ETV Bharat / state

বহিরাগত আটকাতে কী ব্যবস্থা , জানাল বিএসএফ

বিএসএফের দক্ষিণবঙ্গের ফ্রন্টিয়ারের ডি আই জি সুরজিত সিং গুলেরিয়া জানান, একাধিকবার রাজ্য় পুলিশের সঙ্গে বৈঠকে বসা হয়েছে ৷ পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে ৷

author img

By

Published : Mar 23, 2021, 5:18 PM IST

Updated : Mar 23, 2021, 5:42 PM IST

BSF
বিএসএফ

কলকাতা, 23 মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বারবার বিজেপির বিরুদ্ধে বহিরাগত নিয়ে এসে ভোট করানোর অভিযোগ তুলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ পাশাপাশি ভোট বানচালেরও অভিযোগ করেছেন ৷ এই আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় একাধিক রাজনৈতিক দল। কমিশনের তরফেও এই বিষয়ের উপর আলোকপাত করা হয়৷ এবার পুরো বিষয়টি কীভাবে মোকাবিলা করা হবে তা জানালেন বিএসএফের দক্ষিণবঙ্গের ফ্রন্টিয়ারের ডি আই জি সুরজিত সিং গুলেরিয়া ৷

ভোটের আগে সীমান্ত রক্ষী বাহিনী রাজ্য পুলিশের সঙ্গে কীভাবে কাজ করছেন তা বিস্তারিত জানান তিনি ৷ পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর বিষয়টিও তুলে ধরেন ৷

আরও পড়ুন- কলকাতা পুরনিগমের বোর্ড ভাঙায় সমস্যায় পড়তে পারেন শহরবাসী

বিএসএফের দক্ষিণবঙ্গের ফ্রন্টিয়ারের ডি আই জি সুরজিত সিং গুলেরিয়া বলেন, "বিধানসভা নির্বাচনের আগে সীমান্তবর্তী এলাকা থেকে যাতে কেউ অবৈধভাবে পারাপার করতে না পারে তার জন্য আমরা রাজ্য পুলিশের সঙ্গে একাধিক বৈঠকে বসেছি। কীভাবে দুই বাহিনী কাজ করবে তা ঠিক করা হচ্ছে। ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক জায়গায় অভিযান চালিয়ে আমরা একাধিক দুষ্কৃতীদের গ্রেফতার করেছি।"

পাশাপাশি বাংলার সঙ্গে অন্য রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতেও বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে। ঝাড়খন্ড,বিহার,সহ একাধিক সীমান্তে আধুনিক কাঁটাতার বসানো হয়েছে।

এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যের আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, দিনে প্রায় দু-থেকে তিন বার সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা বলা হচ্ছে। আমাদের প্রয়োজন মত আমরা সীমান্তরক্ষী বাহিনীর কাছে সাহায্য় চাওয়া হচ্ছে৷ স্পর্শকাতর সীমান্তগুলিতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছে বিএসএফ।

কলকাতা, 23 মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বারবার বিজেপির বিরুদ্ধে বহিরাগত নিয়ে এসে ভোট করানোর অভিযোগ তুলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ পাশাপাশি ভোট বানচালেরও অভিযোগ করেছেন ৷ এই আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় একাধিক রাজনৈতিক দল। কমিশনের তরফেও এই বিষয়ের উপর আলোকপাত করা হয়৷ এবার পুরো বিষয়টি কীভাবে মোকাবিলা করা হবে তা জানালেন বিএসএফের দক্ষিণবঙ্গের ফ্রন্টিয়ারের ডি আই জি সুরজিত সিং গুলেরিয়া ৷

ভোটের আগে সীমান্ত রক্ষী বাহিনী রাজ্য পুলিশের সঙ্গে কীভাবে কাজ করছেন তা বিস্তারিত জানান তিনি ৷ পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর বিষয়টিও তুলে ধরেন ৷

আরও পড়ুন- কলকাতা পুরনিগমের বোর্ড ভাঙায় সমস্যায় পড়তে পারেন শহরবাসী

বিএসএফের দক্ষিণবঙ্গের ফ্রন্টিয়ারের ডি আই জি সুরজিত সিং গুলেরিয়া বলেন, "বিধানসভা নির্বাচনের আগে সীমান্তবর্তী এলাকা থেকে যাতে কেউ অবৈধভাবে পারাপার করতে না পারে তার জন্য আমরা রাজ্য পুলিশের সঙ্গে একাধিক বৈঠকে বসেছি। কীভাবে দুই বাহিনী কাজ করবে তা ঠিক করা হচ্ছে। ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক জায়গায় অভিযান চালিয়ে আমরা একাধিক দুষ্কৃতীদের গ্রেফতার করেছি।"

পাশাপাশি বাংলার সঙ্গে অন্য রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতেও বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে। ঝাড়খন্ড,বিহার,সহ একাধিক সীমান্তে আধুনিক কাঁটাতার বসানো হয়েছে।

এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যের আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, দিনে প্রায় দু-থেকে তিন বার সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা বলা হচ্ছে। আমাদের প্রয়োজন মত আমরা সীমান্তরক্ষী বাহিনীর কাছে সাহায্য় চাওয়া হচ্ছে৷ স্পর্শকাতর সীমান্তগুলিতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছে বিএসএফ।

Last Updated : Mar 23, 2021, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.