দিয়ে যাচ্ছেন ৷ প্রতিটি বুথে এমন 10-12 জন ভোট দিয়ে যাচ্ছেন ৷ সেই খবর পেয়েই তিনি বুথগুলিতে যান ৷ গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে ৷

কল্যাণের অভিযোগ, "তৃণমূল বাইরে থেকে দুষ্কৃতী এনেছে ৷ প্রতিটি বুথে সুপরিকল্পিত ভাবে রিগিং চালাচ্ছে ৷ আমি গিয়ে এই রিগিং থামানোর চেষ্টা করলে মহিলা দুষ্কৃতীদের নিয়ে তৃণমূল আমাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করছে ৷ এই পরিস্থিতিতে কুইক রেসপন্স টিম গিয়ে ভাবছে প্রার্থীকে এই বিক্ষোভের হাত থেকে রক্ষা করাই প্রথম করণীয় ৷ এই করতে গিয়ে রিগিং আটকানো যাচ্ছে না ৷ তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টিই খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করছে ৷"

নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে কল্যাণ বলেন, এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের যদি মনে হয় সুষ্ঠু ভোট হচ্ছে তবে নির্বাচন কমিশন আসুক, এসে দেখে যাক কেমন সুষ্ঠু ভোট হচ্ছে ৷ তাদের নোডাল অফিসারদের এসে গোটা বিষয়টি দেখে যাওয়া উচিত ৷ তিনি কমিশনে নালিশ জানিয়েছেন ৷ আবারও জানাবেন বলে জানান ৷

আরও পড়ুন: বেলগাছিয়ায় সাংবাদিকদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.