কলকাতা/চেন্নাই, 6 ডিসেম্বর: 'মিগজাউম' ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলে বিপর্যস্ত তামিলনাড়ু ৷ বানভাসি বিস্তীর্ণ এলাকা ৷ দুর্যোগে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 17 জনের ৷ বুধবার মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি দুর্যোগ মোকাবিলায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের কাজের প্রশংসা করেছেন ৷ পাশাপাশি স্টালিনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল প্ল্যাটফর্ম এক্সে লেখেন, "তামিলনাড়ুর দুর্যোগের খবর শুনে আমি ব্যথিত ৷ ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে সে রাজ্যে অনেকের প্রাণ গিয়েছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে । আমার ভাই মুখ্যমন্ত্রী এমকে স্টালিন অত্য়ন্ত দক্ষতার সঙ্গে দুর্যোগ মোকাবিলায় নেতৃত্ব দিচ্ছেন ৷ আমি এই কাজে তাঁর পাশে রয়েছি ৷ চেন্নাই ও তামিলনাড়ুর দুঃস্থ মানুষের প্রতি শোকপ্রকাশ করছি । অন্ধ্রপ্রদেশে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি আমরা ।"
এদিকে ঘূর্ণিঝড় মিগজাউমে ক্ষয়ক্ষতির জন্য 5 হাজার 60 কোটি টাকার ত্রাণ তহবিল চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন ৷ এছাড়াও প্রধানমন্ত্রীকে রাজ্যের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করার জন্য কেন্দ্রের প্রতিনিধির একটি দল পাঠানোর অনুরোধ করেছেন তিনি । ডিএমকে সাংসদ টিআর বালু ব্যক্তিগতভাবে গিয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠিটি দেবেন বলে জানা গিয়েছে ।
-
My heart goes out to the disaster victims of Tamilnadu where the cyclone Michaung has taken a toll of 16 human lives and caused much damage otherwise too.
— Mamata Banerjee (@MamataOfficial) December 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
My brother CM Stalin @mkstalin is leading the disaster management operations valiantly, and I express my solidarity and…
">My heart goes out to the disaster victims of Tamilnadu where the cyclone Michaung has taken a toll of 16 human lives and caused much damage otherwise too.
— Mamata Banerjee (@MamataOfficial) December 6, 2023
My brother CM Stalin @mkstalin is leading the disaster management operations valiantly, and I express my solidarity and…My heart goes out to the disaster victims of Tamilnadu where the cyclone Michaung has taken a toll of 16 human lives and caused much damage otherwise too.
— Mamata Banerjee (@MamataOfficial) December 6, 2023
My brother CM Stalin @mkstalin is leading the disaster management operations valiantly, and I express my solidarity and…
3 ডিসেম্বর থেকে পরদিন মধ্যরাত পর্যন্ত চেন্নাই, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুর জেলায় প্রবল বৃষ্টি হয়েছে । এর ফলে বহু জায়গা এখনও জলমগ্ন । এছাড়াও বৃষ্টির জলের নীচে তলিয়ে গিয়েছে বাড়িঘর । জলমগ্ন সাবওয়ে থেকে রাস্তাঘাট ৷ উপড়ে পড়েছে বহু সংখ্যক গাছ ৷ গ্রেটার চেন্নাই কর্পোরেশনের কর্মী, টিএনএসডিএমএ, এনডিআরএফ, বেসরকারি স্বেচ্ছাসেবক এবং স্থানীয়রা উদ্ধারের কাজে হাত লাগিয়েছে ৷
আরও পড়ুন: