ETV Bharat / state

আঁটঘাট বাধতে আটেই ভরসা মোদির ? - Narendra Modi and Numerology

নরেন্দ্র মোদি কি সংখ্যাতত্ত্বে বিশ্বাস করেন ? এখনও পর্যন্ত নরেন্দ্র মোদির বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেই দিকেই ইঙ্গিত করছে ৷ নোটবন্দী থেকে শুরু করে নাগরিকত্ব সংশোধনী আইন ৷ প্রতিটি ক্ষেত্রেই আট সংখ্যাটি বিশেষ গুরুত্ব পেয়েছে ৷

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 18, 2021, 9:14 PM IST

কলকাতা, 18 এপ্রিল : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের শঙ্কায় আট দফা ভোটের নির্বাচনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে এখনও সেভাবে অন্য দলগুলি গলা মেলায়নি । তবে সংখ্যাতত্ববিদরা এই আট সংখ্যাটির মধ্যে অন্য ছবি দেখছেন । যার প্রেক্ষাপটে অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অনিশ্চয়তা যেখানে যত বেশি সেখানে সংস্কার তত বেশি । মানুষ সেই কারণেই সংস্কারী । বিভিন্ন ভাবে সংস্কারের শিকার হন তাঁরা । সাধারণ মানুষের বাইরে রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী, খেলোয়াড় সকলের মধ্যেই নানারকম সংস্কার দেখা যায় । সংস্কারের রকম ফেরও রয়েছে অনেক । এর মধ্যে অন্যতম সংখ্যাতত্ত্ব ।

কি এই সংখ্যাতত্ত্ব?

সংখ্যাতত্ত্ববিদ কুশল চক্রবর্তী বলছেন, "সংখ্যাতত্ববিদ এবং অঙ্কবিদ পিথাগোরাস পাশ্চাত্য সংখ্যাতত্ত্ব-এর জনক । 569 থেকে 470 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে এই তত্ত্ব চালু করেছিলেন । সঙ্গীতের আট সুরের ভিত্তিতে সংখ্যার আচরণ ঠিক করা হয় । এই তত্ত্বের উন্নত রূপ পায় চেলডিয়ান নিউমোরোলজিতে । ব্যাবিলিয়নে 625 থেকে 539 খ্রিষ্টপূর্বাব্দে চেলডিয়ান রাজা ছিলেন । ভারতীয় সংখ্যাতত্ত্বের দিক থেকে তামিল সংস্করণ এই তত্ত্বর খুব কাছাকাছি ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন কাজ দেখে বা পদক্ষেপ দেখে এই সংখ্যাতত্ত্বের মিল পাচ্ছেন সংখ্যাতত্ত্ববিদরা । বিরোধীরা সমালোচনা করছেন । কিন্তু সংখ্যাতত্ত্ববিদরা বলছেন প্রধানমন্ত্রী, আট-এর প্রতি বিশেষ আস্থাশীল ।

এখন দেখা যাক তাঁদের যুক্তি কোন বিন্যাসের ওপর দাড়িয়ে ।

  • প্রধানমন্ত্রীর জন্মদিন 17 সেপ্টেম্বর । সংখ্যা দু'টি যোগ করলে ফল দাঁড়ায় আট ।
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন 26 মে 2014 । সেখানেও 6 এবং 2 যোগ করলে ফল আট ।
  • দিল্লিতে প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা ছিল 7, রেসকোর্স রোড । তিনি রাস্তার নাম বদলে করলেন 7, লোক কল্যাণ মার্গ । এখানেও আটের গুণিতকের উপস্থিতি । প্রশ্ন কীভাবে? চ্যালেডিয়ান ক্যালেন্ডার অনুসারে, লোক কল্যাণ মার্গ-এর যোগ ফল 8 । সেখানে রেস কোর্স রোড-এর যোগফল ছিল 7 ।
নরেন্দ্র মোদি
চেলডিয়ান সংখ্যাতত্ত্ব অনুযায়ী ইংরেজি অক্ষরগুলির সংখ্যাতাত্ত্বিক মান
  • প্রধানমন্ত্রীর স্বাবলম্বন অভিযান শুরু হয়েছিল 2014 সালের 17 সেপ্টেম্বর। এখানে তারিখের সংখ্যার যোগফল সেই আট।
  • 2014 সালে সার্ক সম্মেলন শুরু করেছিলেন 26 নভেম্বর । এখানে 6 এবং 2-এর যোগফল 8 ।
  • বর্তমান প্রধানমন্ত্রী চেয়ারে বসার পরে জম্মু কাশ্মীরে গিয়েছিলেন 2014 সালের 8 সেপ্টেম্বর
  • 2014 সালের 17 সেপ্টেম্বর গুজরাতে চিনের প্রধানমন্ত্রীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন ।
  • প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন 2014 সালের 26 সেপ্টেম্বর ।
  • গুজরাতে প্রবাসী ভারতীয় দিবসের সূচনা করেছিলেন 2015 সালের 8 জানুয়ারি ।
  • প্রধানমন্ত্রী হিসেবে চিন যাত্রা করেছিলেন 2015 সালের 17 মে ৷
  • প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার শুরু করেছিলেন 2015 সালের 8 এপ্রিল ।
  • প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের শুরু হয়েছিল 2015 সালের 26 সেপ্টেম্বর । এখানেও সেই 2 যোগ 6 এর ফলাফল আট ।
  • নোটবন্দির ঘোষণার দিনটা ছিল 2016 সালের আট নভেম্বর ৷ সময়টা ছিল রাত আটটা ।
  • নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাস হয়েছিল 2019 সালের 8 জানুয়ারি ৷
  • পাকিস্তানের বালাকোটে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বিমান হানা হয়েছিল 2019 সালের 26 সেপ্টেম্বর । এখানেও সেই আটের খেলা ৷
  • প্রধানমন্ত্রী 68 দিনের কড়া লকডাউনের ঘোষণা করেছিলেন 2020 সালের 24 মার্চ রাত আটটার সময় ।
  • লোকসভায় তিনটি কৃষি বিল পাস হয়েছিল 2020 সালের 17 সেপ্টেম্বর ৷

চলতি মাসের আট এপ্রিল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন । পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হচ্ছে আট দফায় । কুম্ভমেলা প্রতীকীভাবে করার কথা বলেছেন 17 এপ্রিল । যার যোগফল সেই আট ।

অনেক সিদ্ধান্ত এবং পদক্ষেপ অন্য তারিখেও নিয়ে থাকেন নরেন্দ্র মোদি ৷ সেগুলির সঙ্গে আট সংখ্যার কোনও সম্পর্ক নেই । তবে দেখা যাচ্ছে, যে কোনও বড় সিদ্ধান্তের সময় এমন একটি দিন বা সময় বেছে নেন যা আট সংখ্যার সঙ্গে কোনও না কোনওভাবে সম্পর্ক যুক্ত ।

কলকাতা, 18 এপ্রিল : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের শঙ্কায় আট দফা ভোটের নির্বাচনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে এখনও সেভাবে অন্য দলগুলি গলা মেলায়নি । তবে সংখ্যাতত্ববিদরা এই আট সংখ্যাটির মধ্যে অন্য ছবি দেখছেন । যার প্রেক্ষাপটে অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অনিশ্চয়তা যেখানে যত বেশি সেখানে সংস্কার তত বেশি । মানুষ সেই কারণেই সংস্কারী । বিভিন্ন ভাবে সংস্কারের শিকার হন তাঁরা । সাধারণ মানুষের বাইরে রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী, খেলোয়াড় সকলের মধ্যেই নানারকম সংস্কার দেখা যায় । সংস্কারের রকম ফেরও রয়েছে অনেক । এর মধ্যে অন্যতম সংখ্যাতত্ত্ব ।

কি এই সংখ্যাতত্ত্ব?

সংখ্যাতত্ত্ববিদ কুশল চক্রবর্তী বলছেন, "সংখ্যাতত্ববিদ এবং অঙ্কবিদ পিথাগোরাস পাশ্চাত্য সংখ্যাতত্ত্ব-এর জনক । 569 থেকে 470 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে এই তত্ত্ব চালু করেছিলেন । সঙ্গীতের আট সুরের ভিত্তিতে সংখ্যার আচরণ ঠিক করা হয় । এই তত্ত্বের উন্নত রূপ পায় চেলডিয়ান নিউমোরোলজিতে । ব্যাবিলিয়নে 625 থেকে 539 খ্রিষ্টপূর্বাব্দে চেলডিয়ান রাজা ছিলেন । ভারতীয় সংখ্যাতত্ত্বের দিক থেকে তামিল সংস্করণ এই তত্ত্বর খুব কাছাকাছি ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন কাজ দেখে বা পদক্ষেপ দেখে এই সংখ্যাতত্ত্বের মিল পাচ্ছেন সংখ্যাতত্ত্ববিদরা । বিরোধীরা সমালোচনা করছেন । কিন্তু সংখ্যাতত্ত্ববিদরা বলছেন প্রধানমন্ত্রী, আট-এর প্রতি বিশেষ আস্থাশীল ।

এখন দেখা যাক তাঁদের যুক্তি কোন বিন্যাসের ওপর দাড়িয়ে ।

  • প্রধানমন্ত্রীর জন্মদিন 17 সেপ্টেম্বর । সংখ্যা দু'টি যোগ করলে ফল দাঁড়ায় আট ।
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন 26 মে 2014 । সেখানেও 6 এবং 2 যোগ করলে ফল আট ।
  • দিল্লিতে প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা ছিল 7, রেসকোর্স রোড । তিনি রাস্তার নাম বদলে করলেন 7, লোক কল্যাণ মার্গ । এখানেও আটের গুণিতকের উপস্থিতি । প্রশ্ন কীভাবে? চ্যালেডিয়ান ক্যালেন্ডার অনুসারে, লোক কল্যাণ মার্গ-এর যোগ ফল 8 । সেখানে রেস কোর্স রোড-এর যোগফল ছিল 7 ।
নরেন্দ্র মোদি
চেলডিয়ান সংখ্যাতত্ত্ব অনুযায়ী ইংরেজি অক্ষরগুলির সংখ্যাতাত্ত্বিক মান
  • প্রধানমন্ত্রীর স্বাবলম্বন অভিযান শুরু হয়েছিল 2014 সালের 17 সেপ্টেম্বর। এখানে তারিখের সংখ্যার যোগফল সেই আট।
  • 2014 সালে সার্ক সম্মেলন শুরু করেছিলেন 26 নভেম্বর । এখানে 6 এবং 2-এর যোগফল 8 ।
  • বর্তমান প্রধানমন্ত্রী চেয়ারে বসার পরে জম্মু কাশ্মীরে গিয়েছিলেন 2014 সালের 8 সেপ্টেম্বর
  • 2014 সালের 17 সেপ্টেম্বর গুজরাতে চিনের প্রধানমন্ত্রীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন ।
  • প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন 2014 সালের 26 সেপ্টেম্বর ।
  • গুজরাতে প্রবাসী ভারতীয় দিবসের সূচনা করেছিলেন 2015 সালের 8 জানুয়ারি ।
  • প্রধানমন্ত্রী হিসেবে চিন যাত্রা করেছিলেন 2015 সালের 17 মে ৷
  • প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার শুরু করেছিলেন 2015 সালের 8 এপ্রিল ।
  • প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের শুরু হয়েছিল 2015 সালের 26 সেপ্টেম্বর । এখানেও সেই 2 যোগ 6 এর ফলাফল আট ।
  • নোটবন্দির ঘোষণার দিনটা ছিল 2016 সালের আট নভেম্বর ৷ সময়টা ছিল রাত আটটা ।
  • নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাস হয়েছিল 2019 সালের 8 জানুয়ারি ৷
  • পাকিস্তানের বালাকোটে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বিমান হানা হয়েছিল 2019 সালের 26 সেপ্টেম্বর । এখানেও সেই আটের খেলা ৷
  • প্রধানমন্ত্রী 68 দিনের কড়া লকডাউনের ঘোষণা করেছিলেন 2020 সালের 24 মার্চ রাত আটটার সময় ।
  • লোকসভায় তিনটি কৃষি বিল পাস হয়েছিল 2020 সালের 17 সেপ্টেম্বর ৷

চলতি মাসের আট এপ্রিল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন । পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হচ্ছে আট দফায় । কুম্ভমেলা প্রতীকীভাবে করার কথা বলেছেন 17 এপ্রিল । যার যোগফল সেই আট ।

অনেক সিদ্ধান্ত এবং পদক্ষেপ অন্য তারিখেও নিয়ে থাকেন নরেন্দ্র মোদি ৷ সেগুলির সঙ্গে আট সংখ্যার কোনও সম্পর্ক নেই । তবে দেখা যাচ্ছে, যে কোনও বড় সিদ্ধান্তের সময় এমন একটি দিন বা সময় বেছে নেন যা আট সংখ্যার সঙ্গে কোনও না কোনওভাবে সম্পর্ক যুক্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.