ETV Bharat / state

নির্বাচন কমিশনের নির্দেশের পর বাতিল শাহ-নাড্ডার রাতের কর্মসূচি - বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিন নাড্ডা

আজ থেকে চালু হওয়া নির্বাচন কমিশনের নির্দেশের জেরে বাতিল করতে হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সন্ধ্যার পর কলকাতায় সবকটি কর্মসূচি । কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখায়ত এই ঘোষণা করেন ।

Cancel Shah-Nadda night schedule due to Election Commission direction
বাতিল শাহ-নাড্ডার রাতের কর্মসূচি
author img

By

Published : Apr 16, 2021, 11:02 PM IST

কলকাতা, 16 এপ্রিল : বাতিল হল অমিত শাহ জেপি নাড্ডার রাতের সভা । নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে সন্ধ্যা সাতটা থেকে সকাল 10 টা পর্যন্ত কোন ধরনের রাজনৈতিক সভা বা কর্মসূচি করা যাবে না । এই নির্দেশিকা ঘোষণার পর কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বিজেপির সর্বভারতীয় সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর রাতের নির্বাচনী কর্মসূচিগুলি বাতিলের কথা জানান ।

আজ সন্ধ্যায় প্রিয়া সিনেমা হলের প্রেক্ষাগৃহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বুদ্ধিজীবীদের নিয়ে বিশেষ বৈঠক হওয়ার কথা ছিল । কিন্তু আজ থেকে চালু হওয়া নির্বাচন কমিশনের নির্দেশের জেরে তা বাতিল করতে হল । বাতিল করতে হল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সন্ধ্যার পর কলকাতায় সবকটি কর্মসূচি । কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই ঘোষণা করেন ।

আরও পড়ুন : সন্ধে 7 টা থেকে সকাল 10 টা পর্যন্ত প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের

বাতিল শাহ-নাড্ডার রাতের কর্মসূচি

তিনি বলেন,"যারা বাংলার পরিবর্তনের যজ্ঞে সময়ের আহুতি দিতে এসেছিলেন তাদের জানাতে কষ্ট হচ্ছে অমিত শাহজি আজ সন্ধ্যার সাতটার সভা করতে পারবেন না । নির্বাচন কমিশনের নির্দেশ । সেই নির্দেশ মেনে চলা আৈমাদের সকলের কর্তব্য । আমাদের এখন দুটো লড়াই লড়তে হবে । এক করোনার সঙ্গে, দুই তৃণমূলের সঙ্গে ।"

কলকাতা, 16 এপ্রিল : বাতিল হল অমিত শাহ জেপি নাড্ডার রাতের সভা । নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে সন্ধ্যা সাতটা থেকে সকাল 10 টা পর্যন্ত কোন ধরনের রাজনৈতিক সভা বা কর্মসূচি করা যাবে না । এই নির্দেশিকা ঘোষণার পর কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বিজেপির সর্বভারতীয় সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর রাতের নির্বাচনী কর্মসূচিগুলি বাতিলের কথা জানান ।

আজ সন্ধ্যায় প্রিয়া সিনেমা হলের প্রেক্ষাগৃহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বুদ্ধিজীবীদের নিয়ে বিশেষ বৈঠক হওয়ার কথা ছিল । কিন্তু আজ থেকে চালু হওয়া নির্বাচন কমিশনের নির্দেশের জেরে তা বাতিল করতে হল । বাতিল করতে হল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সন্ধ্যার পর কলকাতায় সবকটি কর্মসূচি । কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই ঘোষণা করেন ।

আরও পড়ুন : সন্ধে 7 টা থেকে সকাল 10 টা পর্যন্ত প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের

বাতিল শাহ-নাড্ডার রাতের কর্মসূচি

তিনি বলেন,"যারা বাংলার পরিবর্তনের যজ্ঞে সময়ের আহুতি দিতে এসেছিলেন তাদের জানাতে কষ্ট হচ্ছে অমিত শাহজি আজ সন্ধ্যার সাতটার সভা করতে পারবেন না । নির্বাচন কমিশনের নির্দেশ । সেই নির্দেশ মেনে চলা আৈমাদের সকলের কর্তব্য । আমাদের এখন দুটো লড়াই লড়তে হবে । এক করোনার সঙ্গে, দুই তৃণমূলের সঙ্গে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.