কলকাতা, 13 সেপ্টেম্বর: সাত ঘণ্টার বেশি সময় বিমান যাত্রা করে স্পেনের মাদ্রিদ পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার সকাল 10টা নাগাদ দুবাই থেকে উড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান ৷ সেটি এ দিন ভারতীয় সময় বিকেল পাঁচটা নাগাদ স্পেনের মাটি স্পর্শ করে । দীর্ঘ বিমানযাত্রার ধকল নিয়ে আজ আর কোনও কর্মসূচি নেই বাংলার মুখ্যমন্ত্রীর ।
তবে আগামিকাল, বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে স্পেন সফর শুরু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর । এবার এই স্পেন সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তাঁর ৷ তার মধ্যে অন্যতম লা লিগার প্রেসিডেন্ট হেভিয়ার তেভেজের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক । আগামিকালই ওই বৈঠক হবে ৷ শিল্প আনতে স্পেনে পাড়ি দিলেও এবারের বিদেশ সফরে গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে ফুটবল নিয়ে এই বৈঠক ।
কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয় আর আধুনিক ফুটবলে স্পেন গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে । সেই জায়গা থেকে আগামিকালের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে । এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান ক্লাবের প্রতিনিধিরা । সফর সঙ্গী হয়েছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ও । সকলেই আগামিকালের বিকেলের বৈঠকে উপস্থিত থাকবেন ।
প্রশাসনিক মহল বলছে, সেদিক থেকে বিচার করলে শহর কলকাতার জন্য আগামিকালের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে । মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই চান অতীতের কৌলিন্য ফিরে পাক বাংলার তিন ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ৷ সেই জায়গা থেকে স্পেনের ক্লাবগুলির সঙ্গে আগামিকাল বড় গাঁটছড়ার বিষয়ে আলোচনা হতে পারে । যতদূর জানা যাচ্ছে, আগামিকালের বৈঠকে পশ্চিমবঙ্গের সঙ্গে লা লিগা কর্তৃপক্ষের একটি মৌস্বাক্ষর হতে পারে ।
এরপর 15 সেপ্টেম্বর ইউরোপ ইন্ডিয়া চেম্বার অফ কমার্সের ডাকে একটি বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার কথা । এরপর সোমবার বার্সেলোনাতেও একটি শিল্প সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর । মোটের উপর আগামিদিনগুলিতে ভালো কিছু হওয়ার জন্য পটভূমি তৈরি আছে ।
আরও পড়ুন: দুবাই বিমানবন্দরে দেখা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে, মমতাকে দ্বীপরাষ্ট্রে আমন্ত্রণ