ETV Bharat / state

মডেল সাতগাছিয়ার বুথ, প্রায় 80টি দেশকে ভোটপ্রক্রিয়া দেখাবে কমিশন

author img

By

Published : Mar 26, 2021, 8:31 AM IST

করোনা আবহে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া ৷ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের নির্বাচনের সরাসরি সম্প্রচার দেখতে পাবে বিশ্বের 70 থেকে 80টি দেশ ৷ তারজন্য মডেল বুথ করা হয়েছে সাতগাছিয়া 145 নম্বর বুথকে ৷

সাতগাছিয়ার মডেল বুথে রাজ্যের নির্বাচন প্রক্রিয়া দেখা যাবে বিভিন্ন দেশে
সাতগাছিয়ার মডেল বুথে রাজ্যের নির্বাচন প্রক্রিয়া দেখা যাবে বিভিন্ন দেশে

কলকাতা, 26 মার্চ : এই প্রথমবার পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ার লাইভ সাক্ষী থাকবে 70 থেকে 80টি দেশ । বিহার নির্বাচনকে মডেল করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানেও । কীভাবে কোভিডের লাল চোখ রাঙানিকে উপেক্ষা করে শান্তিপূর্ণ ও সংক্রমণমুক্ত ভোট করা সম্ভব সেটাই বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করবে রাজ্য নির্বাচন কমিশন ।

নির্বাচন কমিশন সূত্রে খবর, নির্বাচনের সময় 70 থেকে 80টি দেশের মানুষ ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া দেখতে পারবেন । বিশ্বের দরবারে রাজ্যের গণতন্ত্রের স্বচ্ছতাকে তুলে ধরতে সাতগাছিয়া 145 নম্বর বুথকে মডেল করে সেখান থেকে চলবে ওয়েবকাস্টিং । নেট পরিষেবা ও শহরের কাছাকাছি বলে এই বুথটিকে চিহ্নিত করা হয়েছে, যেখান থেকে সরাসরি চলবে ওয়েবকাস্টিং ।

আরও পড়ুন : রাজ্যজুড়ে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ, ভোটে শান্তি রক্ষায় মরিয়া কমিশন

অন্যদিকে রাজ্যে একাধিক জায়গায় নাকা চেকিং চলছে যাতে ভোটের আগে কোনও পথ দিয়েই কোনও দুষ্কৃতী বা বেআইনি সামগ্রী রাজ্যে প্রবেশ করতে না পারে । পাশাপাশি গতকাল রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, দিনহাটার ঘটনা নিয়ে বিজেপির অভিযোগ ভিডিয়ো ফুটেজ সহ পাঠানো হয়েছে কমিশনে । আজ কমিশনের নির্দেশে বিবেক দুবে আবার দিনহাটায় যাচ্ছেন ।

কলকাতা, 26 মার্চ : এই প্রথমবার পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ার লাইভ সাক্ষী থাকবে 70 থেকে 80টি দেশ । বিহার নির্বাচনকে মডেল করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানেও । কীভাবে কোভিডের লাল চোখ রাঙানিকে উপেক্ষা করে শান্তিপূর্ণ ও সংক্রমণমুক্ত ভোট করা সম্ভব সেটাই বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করবে রাজ্য নির্বাচন কমিশন ।

নির্বাচন কমিশন সূত্রে খবর, নির্বাচনের সময় 70 থেকে 80টি দেশের মানুষ ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া দেখতে পারবেন । বিশ্বের দরবারে রাজ্যের গণতন্ত্রের স্বচ্ছতাকে তুলে ধরতে সাতগাছিয়া 145 নম্বর বুথকে মডেল করে সেখান থেকে চলবে ওয়েবকাস্টিং । নেট পরিষেবা ও শহরের কাছাকাছি বলে এই বুথটিকে চিহ্নিত করা হয়েছে, যেখান থেকে সরাসরি চলবে ওয়েবকাস্টিং ।

আরও পড়ুন : রাজ্যজুড়ে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ, ভোটে শান্তি রক্ষায় মরিয়া কমিশন

অন্যদিকে রাজ্যে একাধিক জায়গায় নাকা চেকিং চলছে যাতে ভোটের আগে কোনও পথ দিয়েই কোনও দুষ্কৃতী বা বেআইনি সামগ্রী রাজ্যে প্রবেশ করতে না পারে । পাশাপাশি গতকাল রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, দিনহাটার ঘটনা নিয়ে বিজেপির অভিযোগ ভিডিয়ো ফুটেজ সহ পাঠানো হয়েছে কমিশনে । আজ কমিশনের নির্দেশে বিবেক দুবে আবার দিনহাটায় যাচ্ছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.