কলকাতা, 23 জানুয়ারি: সমালোচনা মানেই সরকার বিরোধিতা নয়, একথা বলছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তিনি চাইছেন তাঁর রাজত্বে সমালোচনার জায়গা থাকুক । সোমবার রেড রোডে গান্ধি মূর্তির পাদদেশে সরকার আয়োজিত নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাছাড়া গঠনমূলক সমালোচনার প্রতি তাঁর যে সমর্থন রয়েছেন সে কথা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন ।
তিনি বলেন, ‘‘সবাই যে আমাকে ভালবাসবে, এই কথা মনে করার কারণ নেই । আমার যে কোনও সমালোচক থাকবে না, এমনটা হতে পারে না । আমি রাস্তা দিয়ে যাচ্ছি, মানুষ তাঁদের দুঃখের কথা বলবেন, আমি শুনবো না এমন মানুষ আমি নই । আমি চাই মানুষ আমার কাছে তাদের সুখ দুঃখের কথা বলুক । এটা বিক্ষোভ নয় । এটাকে বিক্ষোভ বলবেন না । এক্ষেত্রে মানুষ তাদের গ্রিভান্স-এর কথা আমাদের জানাল । অনেক কিছুই সরকারের থেকে জানা যায় না । সেক্ষেত্রে আমাদের নলেজে আনার জন্য যদি মানুষ এইটুকু বলতে না পারে, তাহলে কি হবে !’’
তাঁর বিরুদ্ধে মানুষের অভিযোগ থাকলেও তা খোলা মনে গ্রহণ করতে চান, এটাই হয়তো বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী । যদিও বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার অভিযোগ করেন, নিজের সমালোচনা শুনতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই অভিযোগই কার্যত উড়িয়ে দিলেন মমতা ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি মাসে তৃণমূল কংগ্রেসের তরফে দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach) নামে একটি কর্মসূচি শুরু করা হয়েছে ৷ ওই কর্মসূচিতে দলের নেতারা দিদির দূত (Didir Doot) হয়ে হাজির হচ্ছেন বিভিন্ন গ্রামে ৷ সেখানে গিয়ে বিক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে নেতাদের ৷ সেই প্রসঙ্গেই মমতার এদিনের মন্তব্য বলে মনে করা হচ্ছে ৷ আসলে তিনি বোঝাতে চাইলেন, মানুষ কিছু কিছু বিষয় নিয়ে দিদির দূতেরা দরজায় গেলে ক্ষোভ দেখাচ্ছেন ৷ এই ক্ষোভের অর্থ তার বিরোধিতা নয় । তিনি এবং তাঁর সরকার মানুষের এই ক্ষোভ বা অভিযোগের কথা শুনতে প্রস্তুত ।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘একটা মানুষের কোটি কোটি টাকা আছে ৷ কিন্তু তার কথা বলার কেউ নেই ৷ তাহলে কী হবে টাকা দিয়ে ! একটা মানুষের কোটি কোটি টাকা আছে ৷ কিন্তু তার বুকে ব্যথা উঠেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার লোক নেই । তাহলে কী হবে, সেই টাকা দিয়ে ।’’ মুখ্যমন্ত্রীর ভাষায়, ‘‘যখন মানুষই থাকবে না তখন টাকা দিয়ে কী হবে ।’’
রাজনৈতিক মহল মনে করছে, এই বার্তা তিনি তাঁর দলীয় কর্মীদের উদ্দেশ্যেই ঘুরিয়ে দিয়েছেন । অনেকের বিরুদ্ধেই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠছে । এর বিরুদ্ধে সক্রিয় হয়েই এই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো ।
আরও পড়ুন: দ্বীপের নামকরণ নিয়ে নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা মমতার, তোপ যোজনা কমিশন নিয়েও