ETV Bharat / state

ক্ষমতায় এলে সবার আগে পুলিশের মেরুদণ্ড সোজা করা হবে : দিলীপ ঘোষ

author img

By

Published : Apr 24, 2021, 9:38 AM IST

Updated : Apr 24, 2021, 9:57 AM IST

অর্জুন সিংয়ের সভায় দুষ্কৃতীদের হামলা ৷ এই ঘটনায় মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ পুলিশের ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি ৷

ক্ষমতায় এলে সবার আগে পুলিশের মেরুদণ্ড সোজা করা হবে : দিলীপ ঘোষ
ক্ষমতায় এলে সবার আগে পুলিশের মেরুদণ্ড সোজা করা হবে : দিলীপ ঘোষ

কলকাতা, 24 এপ্রিল : বেলগাছিয়ায় বিজেপির সভায় চড়াও হওয়ার ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে শোনা গেল, তৃণমূল শেষ কেল্লা বাঁচানোর চেষ্টা চালাচ্ছে ৷ তিনি পুলিশের ভূমিকা নিয়ে কথা বলতেও ছাড়েননি ৷ ক্ষমতায় এলে সবার আগে পুলিশের মেরুদণ্ড সোজা করা হবে, বলেও হুঁশিয়ারি দেন তিনি ৷

মমতার সরকার প্রতিবার গুণ্ডা-দুষ্কৃতীকারী-সমাজবিরোধীদের দিয়ে ভোট করেছে তৃণমূল ৷ কলকাতার ভদ্রলোকেরা বোমা পড়লে বাড়ির বাইরে বেরোয়না ৷ তাই ভয় দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন দিলীপ ৷ তিনি বলেন, এবারের নির্বাচনে, জঙ্গলমহল থেকে ডুয়ার্স পর্যন্ত কোথাও বোমা-বন্দুক দেখিয়ে ভয় পাইয়েও ভোট আটকাতে পারেনি । বোমা-বন্দুক সব শেষ ৷ খুনও করেও কাউকে আটকাতে পারেনি ৷

মানুষ বিজেপিকে ভোট দিয়েছে ৷ কলকাতাতেও মানুষ বাইরে বেরিয়ে ভোট দেবে ৷ কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো প্রসঙ্গে তাঁর অভিযোগ, তৃণমূল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভয় দেখাচ্ছে ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীদের মারধর করছে ৷ এখনও পর্যন্ত 18-19 জন প্রার্থীকে মারধর করেছে ৷

প্রার্থীদের মারধর-হেনস্থা নিয়ে তাঁর মুখে শোনা যায়, "জঙ্গলমহলে প্রার্থীকে মারধর, মালদার প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে ৷ এভাবে আমাদের দলের প্রার্থীদের আটকানো সম্ভব নয় ৷" তৃণমূলের গুণ্ডারা যতই মারধর করুক না কেন, প্রার্থীরা জিতবে, দাবি দিলীপ ঘোষের ৷

আরও পড়ুন : অর্জুনের সভা ঘিরে উত্তেজনা বেলগাছিয়ায়, চলল গুলি

বিজেপির সভা ঘিরে উত্তেজনা ছড়াল বেলগাছিয়ায় ৷ গতকাল সন্ধে নাগাদ বেলাগাছিয়ার ট্রাম ডিপোর কাছে অর্জুন সিংয়ের সভা ঘিরে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে ৷ চলে ইটবৃষ্টি ৷ এমনকি, অর্জুনের দেহরক্ষীরা শূন্যে গুলি চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুতর আহত হন কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায় । ঘটনায় একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও গুরুতর আহত হয়েছেন । ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ৷

এবিষয়ে তিনি বলেন, "আত্মরক্ষার অধিকার আছে । কেন্দ্রীয় বাহিনীর কাছে এই কারণেই বন্দুক আছে ।" এন্টালীর সংঘর্ষ নিয়ে তার বক্তব্য- একাধিক জায়গায় এই ঘটনা ঘটেছে । এসবে আর কিছু হবে না । এন্টালী কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে থানার সামনেই হামলা চালানোর ঘটনায় পুলিশকে কটাক্ষ করেছেন তিনি ।

কী বললেন দিলীপ ঘোষ, দেখুন ভিডিয়ো...

পুলিশ আর তৃণমূলে এখন আর কোনও ফারাক নেই । আমরা এসে পুলিশের মেরুদণ্ড লাগিয়ে দেব । যাতে তারা সোজা হয়ে দাঁড়াতে পারে, কটাক্ষ করে বলেন তিনি ৷ তিনি আরও বলেন, "বাংলার মহিলারা অত্যাচারিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসিয়েছিলেন । কিন্তু তারা যেভাবে অত্যাচারিত হচ্ছেন, তাতে তারাই তাকে সিংহাসন চ্যুত করবেন । এখন পর্যন্ত 223 টি আসনে ভোট হয়েছে এরমধ্যে বিজেপি 160 পেয়ে গিয়েছে । বাকি 2টি ফেজে 200 হয়ে যাবে ৷" সবশেষে তাঁর একটাই কথা, "খেলা শেষ ।"

কলকাতা, 24 এপ্রিল : বেলগাছিয়ায় বিজেপির সভায় চড়াও হওয়ার ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে শোনা গেল, তৃণমূল শেষ কেল্লা বাঁচানোর চেষ্টা চালাচ্ছে ৷ তিনি পুলিশের ভূমিকা নিয়ে কথা বলতেও ছাড়েননি ৷ ক্ষমতায় এলে সবার আগে পুলিশের মেরুদণ্ড সোজা করা হবে, বলেও হুঁশিয়ারি দেন তিনি ৷

মমতার সরকার প্রতিবার গুণ্ডা-দুষ্কৃতীকারী-সমাজবিরোধীদের দিয়ে ভোট করেছে তৃণমূল ৷ কলকাতার ভদ্রলোকেরা বোমা পড়লে বাড়ির বাইরে বেরোয়না ৷ তাই ভয় দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন দিলীপ ৷ তিনি বলেন, এবারের নির্বাচনে, জঙ্গলমহল থেকে ডুয়ার্স পর্যন্ত কোথাও বোমা-বন্দুক দেখিয়ে ভয় পাইয়েও ভোট আটকাতে পারেনি । বোমা-বন্দুক সব শেষ ৷ খুনও করেও কাউকে আটকাতে পারেনি ৷

মানুষ বিজেপিকে ভোট দিয়েছে ৷ কলকাতাতেও মানুষ বাইরে বেরিয়ে ভোট দেবে ৷ কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো প্রসঙ্গে তাঁর অভিযোগ, তৃণমূল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভয় দেখাচ্ছে ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীদের মারধর করছে ৷ এখনও পর্যন্ত 18-19 জন প্রার্থীকে মারধর করেছে ৷

প্রার্থীদের মারধর-হেনস্থা নিয়ে তাঁর মুখে শোনা যায়, "জঙ্গলমহলে প্রার্থীকে মারধর, মালদার প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে ৷ এভাবে আমাদের দলের প্রার্থীদের আটকানো সম্ভব নয় ৷" তৃণমূলের গুণ্ডারা যতই মারধর করুক না কেন, প্রার্থীরা জিতবে, দাবি দিলীপ ঘোষের ৷

আরও পড়ুন : অর্জুনের সভা ঘিরে উত্তেজনা বেলগাছিয়ায়, চলল গুলি

বিজেপির সভা ঘিরে উত্তেজনা ছড়াল বেলগাছিয়ায় ৷ গতকাল সন্ধে নাগাদ বেলাগাছিয়ার ট্রাম ডিপোর কাছে অর্জুন সিংয়ের সভা ঘিরে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে ৷ চলে ইটবৃষ্টি ৷ এমনকি, অর্জুনের দেহরক্ষীরা শূন্যে গুলি চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুতর আহত হন কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায় । ঘটনায় একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও গুরুতর আহত হয়েছেন । ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ৷

এবিষয়ে তিনি বলেন, "আত্মরক্ষার অধিকার আছে । কেন্দ্রীয় বাহিনীর কাছে এই কারণেই বন্দুক আছে ।" এন্টালীর সংঘর্ষ নিয়ে তার বক্তব্য- একাধিক জায়গায় এই ঘটনা ঘটেছে । এসবে আর কিছু হবে না । এন্টালী কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে থানার সামনেই হামলা চালানোর ঘটনায় পুলিশকে কটাক্ষ করেছেন তিনি ।

কী বললেন দিলীপ ঘোষ, দেখুন ভিডিয়ো...

পুলিশ আর তৃণমূলে এখন আর কোনও ফারাক নেই । আমরা এসে পুলিশের মেরুদণ্ড লাগিয়ে দেব । যাতে তারা সোজা হয়ে দাঁড়াতে পারে, কটাক্ষ করে বলেন তিনি ৷ তিনি আরও বলেন, "বাংলার মহিলারা অত্যাচারিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসিয়েছিলেন । কিন্তু তারা যেভাবে অত্যাচারিত হচ্ছেন, তাতে তারাই তাকে সিংহাসন চ্যুত করবেন । এখন পর্যন্ত 223 টি আসনে ভোট হয়েছে এরমধ্যে বিজেপি 160 পেয়ে গিয়েছে । বাকি 2টি ফেজে 200 হয়ে যাবে ৷" সবশেষে তাঁর একটাই কথা, "খেলা শেষ ।"

Last Updated : Apr 24, 2021, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.