কলকাতা, 20 এপ্রিল : নির্বাচনী প্রচারে বেরিয়ে অশ্লীল গালিগালাজ করছেন ফিরহাদ হাকিম ৷ এমনই একটি ভিডিয়ো টুইট করেন বিজেপি নেতা অমিত মালব্য় ৷ কিন্তু সেই ভিডিয়োর পুরোটাই চক্রান্ত বলে দাবি করলেন ফিরহাদ স্বয়ং ৷ তাঁর দাবি, বিজেপি, ওই ভিডিয়ো বিকৃত করে আপলোড করেছে ৷ পুরো কাজটা করেছে তাদের আইটি সেল ৷ যদিও ভিডিয়োটির সত্য়তা যাচাই করেনি ইটিভি ভারত ৷
ওই ভিডিয়োটি প্রকাশ হতেই তা মিথ্য়া বলেই দাবি করেন ফিরহাদ হাকিম । তিনি বলেন, "নির্বাচনের আগে প্রতিবারই বিজেপির আইটি সেল বিভিন্ন রকম মিথ্যা ভিডিয়ো তৈরি করে তা ভাইরাল করে ৷" তাঁর দাবি, ওই ভিডিওটি সম্পূর্ণ অসত্য ৷ বিজেপির আইটি সেল মিথ্যে ভিডিও তৈরি করে তাঁর চরিত্র হনন করার চেষ্টা করছে।
আরও পড়ুন- করোনার বাড়বাড়ন্ত, স্থগিত ইউজিসি-নেট পরীক্ষা
পাশাপাশি ফিরহাদ হাকিম আজ জানিয়েছেন, গতকাল যখন প্রচারে বেরিয়েছিলেন তখন কয়েকজন বিজেপি কর্মী তাঁর উদ্দেশে কুকথা বলতে থাকে। এমনকী, গালিগালাজ করা হয় ৷ তাঁর আরও অভিযোগ, কয়েকজন বিজেপির কর্মী ও সমর্থক সাধারণ মানুষকে উত্ত্য়ক্ত করছিল ৷ তারাই গালিগালাজ করছিল ৷ বিজেপি আইটি সেল তাঁর মুখে গালিগালাজ বসিয়ে ভিডিয়োটি ভাইরাল করে দিয়েছে ৷