কলকাতা, 17 এপ্রিল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, বাংলায় সরকার ফেলার চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সোমবার দুপুরে নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেছেন ৷
গত শুক্রবার বীরভূমের সিউড়িতে সভা করে বিজেপি ৷ ওই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি দাবি করেন, 2024 সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি 35টি আসনে জিতলে, 2025 সালের মধ্যেই এখানে মমতার সরকারের পতন হবে ৷ এই নিয়ে সেদিনই হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷
সোমবার সেই নিয়ে পালটা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুরুতেই তিনি জানিয়েছেন, বছরের শেষদিনে রাজনীতি নিয়ে তিনি কথা বলতে চাননি ৷ সেই কারণে তিনি এই নিয়ে সেদিন মুখ খোলেননি ৷ তাই এদিন তিনি জবাব দিচ্ছেন ৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘গত 14 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় সভা করতে আসেন ৷ দলের সভায় তিনি কী বলবেন, তা তাঁর বিষয় ৷ কিন্তু সংবিধানের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কখনোই বলতে পারেন না যে 35টা আসন পেলেই বাংলায় সরকার চলে যাবে ৷ স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন, এই কথার মানে এটাই হয় ৷’’
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ‘‘গণতন্ত্র ও সাংবিধানিক কাঠামো রক্ষা করার পরিবর্তে তিনি নির্বাচিত সরকারকে ভেঙে দেবেন বলছেন ৷ কোন আইনে তিনি এটা করতে পারেন ৷ তার মানে কি নিজেরাই আইন তৈরি করবে, সংবিধান তৈরি করছে ? এই কথা বলার কোনও অধিকার তাঁর নেই ৷ এই কথা বলার পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর থাকার অধিকার নেই ৷ আমরা গণতান্ত্রিকভাবে তাঁর পদত্যাগ দাবি করছি ৷’’
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি ভোট এলেই মেরুকরণের রাজনাতি করে ৷ তাই সেদিন সভায় অমিত শাহের বক্তব্য থেকেই বিষয়টি উপলব্ধি করেছেন ৷ তাঁর দাবি, তিনি বুঝেছেন যে বিজেপি এবার রাজ্যে হিংসা ছড়াবে, জাতপাতের রাজনীতি করবে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করবে ৷
আরও পড়ুন: লোকসভায় বাংলা থেকে বিজেপি 35 আসনে জয়ী হলেই পতন হবে মমতার সরকারের, হুঁশিয়ারি অমিত শাহের