ETV Bharat / state

Bengal civic polls result 2022 : পৌরভোটে সবুজ ঝড়ে ধরাশায়ী বিরোধীরা - 108টি পৌরসভার ভোটের ফলাফল সরাসরি

Bengal civic polls result 2022 live
Bengal civic polls result 2022 live
author img

By

Published : Mar 2, 2022, 8:04 AM IST

Updated : Mar 2, 2022, 8:07 PM IST

19:39 March 02

পৌরভোটে ব্যাপক অশান্তির ছবি সামনে এসেছে ৷ এর পুনরাবৃত্তি চায়নি নির্বাচন কমিশন ৷ তাই বুধবার 108টি পৌরসভার ফলাফলের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করেছিল নির্বাচন কমিশন ৷ গণনা শুরু হয় সকাল আটটা থেকে ৷ ইতিমধ্যেই দিনহাটা পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে তৃণমূল কংগ্রেস ৷ পৌরসভার ফলাফল সংক্রান্ত আপডেট পেতে চোখ রাখুন ইটিভি ভারতের লাইভ পেজে ৷

শাসক পেয়েছে 102টি । ত্রিশঙ্কু হয়েছে 4টিতে । বামদের দখলে এসেছে একটি পৌরসভা । এদিন নির্বাচনের ফল প্রকাশের পর দোলের আগেই রাজ্যজুড়ে সবুজ আবিরের হোলি দেখা গেল । সবুজ ঝড়ে কার্যত উড়ে গিয়েছে লাল-গেরুয়া সব শিবিরই ।

15:45 March 02

হুগলির ভদ্রেশ্বর পৌরসভা- 22টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 20

নির্দল- 1

বিজেপি- 1

শ্রীরামপুর- 29টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 24

বামফ্রন্ট- 1

কংগ্রেস- 1

নির্দল- 2

একটি ওয়ার্ডে ফল ঘোষণা হয়নি । 2 নম্বর ওয়ার্ডে 3 নম্বর ইভিএম খারাপ থাকায় ফল ঘোষণা হয়নি ।

বৈদ্যবাটি- 23টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 16

বামফ্রন্ট- 2

কংগ্রেস- 2

নির্দল- 3

13:35 March 02

ডালখোলা পৌরসভায় বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস । তবে ওয়েবসাইটে দেখাচ্ছে 16টি আসনেই টাই হয়েছে । তাই কমিশনার এসডিওকে অবিলম্বে ভুল সংশোধনের নির্দেশ দিলেন ।

13:20 March 02

হুগলির 9টি পৌরসভার ফলাফল-

রিষড়া- 23টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 19

বিজেপি- 2

কংগ্রেস- 1

নির্দল- 1

উত্তরপাড়া-কোতরং- 24টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 17

সিপিআইএম- 3

কংগ্রেস- 1

নির্দল- 1

কোন্নগর- 20টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 17

সিপিআইএম- 1

কংগ্রেস- 1

নির্দল- 1

ডানকুনি- 21টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রস- 19

কংগ্রেস- 1

নির্দল- 1

আরামবাগ- 19টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 18

বিজেপি- 1

তারকেশ্বর- 15টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 15

চাঁপদানী- 22টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 11

নির্দল- 10

কংগ্রেস- 1

চুঁচুড়া- 30টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 29

সিপিআইএম- 1

বাঁশবেড়িয়া- 22টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 21

সিপিআইএম- 1

13:16 March 02

এখনও পর্যন্ত জয়ী-

তৃণমূল কংগ্রেস- 713

বিজেপি- 40

সিপিআইএম- 19

সিপিআই- 1

কংগ্রেস- 13

নির্দল- 62

13:11 March 02

অশোকনগরের 23টি আসনের মধ্যে 20টিতে জয়ী তৃণমূল কংগ্রেস । 2টিতে বামফ্রন্ট ও একটি কংগ্রেসের দখলে রয়েছে ।

12:55 March 02

হাবড়ায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গড়ে সবুজ ঝড়ে উড়ে গেল বিরোধীরা । 24টি ওয়ার্ডের প্রতিটিতেই জয়ী তৃণমূল কংগ্রেস ।

12:36 March 02

ইংরেজবাজার পৌরসভা- 29টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 25

বিজেপি- 3

নির্দল- 1

1 নম্বর ওয়ার্ডে 2135 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সন্ধ্যা দাস ।

2 নম্বর ওয়ার্ডে 1898 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুমালা আগরওয়ালা ।

3 নম্বর ওয়ার্ডে 1220 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মণীষা সাহা (মণ্ডল) ।

4 নম্বর ওয়ার্ডে 520 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী অশোক সাহা ।

5 নম্বর ওয়ার্ডে 671 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুমিতা বন্দ্যোপাধ্যায় ।

6 নম্বর ওয়ার্ডে 1155 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শিপ্রা রায় ।

7 নম্বর ওয়ার্ডে 1274 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুব্রত সর্দার (বরুণ) ।

8 নম্বর ওয়ার্ডে 2503 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কাকলি চৌধুরী ।

9 নম্বর ওয়ার্ডে 182 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী পলি সরকার ।

10 নম্বর ওয়ার্ডে 1433 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ।

11 নম্বর ওয়ার্ডে 216 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঞ্জয়কুমার দে ।

12 নম্বর ওয়ার্ডে 1624 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী ছবি দাস ।

13 নম্বর ওয়ার্ডে 2216 ভোটে জয়ী বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি ।

14 নম্বর ওয়ার্ডে 101 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শম্পা সাহা (বসাক) ।

15 নম্বর ওয়ার্ডে 799 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী গায়ত্রী ঘোষ ।

16 নম্বর ওয়ার্ডে 2029 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী উদয় চৌধুরী (গোবিন্দ) ।

17 নম্বর ওয়ার্ডে 817 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শুভময় বসু (বুবাই) ।

18 নম্বর ওয়ার্ডে 2335 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী নিবেদিতা কুণ্ডু ।

19 নম্বর ওয়ার্ডে 693 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী রুনু দাস ।

20 নম্বর ওয়ার্ডে 961 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী চৈতালি ঘোষ সরকার ।

21 নম্বর ওয়ার্ডে 667 ভোটে জয়ী বিজেপি প্রার্থী সুতপা মুখোপাধ্যায় ।

22 নম্বর ওয়ার্ডে 1989 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী দুলাল সরকার ।

23 নম্বর ওয়ার্ডে 1755 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুজিতকুমার সাহা ।

24 নম্বর ওয়ার্ডে 2383 ভোটে জয়ী নির্দল প্রার্থী সুতপা দাস ।

25 নম্বর ওয়ার্ডে 1860 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কাকলি কর্মকার ।

26 নম্বর ওয়ার্ডে 2329 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী গৌতম দাস ।

27 নম্বর ওয়ার্ডে 440 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী পূজা দাস ।

28 নম্বর ওয়ার্ডে 1546 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ ঘোষ ।

29 নম্বর ওয়ার্ডে 734 ভোটে জয়ী বিজেপি প্রার্থী কৃষ্ণা নাথ ।

12:34 March 02

মুর্শিদাবাদ পৌরসভা- 16টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 9

বিজেপি- 6

নির্দল- 1

12:32 March 02

বনগাঁ পৌরসভা- 22টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 19

বিজেপি- 1

বামফ্রন্ট- 0

কংগ্রেস- 1

নির্দল- 1

12:29 March 02

বাঁকুড়া পৌরসভা- 23টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 21

নির্দল- 2

12:22 March 02

বিষ্ণুপুর পৌরসভা- 19টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 13

বিজেপি- 2

কংগ্রেস- 1

সিপিআইএম- 0

নির্দল- 3

পৌরবোর্ড দখল করল তৃণমূল কংগ্রেস

12:19 March 02

কাটোয়া পৌরসভা- 20টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 15

কংগ্রেস- 4

নির্দল- 1

12:09 March 02

নদিয়ার 3টি পৌরসভার ফলাফল-

তাহেরপুর পৌরসভা- 13টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 5

সিপিআইএম- 8

কৃষ্ণনগর পৌরসভা- 25টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 16

কংগ্রেস- 4

নির্দল- 4

বিজেপি- 1

নবদ্বীপ পৌরসভা- 24টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 24

বিজেপি- 0

সিপিআইএম- 0

12:07 March 02

জলপাইগুড়ি পৌরসভা- মোট 25টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 22

কংগ্রেস- 2

সিপিআইএম- 1

12:04 March 02

বহরমপুর পৌরসভায় 25 নম্বর ওয়ার্ড থেকে পরাজিত বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র

তৃণমূল কংগ্রেস- 22

কংগ্রেস- 6

11:57 March 02

কৃষ্ণনগর পৌরসভার ফলাফল-

তৃণমূল কংগ্রেস- 16

বিজেপি- 1

কংগ্রেস- 4

নির্দল- 4

1 নং ওয়ার্ডে নির্দল প্রার্থী অসিত সাহা জয়ী, 220 ভোটে

2 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুমিতা বিশ্বাস দাস 22 ভোটে জয়ী

3 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মিলন ঘোষ জয়ী 565 ভোটে

4 নং ওয়ার্ডে নির্দল প্রার্থী অসীমকুমার বিশ্বাস জয়ী

5 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অর্পিতা চক্রবর্তী জয়ী

6 নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী দেবানন্দ শর্মা জয়ী

7 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী গৌতম মালাকার জয়ী

8 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী প্রগতি চৌধুরী জয়ী

9 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রীতা দাস জয়ী

10 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পৌরপ্রধান অসীম সাহা জয়ী

11 নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী বর্ণালী গুঁই দত্ত মাত্র 11 ভোটে জয়ী

12 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী প্রদীপ (মলয়) দত্ত জয়ী

13 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শিশির কর্মকার জয়ী

14 নং কংগ্রেস প্রার্থী শান্তশ্রী সাহা জয়ী

15 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পৌরপ্রশাসক নরেশ দাস জয়ী 84 ভোটে

16 নং ওয়ার্ডে নির্দল প্রার্থী সুমিত ঘোষ জয়ী

17 নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মণিকা কর জয়ী

18 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী আবুল হোসেন বিশ্বাস জয়ী

19 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সৌগতকৃষ্ণ দেব জয়ী

20 নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী উজ্জ্বলা ঘোষ জয়ী

21 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বুলবুল সরকার জয়ী 55 ভোটে

22 নং ওয়ার্ডে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী অয়ন দত্ত জয়ী

23 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শুভশ্রী দাস জয়ী

24 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী প্রকাশ দাস জয়ী

25 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পলাশ দাস জয়ী

11:49 March 02

পশ্চিম মেদিনীপুরের 7টি পৌরসভা ফলাফল

ঘাটাল পৌরসভা- 17টি আসন

তৃণমূল কংগ্রেস- 17

বিজেপি- 0

কংগ্রেস- 0

বামফ্রন্ট- 0

নির্দল- 0

চন্দ্রকোনা পৌরসভা- 12টি আসন

তৃণমূল কংগ্রেস- 12

বিজেপি- 0

কংগ্রেস- 0

বামফ্রন্ট- 0

নির্দল- 0

খড়ার পৌরসভা- 10টি আসন়

তৃণমূল কংগ্রেস- 8

বিজেপি- 2

কংগ্রেস- 0

বামফ্রন্ট- 0

নির্দল- 0

ক্ষীরপাই পৌরসভা- 10টি আসন

তৃণমূল কংগ্রেস- 9

বিজেপি- 0

কংগ্রেস- 0

বামফ্রন্ট- 0

নির্দল- 1

রামজীবনপুর পৌরসভা- 11টি আসন

তৃণমূল কংগ্রেস- 11

বিজেপি- 0

কংগ্রেস- 0

বামফ্রন্ট- 0

নির্দল- 0

মেদিনীপুর পৌরসভা- 25টি আসন

তৃণমূল কংগ্রেস- 20

বিজেপি- 0

কংগ্রেস- 1

বামফ্রন্ট- 3

নির্দল- 1

খড়্গপুর পৌরসভা- 35টি আসন

তৃণমূল কংগ্রেস- 20

বিজেপি- 6

কংগ্রেস- 6

বামফ্রন্ট- 2

নির্দল- 1

11:38 March 02

এখনও পর্যন্ত জয়ী-

তৃণমূল কংগ্রেস- 447

বিজেপি- 23

সিপিআইএম- 13

সিপিআই- 1

কংগ্রেস- 10

নির্দল- 47

11:21 March 02

বীরভূম জেলা

বোলপুর পৌরসভার 22 টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল

সিউড়ি পৌরসভার 21 টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল

দুবরাজপুর পৌরসভার 16 টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল

সাঁইথিয়া পৌরসভার 16 টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল

রামপুরহাট পৌরসভার 18 টি ওয়ার্ডের মধ্যে 17 টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, 1টি ওয়ার্ডে জয়ী সিপিআইএম।

11:21 March 02

  • বর্ধমান ও কালনা পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে ৷

11:20 March 02

  • খড়গপুরে তৃণমূলের দখলে 20টি ওয়ার্ড ৷ কংগ্রেস 6টি ওয়ার্ডে জয়ী ৷ বিজেপি 6টি-তে, বামেরা পেয়েছে দুটি ওয়ার্ড, নির্দলদের দখলে 1টি ওয়ার্ড ৷

11:20 March 02

  • ধুলিয়ান পৌরসভা তৃণমূলের দখলে ৷ তৃণমূল- 11টি, কংগ্রেস- 7টি, সিপিআই- 1টি ও নির্দল- 2টি ওয়ার্ডে জয়ী ।

11:20 March 02

  • কাঁথির 13 নম্বর ওয়ার্ডে জয়ী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি ৷

11:19 March 02

  • অনুব্রত মণ্ডলের গড়ে 5টি পৌরসভাতেই ঘাস ফুলের জয়জয়কার । বোলপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, দুবরাজপুর পৌরসভায় জয়ী তৃণমূল ।

11:07 March 02

পুরুলিয়া পৌরসভা নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস ৷ মোট 23টি ওয়ার্ড ৷

1 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

2 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি

3 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

4 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

5 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

6 নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল

7 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

8 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

9 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

10 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

11 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

12 নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল

13 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি

14 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি

15 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস

16 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

17 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

18 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

19 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

20 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

21 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

22 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

23 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

(তৃণমূল- 17, বিজেপি- 3, কংগ্রেস- 1, নির্দল- 2)

11:07 March 02

  • জিয়াগপঞ্জ আজিমগঞ্জ পৌরসভা তৃণমূলের দখলে । 15টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, 2টি ওয়ার্ডে জয়ী নির্দল ৷

10:54 March 02

দার্জিলিং পৌরসভার ভোটের ফলাফল

হামরো পার্টি- 18টি ওয়ার্ডে জয়ী

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা- 9টি ওয়ার্ডে জয়ী

গোর্খা জনমুক্তি মোর্চা- 3টি ওয়ার্ডে জয়ী

তৃণমূল কংগ্রেস- 2টি ওয়ার্ডে জয়ী

1 - বিজিপিএম - দোর্জে ডুকপা

2 - হামরো পার্টি - দীপেন ঠাকুরি

3 - বিজিপিএম - পেমা ছোদেন

4 - হামরো পার্টি - গণেশ প্রধান

5 - তৃণমূল কংগ্রেস - সঞ্জয় গুরুং

6 - হামরো পার্টি - অরুনা রাই

7 - হামরো পার্টি - বিষ্ণু মাল্লা

8 - হামরো পার্টি - দর্জি শেরপা

9 - হামরো পার্টি - সুজাতা শঙ্কর

10 - হামরো পার্টি - সুধা রাই

11 - হামরো পার্টি - সন্ধ্যা থাপা বরেইলি

12 - হামরো পার্টি - সুষমা তামাং

13 - হামরো পার্টি - শরন কুমার ছেত্রী

14 - হামরো পার্টি - মণি লামা তামাং

15 - হামরো পার্টি - দেবীকা ইয়লমো

16 - হামরো পার্টি - পেমিলা দোর্জে ভুটিয়া

17 - বিজিপিএম - নিতেশ গুরুং

18 - তৃণমূল কংগ্রেস - গণেশ সার্কি

19 - হামরো পার্টি - সিতম লামা

20 - হামরো পার্টি - নিতা তামাং

21 - বিজিপিএম - রত্না লামা

22 - মোর্চা - জ্ঞ্যানে সিং

23 - বিজিপিএম - প্রতিভা রাই

24 - বিজিপিএম - অমর লামা

25 - হামরো পার্টি - ইয়াংজি শেরপা

26 - বিজিপিএম - মুকুন্দরাজ বরেইলি

27 - মোর্চা - প্রবীন কালিকোটে

28 - মোর্চা - কল্পনা তামাং

29 - মোর্চা - মনোজ থাপা

30 - হামরো পার্টি - প্রিয়া দিক্ষিত

31- হামরো পার্টি - রিতেশ পোর্টেল

32 - বিজিপিএম - বিজয় গজমের

10:54 March 02

  • উলুবেড়িয়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী অঞ্জনা অধিকারী ।

10:54 March 02

  • মহেশতলা পৌরসভার 35 টি ওয়ার্ডে 34 টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দখলে নিয়েছে । 8 নম্বর ওয়ার্ডের টি কংগ্রেসের প্রার্থী জয় লাভ করেছে ।

10:53 March 02

  • সংখ্যাতত্ত্বের হিসাবে 20 ওয়ার্ডের পুরাতন মালদা পৌরসভা তৃণমূলের দখলে ।

10:43 March 02

  • মুর্শিদাবাদের বেলডাঙায় ত্রিশঙ্কু পৌরবোর্ড ৷ তৃণমূল 7, বিজেপি 3 ও নির্দল 4টিতে জয়ী ৷

10:42 March 02

গুসকরা পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে ৷ মোট ওয়ার্ড 16টি

1 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী চুমকি মন্ডল 656 ভোটে জয়ী

2 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বাবুলাল হেমরম 1011 ভোটে জয়ী

3 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী শিপ্রা চৌধুরী 911 ভোটে জয়ী

4 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী যমুনা শিকারী 1626 ভোটে জয়ী

5 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী টিপু মালিক 1088 ভোটে জয়ী

6 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অমিতাভ মজুমদার 575 ভোটে জয়ী

7 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুব্রত শ্যাম 784 ভোটে জয়ী

8 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুন্দর গোপাল মাজি 1249 ভোটে জয়ী

9 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেলী বেগম 1055 ভোটে জয়ী

10 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী কুশল মুখোপাধ্যায় 1106 ভোটে জয়ী

11 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী পাপিয়া মাঝি 707 ভোটে জয়ী

12 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী সুমন্ত ঘোষ 2017 ভোটে জয়ী

13 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী রেখা দলুই 738 ভোটে জয়ী

14 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী সাধনা কোনার 938 ভোটে জয়ী

15 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী মাধব সাহা 905 ভোটে জয়ী

16 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় 1165 ভোটে জয়ী

10:41 March 02

  • 239টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ বিজেপির দখলে 12টি, 27টি ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী, সিপিএম জয়ী 8টি ওয়ার্ডে ৷ কংগ্রেস জিতেছে 4টি ওয়ার্ডে ৷

10:16 March 02

এগরা পৌরসভায় তৃণমূলের প্রত্যাবর্তন

মোট ওয়ার্ড 14 ৷ তৃণমূল- 7, বিজেপি- 5, কংগ্রেস- 1, নির্দল- 1

1 নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের শেখ সুরজ আলি

2 নং ওয়ার্ডে জয়ী বিজেপির প্রতিমা মান্না

3 নং ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী রামচন্দ্র পণ্ডা

4 নং ওয়ার্ডে জয়ী বিজেপির দেবব্রত করণ

5 নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের সোমা চক্রবর্তী

6 নং ওয়ার্ডে জয়ী কংগ্রেসের নির্মল শীট

7 নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের অশোক মাইতি

8 নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের দেবদুর্লব মাইতি

9 নং ওয়ার্ডে জয়ী বিজেপির পিঙ্কি সাঁতরা

10 নং ওয়ার্ডে জয়ী বিজেপির মমতা ত্রিপাঠী

11 নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের স্বপন নায়েক

12 নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের জয়ন্ত সাউ

13 নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের খুকুমণি বিশাই

14 নং ওয়ার্ডে জয়ী বিজেপির অম্বিকেশ দাস

10:15 March 02

ইংরেজবাজার পৌরসভা :

4 নম্বর ওয়ার্ডে 520 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী অশোক সাহা

5 নম্বর ওয়ার্ডে 671 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুমিতা বন্দ্যোপাধ্যায়

6 নম্বর ওয়ার্ডে 1155 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শিপ্রা রায়

10 নম্বর ওয়ার্ডে 1433 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী

13 নম্বর ওয়ার্ডে 2216 ভোটে জয়ী বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি

10:15 March 02

  • শৈলশহর দার্জিলিং পৌরসভা দখল করল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ৷

10:14 March 02

  • কাঁচরাপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে জয়ী মুকুল পুত্র শুভ্রাংশু রায় ।

10:14 March 02

  • ডায়মন্ড হারবার পৌরসভা বিরোধীশূন্য করে নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস ৷ 16টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল কংগ্রেস ৷

10:14 March 02

বারাসত পৌরসভার ফলাফল-

মোট আসন- 35

বামফ্রন্ট- 3টি আসন (12, 27, 31 নম্বর ওয়ার্ড)

তৃণমূল কংগ্রেস- 30টি আসন

নির্দল- 2টি আসন (18 ও 28 নম্বর ওয়ার্ড)

10:08 March 02

  • কোচবিহার পৌরসভা দখল তৃণমূল কংগ্রেসের । 15টি ওয়ার্ডে তৃণমূল, 2টি ওয়ার্ডে বাম ও 3টি ওয়ার্ডে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছে ।

10:08 March 02

  • জলপাইগুড়ি পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে ৷ আসন সংখ্যা 25 ৷ ঘোষিত আসন 11 ৷ সবকটিতেই জয়ী তৃণমূল ।

10:01 March 02

পুরাতন মালদা পৌরসভার ফলাফল-

1 নম্বর ওয়ার্ডে 30 ভোটে জয়ী নির্দল প্রার্থী তপন চক্রবর্তী

2 নম্বর ওয়ার্ডে 325 ভোটে জয়ী বিজেপি প্রার্থী বাসন্তী রায়

3 নম্বর ওয়ার্ডে 178 ভোটে জয়ী বিজেপি প্রার্থী স্বপ্না হালদার

4 নম্বর ওয়ার্ডে 338 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী নির্মল অধিকারী

5 নম্বর ওয়ার্ডে 689 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বশিষ্ঠ ত্রিবেদী

6 নম্বর ওয়ার্ডে 1866 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী জান্নাতুন নেশা

7 নম্বর ওয়ার্ডে 728 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিংহ বর্মা

8 নম্বর ওয়ার্ডে 1422 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শ্যাম মণ্ডল

9 নম্বর ওয়ার্ডে 1915 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কার্তিক ঘোষ

10 নম্বর ওয়ার্ডে 7 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী ফারহিন নেহার

10:01 March 02

  • কান্দি পৌরসভা তৃণমূলের দখলে ।

09:59 March 02

মেমারি পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে ৷ মোট ওয়ার্ড 16টি

1 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস পাঁজা জয়ী

2 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ ইউসুফ জয়ী

3 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনসুরা বেগম জয়ী

4 নং ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী মিঠু সরকার জয়ী

5 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণপদ বিশ্বাস জয়ী

6 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চিরঞ্জীব ঘোষ জয়ী

7 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রত্না দাস জয়ী

8 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোনালি বাগ জয়ী

9 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি ব্যানার্জি জয়ী

10 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্রিয় সামন্ত জয়ী

11 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিলকিস শেখ জয়ী

12 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন বিষয়ী জয়ী

13 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ্মা ক্ষেত্রপাল জয়ী

14 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রনজিত বাগ জয়ী

15 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাশ্মীরা বেগম জয়ী

16 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল মুর্মু জয়ী

09:58 March 02

বনগাঁ পৌরসভার 22 টি ওয়ার্ডের প্রথম রাউন্ডের ফলাফল

তৃণমূল কংগ্রেস - 1, 2, 3, 4, 5, 6, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 19, 20, 21, 22 নম্বর ওয়ার্ডে এগিয়ে ।

কংগ্রেস- 17 নম্বর ওয়ার্ডে এগিয়ে ।

বিজেপি- 7, 8 নম্বর ওয়ার্ডে এগিয়ে ।

নির্দল 18 নম্বর ওয়ার্ডে এগিয়ে ।

09:51 March 02

  • দক্ষিণ 24 পরগনার জয়নগর পৌরসভার দখল নিল তৃণমূল ৷ 14টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে 12টি ওয়ার্ড ৷ 1টিতে জয়ী কংগ্রেস, একটি ওয়ার্ডে জয়ী এসইউসিআই ৷

09:47 March 02

পুরুলিয়ার ঝালদা পৌরসভার মোট ওয়ার্ড 12

1 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস

2 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস

3 নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল

4 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস

5 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

6 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

7 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

8 নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল

9 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস

10 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

11 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

12 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস

(তৃণমূল- 5, কংগ্রেস- 5, নির্দল- 2, বিজেপি- 0)

09:47 March 02

  • নদিয়ার হরিণঘাটা পৌরসভার 1 নং ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের সৌমিক পাল ৷ 3 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের পিঙ্কি রায় হালদার ৷ 6 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের আজিজুল হক ৷ 8 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের সঞ্জীব রাম, 10 নং ওয়ার্ডে তৃণমূল জয়ী দেবাশিস বসু, 13 নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের সুনিতা ভৌমিক সর্দার ৷ 16 নম্বর ওয়ার্ডে তৃণমূলের জয়ী ঝিমলি চক্রবর্তী ৷

09:36 March 02

  • কাঁথি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অরূপ দাস জয়ী । তিনি দক্ষিণ কাঁথির বিজেপির বিধায়ক ।

09:33 March 02

গুসকরা পৌরসভা

1 নম্বর ওয়ার্ডে চুমকি মণ্ডল তৃণমূল প্রাথী 965 ভোটে জয়ী

2 নং ওয়ার্ডে বাবুলাল হেমব্রম 1325 ভোটে জয়ী তৃণমূল

3 নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রাথী শিপ্রা চৌধুরী 1058 ভোটে জয়ী

4 নং ওয়ার্ডে যমুনা শিকারী তৃণমূল 1701 ভোটে জয়ী

5 নং ওয়ার্ডে টিপু মালিক 1297 ভোটে জয়ী

6 নং ওয়ার্ডে অমিতাভ মজুমদার তৃণমূল 763 ভোটে জয়ী

7 নং ওয়ার্ডে সুব্রত শ্যাম তৃণমূল প্রাথী 935 ভোটে জয়ী

8 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুন্দর গোপাল মাজি 1492 ভোটে জয়ী

9 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেলী বেগম 1579 ভোটে জয়ী

09:31 March 02

কাটোয়া পৌরসভা

17 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী 1844 ভোটে জয়ী

1 নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী 889 ভোটে জয়ী

13 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী 1236 ভোটে জয়ী

5 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী 1411 ভোটে জয়ী

14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী 2718 ভোটে জয়ী

12 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী 1945 ভোটে জয়ী

15 নম্বর ওয়ার্ডে 1920 ভোটে তৃণমূল প্রার্থী জয়ী

09:31 March 02

কান্দি পৌরসভার জয়ী প্রার্থী

ওয়ার্ড- 1 দেবাশিস চট্টেপাধ্যায় (1588) জয়ী তৃণমূল

ওয়ার্ড- 2 জয়দেব ঘটক (941) জয়ী তৃণমূল

ওয়ার্ড- 3 আনন্দ বারিক (1099) জয়ী তৃণমূল

ওয়ার্ড- 4 সুপর্ণা দত্ত (1142) জয়ী তৃণমূল

ওয়ার্ড- 5 দীপঙ্কর মজুমদার (162) জয়ী তৃণমূল

ওয়ার্ড- 6 তপন ঘোষ (166) জয়ী তৃণমূল

ওয়ার্ড- 7 কুমকুম চক্রবর্তী (739) জয়ী তৃণমূল

ওয়ার্ড- 8 গৌরী সিনহা বিশ্বাস (1146) জয়ী তৃণমূল

ওয়ার্ড- 9 গুরুপ্রসাদ মুখোপাধ্যায় (66) জয়ী নির্দল প্রার্থী ।

09:18 March 02

  • দার্জিলিং পৌরসভায় এগিয়ে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ৷ 1 ও 3 নম্বর ওয়ার্ডে জয়ী অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ তৃণমূলের দখলে 5 নম্বর ওয়ার্ড ৷ 4, 6, 7, 9, 10 নম্বর ওয়ার্ডে জয়ী হামরো পার্টি ৷

09:18 March 02

  • রঘুনাথপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে ৷ মোট 13টি ওয়ার্ডের মধ্যে 8টি ওয়ার্ডে জয়ী তৃণমূল ৷ 11 নম্বর ওয়ার্ডে জয় পেয়েছে কংগ্রেস ৷

09:18 March 02

  • পুরাতন মালদা পৌরসভার 3 নম্বর ওয়ার্ড বিজেপির দখলে ৷ 4 ও 5 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল ৷

09:18 March 02

কোচবিহার পৌরসভা

1 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী চন্দন মোহন্ত জয়ী

2 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী উজ্জ্বল তর জয়ী

3 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মায়া জয়ী

4 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী ভূষণ সিং জয়ী

5 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দিলীপ সাহা জয়ী

7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী পম্পা ভট্টাচার্য জয়ী

8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ জয়ী

9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিনা আহমেদ জয়ী

10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রেবা কুন্ডু জয়ী

09:17 March 02

  • খড়গপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি ৷ 1, 3, 6, 7, 8, 9, 17, 19, 20 21 ও 23 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ৷

09:02 March 02

  • চন্দ্রকোনা পৌরসভা তৃণমূলের দখলে ৷ 12টি সিটেই জয়ী ঘাসফুল শিবির ৷

09:02 March 02

  • জলপাইগুড়ি পৌরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল ৷ ময়নাগুড়ি পৌরসভার দুটি ওয়ার্ড তাদেই দখলে ৷

09:01 March 02

  • বেলডাঙা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে নির্দল, ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল জয়ী ৷ কান্দি পৌরসভায় ১, ২, ৩, ৪, ৫ নম্বর ওয়ার্ডে জয়ী ঘাসফুল ৷

09:01 March 02

  • দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার 1, 2, 3, 4 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ৷

08:54 March 02

  • হুগলির কোন্নগর পৌরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস । বৈদ্যবাটি পৌরসভার দুটি ও ডানকুনি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড দখল করেছে তৃণমূল ।

08:54 March 02

  • পূর্ব বর্ধমান জেলার কালনার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল চৌধুরী জয়ী 417 ভোটে ৷

08:53 March 02

  • জলপাইগুড়ি পৌরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ৷

08:53 March 02

  • চন্দ্রকোনা পৌরসভার 2 ও 4 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল ৷ রামজীবনপুরে 1, 2, 3, 4 ও 5 নম্বর ওয়ার্ড তৃণমূলের দখলে ৷

08:53 March 02

  • প্রথম রাউন্ডের গণনা শেষে কোচবিহারের হলদিবাড়ি পৌরসভায় 5টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ৷

08:53 March 02

  • উত্তর দিনাজপুরের ডালখোলা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ।

08:46 March 02

  • পুরুলিয়ার ঝালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী বিজয় কান্দু ৷ রঘুনাথপুর পৌরসভার ৩, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ৷

08:46 March 02

  • পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌরসভার 2 ও 3 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল ৷ খারারে 4 নম্বর ওয়ার্ড দখল করেছে বিজেপি ৷ 1 ও 2 নম্বর ওয়ার্ড তৃণমূলের দখলে ৷

08:31 March 02

  • কোচবিহারের মাথাভাঙা পৌরসভার 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ তুফানগঞ্জ পৌরসভার 1, 2 ও 3 নম্বর ওয়ার্ড তৃণমূলের দখলে ৷ মেখলিগঞ্জ পৌরসভার প্রথম রাউন্ডের গণনা শেষ ৷ 9টি ওয়ার্ড বিশিষ্ট এই পৌরসভার 5 টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল ৷ কোচবিহার পৌরসভার 2 নং ওয়ার্ডে মা ( তৃণমূল) ও ছেলের ( নির্দল) লড়াইয়ে ছেলে জয়ী ।

08:12 March 02

  • বাঁকুড়া জেলার তিনটি পৌরসভার ভোট গণনা চলছে ৷ সোনামুখী পৌরসভার 5টি ওয়ার্ড, বিষ্ণুপুর পৌরসভায় 19টি ওয়ার্ড এবং বাঁকুড়া পৌরসভার 24টি ওয়ার্ডের ফল ঘোষণা হবে ৷ বাঁকুড়া পৌরসভার ভোট গণনা চলছে খ্রিস্টান কলেজে ৷ আঁটোসাটো নিপারত্তা এবং পুলিশি তৎপরতা চোখে পড়ছে ।

08:01 March 02

  • 2,171টি ওয়ার্ডে 8,120 জন প্রার্থীর ভাগ্যা নির্ধারণ হবে আজ ৷

07:52 March 02

  • ভোটাভুটির আগেই দিনহাটা পৌরসভা চলে গিয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে ৷ পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 13টিতে জয়ী তৃণমূল ৷ দিনহাটা ছাড়াও সিউড়ি, সাঁইথিয়া, বজবজ পৌরসভাও তৃণমূলের দখলে ৷ ফলে বাকি 104টি পৌরসভার ফলাফলের দিকে তাকিয়ে রাজ্যবাসী ৷

07:49 March 02

  • রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, জয়ী রাজনৈতিক দল বিজয় মিছিল করতে পারবে ৷ তবে কোনও অশান্তি, হিংসাত্মক ঘটনা যেন না হয়, সেদিকে নজর রাখতে হবে ।

07:49 March 02

  • গণনা শুরু হবে সকাল 8 টায় । প্রথমে ইলেকশন ডিউটি ভোট গণনা করা হবে। তারপর ইভিএম গণনা শুরু হবে । সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 18 রাউন্ড গণনা হবে ৷

07:45 March 02

  • প্রতিটি গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে । থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা । গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তায় রয়েছে পুলিশ ও কমব্যাট ফোর্স । শুধুমাত্র পেন ও সাদা কাগজ নিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করা যাবে । রিটার্নিং অফিসার ছাড়া আর কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না । প্রার্থী ও তাঁর পোলিং এজেন্ট ছাড়া প্রার্থীর সঙ্গে আর কেউ প্রবেশ করতে পারবেন না । স্ট্রং রুমের বাইরে ও মূল গণনা কক্ষের বাইরে থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী ।

07:42 March 02

live

  • ব্যাপক অশান্তির আবহে রবিবার 108টি পৌরসভায় নির্বাচন হয়েছে ৷ আজ তার ফল ঘোষণা । মোট 107টি পৌরসভায় প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ ৷ ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পৌরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস ৷ রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, 107টি পৌরসভার জন্য গণনাকেন্দ্রের সংখ্যা 107 ৷

19:39 March 02

পৌরভোটে ব্যাপক অশান্তির ছবি সামনে এসেছে ৷ এর পুনরাবৃত্তি চায়নি নির্বাচন কমিশন ৷ তাই বুধবার 108টি পৌরসভার ফলাফলের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করেছিল নির্বাচন কমিশন ৷ গণনা শুরু হয় সকাল আটটা থেকে ৷ ইতিমধ্যেই দিনহাটা পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে তৃণমূল কংগ্রেস ৷ পৌরসভার ফলাফল সংক্রান্ত আপডেট পেতে চোখ রাখুন ইটিভি ভারতের লাইভ পেজে ৷

শাসক পেয়েছে 102টি । ত্রিশঙ্কু হয়েছে 4টিতে । বামদের দখলে এসেছে একটি পৌরসভা । এদিন নির্বাচনের ফল প্রকাশের পর দোলের আগেই রাজ্যজুড়ে সবুজ আবিরের হোলি দেখা গেল । সবুজ ঝড়ে কার্যত উড়ে গিয়েছে লাল-গেরুয়া সব শিবিরই ।

15:45 March 02

হুগলির ভদ্রেশ্বর পৌরসভা- 22টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 20

নির্দল- 1

বিজেপি- 1

শ্রীরামপুর- 29টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 24

বামফ্রন্ট- 1

কংগ্রেস- 1

নির্দল- 2

একটি ওয়ার্ডে ফল ঘোষণা হয়নি । 2 নম্বর ওয়ার্ডে 3 নম্বর ইভিএম খারাপ থাকায় ফল ঘোষণা হয়নি ।

বৈদ্যবাটি- 23টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 16

বামফ্রন্ট- 2

কংগ্রেস- 2

নির্দল- 3

13:35 March 02

ডালখোলা পৌরসভায় বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস । তবে ওয়েবসাইটে দেখাচ্ছে 16টি আসনেই টাই হয়েছে । তাই কমিশনার এসডিওকে অবিলম্বে ভুল সংশোধনের নির্দেশ দিলেন ।

13:20 March 02

হুগলির 9টি পৌরসভার ফলাফল-

রিষড়া- 23টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 19

বিজেপি- 2

কংগ্রেস- 1

নির্দল- 1

উত্তরপাড়া-কোতরং- 24টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 17

সিপিআইএম- 3

কংগ্রেস- 1

নির্দল- 1

কোন্নগর- 20টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 17

সিপিআইএম- 1

কংগ্রেস- 1

নির্দল- 1

ডানকুনি- 21টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রস- 19

কংগ্রেস- 1

নির্দল- 1

আরামবাগ- 19টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 18

বিজেপি- 1

তারকেশ্বর- 15টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 15

চাঁপদানী- 22টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 11

নির্দল- 10

কংগ্রেস- 1

চুঁচুড়া- 30টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 29

সিপিআইএম- 1

বাঁশবেড়িয়া- 22টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 21

সিপিআইএম- 1

13:16 March 02

এখনও পর্যন্ত জয়ী-

তৃণমূল কংগ্রেস- 713

বিজেপি- 40

সিপিআইএম- 19

সিপিআই- 1

কংগ্রেস- 13

নির্দল- 62

13:11 March 02

অশোকনগরের 23টি আসনের মধ্যে 20টিতে জয়ী তৃণমূল কংগ্রেস । 2টিতে বামফ্রন্ট ও একটি কংগ্রেসের দখলে রয়েছে ।

12:55 March 02

হাবড়ায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গড়ে সবুজ ঝড়ে উড়ে গেল বিরোধীরা । 24টি ওয়ার্ডের প্রতিটিতেই জয়ী তৃণমূল কংগ্রেস ।

12:36 March 02

ইংরেজবাজার পৌরসভা- 29টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 25

বিজেপি- 3

নির্দল- 1

1 নম্বর ওয়ার্ডে 2135 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সন্ধ্যা দাস ।

2 নম্বর ওয়ার্ডে 1898 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুমালা আগরওয়ালা ।

3 নম্বর ওয়ার্ডে 1220 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মণীষা সাহা (মণ্ডল) ।

4 নম্বর ওয়ার্ডে 520 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী অশোক সাহা ।

5 নম্বর ওয়ার্ডে 671 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুমিতা বন্দ্যোপাধ্যায় ।

6 নম্বর ওয়ার্ডে 1155 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শিপ্রা রায় ।

7 নম্বর ওয়ার্ডে 1274 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুব্রত সর্দার (বরুণ) ।

8 নম্বর ওয়ার্ডে 2503 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কাকলি চৌধুরী ।

9 নম্বর ওয়ার্ডে 182 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী পলি সরকার ।

10 নম্বর ওয়ার্ডে 1433 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ।

11 নম্বর ওয়ার্ডে 216 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঞ্জয়কুমার দে ।

12 নম্বর ওয়ার্ডে 1624 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী ছবি দাস ।

13 নম্বর ওয়ার্ডে 2216 ভোটে জয়ী বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি ।

14 নম্বর ওয়ার্ডে 101 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শম্পা সাহা (বসাক) ।

15 নম্বর ওয়ার্ডে 799 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী গায়ত্রী ঘোষ ।

16 নম্বর ওয়ার্ডে 2029 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী উদয় চৌধুরী (গোবিন্দ) ।

17 নম্বর ওয়ার্ডে 817 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শুভময় বসু (বুবাই) ।

18 নম্বর ওয়ার্ডে 2335 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী নিবেদিতা কুণ্ডু ।

19 নম্বর ওয়ার্ডে 693 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী রুনু দাস ।

20 নম্বর ওয়ার্ডে 961 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী চৈতালি ঘোষ সরকার ।

21 নম্বর ওয়ার্ডে 667 ভোটে জয়ী বিজেপি প্রার্থী সুতপা মুখোপাধ্যায় ।

22 নম্বর ওয়ার্ডে 1989 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী দুলাল সরকার ।

23 নম্বর ওয়ার্ডে 1755 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুজিতকুমার সাহা ।

24 নম্বর ওয়ার্ডে 2383 ভোটে জয়ী নির্দল প্রার্থী সুতপা দাস ।

25 নম্বর ওয়ার্ডে 1860 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কাকলি কর্মকার ।

26 নম্বর ওয়ার্ডে 2329 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী গৌতম দাস ।

27 নম্বর ওয়ার্ডে 440 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী পূজা দাস ।

28 নম্বর ওয়ার্ডে 1546 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ ঘোষ ।

29 নম্বর ওয়ার্ডে 734 ভোটে জয়ী বিজেপি প্রার্থী কৃষ্ণা নাথ ।

12:34 March 02

মুর্শিদাবাদ পৌরসভা- 16টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 9

বিজেপি- 6

নির্দল- 1

12:32 March 02

বনগাঁ পৌরসভা- 22টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 19

বিজেপি- 1

বামফ্রন্ট- 0

কংগ্রেস- 1

নির্দল- 1

12:29 March 02

বাঁকুড়া পৌরসভা- 23টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 21

নির্দল- 2

12:22 March 02

বিষ্ণুপুর পৌরসভা- 19টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 13

বিজেপি- 2

কংগ্রেস- 1

সিপিআইএম- 0

নির্দল- 3

পৌরবোর্ড দখল করল তৃণমূল কংগ্রেস

12:19 March 02

কাটোয়া পৌরসভা- 20টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 15

কংগ্রেস- 4

নির্দল- 1

12:09 March 02

নদিয়ার 3টি পৌরসভার ফলাফল-

তাহেরপুর পৌরসভা- 13টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 5

সিপিআইএম- 8

কৃষ্ণনগর পৌরসভা- 25টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 16

কংগ্রেস- 4

নির্দল- 4

বিজেপি- 1

নবদ্বীপ পৌরসভা- 24টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 24

বিজেপি- 0

সিপিআইএম- 0

12:07 March 02

জলপাইগুড়ি পৌরসভা- মোট 25টি ওয়ার্ড

তৃণমূল কংগ্রেস- 22

কংগ্রেস- 2

সিপিআইএম- 1

12:04 March 02

বহরমপুর পৌরসভায় 25 নম্বর ওয়ার্ড থেকে পরাজিত বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র

তৃণমূল কংগ্রেস- 22

কংগ্রেস- 6

11:57 March 02

কৃষ্ণনগর পৌরসভার ফলাফল-

তৃণমূল কংগ্রেস- 16

বিজেপি- 1

কংগ্রেস- 4

নির্দল- 4

1 নং ওয়ার্ডে নির্দল প্রার্থী অসিত সাহা জয়ী, 220 ভোটে

2 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুমিতা বিশ্বাস দাস 22 ভোটে জয়ী

3 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মিলন ঘোষ জয়ী 565 ভোটে

4 নং ওয়ার্ডে নির্দল প্রার্থী অসীমকুমার বিশ্বাস জয়ী

5 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অর্পিতা চক্রবর্তী জয়ী

6 নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী দেবানন্দ শর্মা জয়ী

7 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী গৌতম মালাকার জয়ী

8 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী প্রগতি চৌধুরী জয়ী

9 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রীতা দাস জয়ী

10 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পৌরপ্রধান অসীম সাহা জয়ী

11 নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী বর্ণালী গুঁই দত্ত মাত্র 11 ভোটে জয়ী

12 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী প্রদীপ (মলয়) দত্ত জয়ী

13 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শিশির কর্মকার জয়ী

14 নং কংগ্রেস প্রার্থী শান্তশ্রী সাহা জয়ী

15 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পৌরপ্রশাসক নরেশ দাস জয়ী 84 ভোটে

16 নং ওয়ার্ডে নির্দল প্রার্থী সুমিত ঘোষ জয়ী

17 নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মণিকা কর জয়ী

18 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী আবুল হোসেন বিশ্বাস জয়ী

19 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সৌগতকৃষ্ণ দেব জয়ী

20 নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী উজ্জ্বলা ঘোষ জয়ী

21 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বুলবুল সরকার জয়ী 55 ভোটে

22 নং ওয়ার্ডে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী অয়ন দত্ত জয়ী

23 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শুভশ্রী দাস জয়ী

24 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী প্রকাশ দাস জয়ী

25 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পলাশ দাস জয়ী

11:49 March 02

পশ্চিম মেদিনীপুরের 7টি পৌরসভা ফলাফল

ঘাটাল পৌরসভা- 17টি আসন

তৃণমূল কংগ্রেস- 17

বিজেপি- 0

কংগ্রেস- 0

বামফ্রন্ট- 0

নির্দল- 0

চন্দ্রকোনা পৌরসভা- 12টি আসন

তৃণমূল কংগ্রেস- 12

বিজেপি- 0

কংগ্রেস- 0

বামফ্রন্ট- 0

নির্দল- 0

খড়ার পৌরসভা- 10টি আসন়

তৃণমূল কংগ্রেস- 8

বিজেপি- 2

কংগ্রেস- 0

বামফ্রন্ট- 0

নির্দল- 0

ক্ষীরপাই পৌরসভা- 10টি আসন

তৃণমূল কংগ্রেস- 9

বিজেপি- 0

কংগ্রেস- 0

বামফ্রন্ট- 0

নির্দল- 1

রামজীবনপুর পৌরসভা- 11টি আসন

তৃণমূল কংগ্রেস- 11

বিজেপি- 0

কংগ্রেস- 0

বামফ্রন্ট- 0

নির্দল- 0

মেদিনীপুর পৌরসভা- 25টি আসন

তৃণমূল কংগ্রেস- 20

বিজেপি- 0

কংগ্রেস- 1

বামফ্রন্ট- 3

নির্দল- 1

খড়্গপুর পৌরসভা- 35টি আসন

তৃণমূল কংগ্রেস- 20

বিজেপি- 6

কংগ্রেস- 6

বামফ্রন্ট- 2

নির্দল- 1

11:38 March 02

এখনও পর্যন্ত জয়ী-

তৃণমূল কংগ্রেস- 447

বিজেপি- 23

সিপিআইএম- 13

সিপিআই- 1

কংগ্রেস- 10

নির্দল- 47

11:21 March 02

বীরভূম জেলা

বোলপুর পৌরসভার 22 টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল

সিউড়ি পৌরসভার 21 টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল

দুবরাজপুর পৌরসভার 16 টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল

সাঁইথিয়া পৌরসভার 16 টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল

রামপুরহাট পৌরসভার 18 টি ওয়ার্ডের মধ্যে 17 টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, 1টি ওয়ার্ডে জয়ী সিপিআইএম।

11:21 March 02

  • বর্ধমান ও কালনা পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে ৷

11:20 March 02

  • খড়গপুরে তৃণমূলের দখলে 20টি ওয়ার্ড ৷ কংগ্রেস 6টি ওয়ার্ডে জয়ী ৷ বিজেপি 6টি-তে, বামেরা পেয়েছে দুটি ওয়ার্ড, নির্দলদের দখলে 1টি ওয়ার্ড ৷

11:20 March 02

  • ধুলিয়ান পৌরসভা তৃণমূলের দখলে ৷ তৃণমূল- 11টি, কংগ্রেস- 7টি, সিপিআই- 1টি ও নির্দল- 2টি ওয়ার্ডে জয়ী ।

11:20 March 02

  • কাঁথির 13 নম্বর ওয়ার্ডে জয়ী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি ৷

11:19 March 02

  • অনুব্রত মণ্ডলের গড়ে 5টি পৌরসভাতেই ঘাস ফুলের জয়জয়কার । বোলপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, দুবরাজপুর পৌরসভায় জয়ী তৃণমূল ।

11:07 March 02

পুরুলিয়া পৌরসভা নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস ৷ মোট 23টি ওয়ার্ড ৷

1 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

2 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি

3 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

4 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

5 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

6 নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল

7 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

8 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

9 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

10 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

11 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

12 নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল

13 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি

14 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি

15 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস

16 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

17 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

18 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

19 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

20 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

21 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

22 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

23 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

(তৃণমূল- 17, বিজেপি- 3, কংগ্রেস- 1, নির্দল- 2)

11:07 March 02

  • জিয়াগপঞ্জ আজিমগঞ্জ পৌরসভা তৃণমূলের দখলে । 15টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, 2টি ওয়ার্ডে জয়ী নির্দল ৷

10:54 March 02

দার্জিলিং পৌরসভার ভোটের ফলাফল

হামরো পার্টি- 18টি ওয়ার্ডে জয়ী

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা- 9টি ওয়ার্ডে জয়ী

গোর্খা জনমুক্তি মোর্চা- 3টি ওয়ার্ডে জয়ী

তৃণমূল কংগ্রেস- 2টি ওয়ার্ডে জয়ী

1 - বিজিপিএম - দোর্জে ডুকপা

2 - হামরো পার্টি - দীপেন ঠাকুরি

3 - বিজিপিএম - পেমা ছোদেন

4 - হামরো পার্টি - গণেশ প্রধান

5 - তৃণমূল কংগ্রেস - সঞ্জয় গুরুং

6 - হামরো পার্টি - অরুনা রাই

7 - হামরো পার্টি - বিষ্ণু মাল্লা

8 - হামরো পার্টি - দর্জি শেরপা

9 - হামরো পার্টি - সুজাতা শঙ্কর

10 - হামরো পার্টি - সুধা রাই

11 - হামরো পার্টি - সন্ধ্যা থাপা বরেইলি

12 - হামরো পার্টি - সুষমা তামাং

13 - হামরো পার্টি - শরন কুমার ছেত্রী

14 - হামরো পার্টি - মণি লামা তামাং

15 - হামরো পার্টি - দেবীকা ইয়লমো

16 - হামরো পার্টি - পেমিলা দোর্জে ভুটিয়া

17 - বিজিপিএম - নিতেশ গুরুং

18 - তৃণমূল কংগ্রেস - গণেশ সার্কি

19 - হামরো পার্টি - সিতম লামা

20 - হামরো পার্টি - নিতা তামাং

21 - বিজিপিএম - রত্না লামা

22 - মোর্চা - জ্ঞ্যানে সিং

23 - বিজিপিএম - প্রতিভা রাই

24 - বিজিপিএম - অমর লামা

25 - হামরো পার্টি - ইয়াংজি শেরপা

26 - বিজিপিএম - মুকুন্দরাজ বরেইলি

27 - মোর্চা - প্রবীন কালিকোটে

28 - মোর্চা - কল্পনা তামাং

29 - মোর্চা - মনোজ থাপা

30 - হামরো পার্টি - প্রিয়া দিক্ষিত

31- হামরো পার্টি - রিতেশ পোর্টেল

32 - বিজিপিএম - বিজয় গজমের

10:54 March 02

  • উলুবেড়িয়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী অঞ্জনা অধিকারী ।

10:54 March 02

  • মহেশতলা পৌরসভার 35 টি ওয়ার্ডে 34 টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দখলে নিয়েছে । 8 নম্বর ওয়ার্ডের টি কংগ্রেসের প্রার্থী জয় লাভ করেছে ।

10:53 March 02

  • সংখ্যাতত্ত্বের হিসাবে 20 ওয়ার্ডের পুরাতন মালদা পৌরসভা তৃণমূলের দখলে ।

10:43 March 02

  • মুর্শিদাবাদের বেলডাঙায় ত্রিশঙ্কু পৌরবোর্ড ৷ তৃণমূল 7, বিজেপি 3 ও নির্দল 4টিতে জয়ী ৷

10:42 March 02

গুসকরা পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে ৷ মোট ওয়ার্ড 16টি

1 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী চুমকি মন্ডল 656 ভোটে জয়ী

2 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বাবুলাল হেমরম 1011 ভোটে জয়ী

3 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী শিপ্রা চৌধুরী 911 ভোটে জয়ী

4 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী যমুনা শিকারী 1626 ভোটে জয়ী

5 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী টিপু মালিক 1088 ভোটে জয়ী

6 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অমিতাভ মজুমদার 575 ভোটে জয়ী

7 নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুব্রত শ্যাম 784 ভোটে জয়ী

8 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুন্দর গোপাল মাজি 1249 ভোটে জয়ী

9 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেলী বেগম 1055 ভোটে জয়ী

10 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী কুশল মুখোপাধ্যায় 1106 ভোটে জয়ী

11 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী পাপিয়া মাঝি 707 ভোটে জয়ী

12 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী সুমন্ত ঘোষ 2017 ভোটে জয়ী

13 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী রেখা দলুই 738 ভোটে জয়ী

14 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী সাধনা কোনার 938 ভোটে জয়ী

15 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী মাধব সাহা 905 ভোটে জয়ী

16 নং ওয়ার্ডে তৃণমূল প্রাথী চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় 1165 ভোটে জয়ী

10:41 March 02

  • 239টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ বিজেপির দখলে 12টি, 27টি ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী, সিপিএম জয়ী 8টি ওয়ার্ডে ৷ কংগ্রেস জিতেছে 4টি ওয়ার্ডে ৷

10:16 March 02

এগরা পৌরসভায় তৃণমূলের প্রত্যাবর্তন

মোট ওয়ার্ড 14 ৷ তৃণমূল- 7, বিজেপি- 5, কংগ্রেস- 1, নির্দল- 1

1 নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের শেখ সুরজ আলি

2 নং ওয়ার্ডে জয়ী বিজেপির প্রতিমা মান্না

3 নং ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী রামচন্দ্র পণ্ডা

4 নং ওয়ার্ডে জয়ী বিজেপির দেবব্রত করণ

5 নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের সোমা চক্রবর্তী

6 নং ওয়ার্ডে জয়ী কংগ্রেসের নির্মল শীট

7 নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের অশোক মাইতি

8 নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের দেবদুর্লব মাইতি

9 নং ওয়ার্ডে জয়ী বিজেপির পিঙ্কি সাঁতরা

10 নং ওয়ার্ডে জয়ী বিজেপির মমতা ত্রিপাঠী

11 নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের স্বপন নায়েক

12 নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের জয়ন্ত সাউ

13 নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের খুকুমণি বিশাই

14 নং ওয়ার্ডে জয়ী বিজেপির অম্বিকেশ দাস

10:15 March 02

ইংরেজবাজার পৌরসভা :

4 নম্বর ওয়ার্ডে 520 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী অশোক সাহা

5 নম্বর ওয়ার্ডে 671 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুমিতা বন্দ্যোপাধ্যায়

6 নম্বর ওয়ার্ডে 1155 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শিপ্রা রায়

10 নম্বর ওয়ার্ডে 1433 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী

13 নম্বর ওয়ার্ডে 2216 ভোটে জয়ী বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি

10:15 March 02

  • শৈলশহর দার্জিলিং পৌরসভা দখল করল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ৷

10:14 March 02

  • কাঁচরাপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে জয়ী মুকুল পুত্র শুভ্রাংশু রায় ।

10:14 March 02

  • ডায়মন্ড হারবার পৌরসভা বিরোধীশূন্য করে নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস ৷ 16টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল কংগ্রেস ৷

10:14 March 02

বারাসত পৌরসভার ফলাফল-

মোট আসন- 35

বামফ্রন্ট- 3টি আসন (12, 27, 31 নম্বর ওয়ার্ড)

তৃণমূল কংগ্রেস- 30টি আসন

নির্দল- 2টি আসন (18 ও 28 নম্বর ওয়ার্ড)

10:08 March 02

  • কোচবিহার পৌরসভা দখল তৃণমূল কংগ্রেসের । 15টি ওয়ার্ডে তৃণমূল, 2টি ওয়ার্ডে বাম ও 3টি ওয়ার্ডে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছে ।

10:08 March 02

  • জলপাইগুড়ি পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে ৷ আসন সংখ্যা 25 ৷ ঘোষিত আসন 11 ৷ সবকটিতেই জয়ী তৃণমূল ।

10:01 March 02

পুরাতন মালদা পৌরসভার ফলাফল-

1 নম্বর ওয়ার্ডে 30 ভোটে জয়ী নির্দল প্রার্থী তপন চক্রবর্তী

2 নম্বর ওয়ার্ডে 325 ভোটে জয়ী বিজেপি প্রার্থী বাসন্তী রায়

3 নম্বর ওয়ার্ডে 178 ভোটে জয়ী বিজেপি প্রার্থী স্বপ্না হালদার

4 নম্বর ওয়ার্ডে 338 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী নির্মল অধিকারী

5 নম্বর ওয়ার্ডে 689 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বশিষ্ঠ ত্রিবেদী

6 নম্বর ওয়ার্ডে 1866 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী জান্নাতুন নেশা

7 নম্বর ওয়ার্ডে 728 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিংহ বর্মা

8 নম্বর ওয়ার্ডে 1422 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শ্যাম মণ্ডল

9 নম্বর ওয়ার্ডে 1915 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কার্তিক ঘোষ

10 নম্বর ওয়ার্ডে 7 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী ফারহিন নেহার

10:01 March 02

  • কান্দি পৌরসভা তৃণমূলের দখলে ।

09:59 March 02

মেমারি পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে ৷ মোট ওয়ার্ড 16টি

1 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস পাঁজা জয়ী

2 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ ইউসুফ জয়ী

3 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনসুরা বেগম জয়ী

4 নং ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী মিঠু সরকার জয়ী

5 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণপদ বিশ্বাস জয়ী

6 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চিরঞ্জীব ঘোষ জয়ী

7 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রত্না দাস জয়ী

8 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোনালি বাগ জয়ী

9 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি ব্যানার্জি জয়ী

10 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্রিয় সামন্ত জয়ী

11 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিলকিস শেখ জয়ী

12 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন বিষয়ী জয়ী

13 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ্মা ক্ষেত্রপাল জয়ী

14 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রনজিত বাগ জয়ী

15 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাশ্মীরা বেগম জয়ী

16 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল মুর্মু জয়ী

09:58 March 02

বনগাঁ পৌরসভার 22 টি ওয়ার্ডের প্রথম রাউন্ডের ফলাফল

তৃণমূল কংগ্রেস - 1, 2, 3, 4, 5, 6, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 19, 20, 21, 22 নম্বর ওয়ার্ডে এগিয়ে ।

কংগ্রেস- 17 নম্বর ওয়ার্ডে এগিয়ে ।

বিজেপি- 7, 8 নম্বর ওয়ার্ডে এগিয়ে ।

নির্দল 18 নম্বর ওয়ার্ডে এগিয়ে ।

09:51 March 02

  • দক্ষিণ 24 পরগনার জয়নগর পৌরসভার দখল নিল তৃণমূল ৷ 14টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে 12টি ওয়ার্ড ৷ 1টিতে জয়ী কংগ্রেস, একটি ওয়ার্ডে জয়ী এসইউসিআই ৷

09:47 March 02

পুরুলিয়ার ঝালদা পৌরসভার মোট ওয়ার্ড 12

1 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস

2 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস

3 নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল

4 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস

5 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

6 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

7 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

8 নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল

9 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস

10 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

11 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

12 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস

(তৃণমূল- 5, কংগ্রেস- 5, নির্দল- 2, বিজেপি- 0)

09:47 March 02

  • নদিয়ার হরিণঘাটা পৌরসভার 1 নং ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের সৌমিক পাল ৷ 3 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের পিঙ্কি রায় হালদার ৷ 6 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের আজিজুল হক ৷ 8 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের সঞ্জীব রাম, 10 নং ওয়ার্ডে তৃণমূল জয়ী দেবাশিস বসু, 13 নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের সুনিতা ভৌমিক সর্দার ৷ 16 নম্বর ওয়ার্ডে তৃণমূলের জয়ী ঝিমলি চক্রবর্তী ৷

09:36 March 02

  • কাঁথি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অরূপ দাস জয়ী । তিনি দক্ষিণ কাঁথির বিজেপির বিধায়ক ।

09:33 March 02

গুসকরা পৌরসভা

1 নম্বর ওয়ার্ডে চুমকি মণ্ডল তৃণমূল প্রাথী 965 ভোটে জয়ী

2 নং ওয়ার্ডে বাবুলাল হেমব্রম 1325 ভোটে জয়ী তৃণমূল

3 নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রাথী শিপ্রা চৌধুরী 1058 ভোটে জয়ী

4 নং ওয়ার্ডে যমুনা শিকারী তৃণমূল 1701 ভোটে জয়ী

5 নং ওয়ার্ডে টিপু মালিক 1297 ভোটে জয়ী

6 নং ওয়ার্ডে অমিতাভ মজুমদার তৃণমূল 763 ভোটে জয়ী

7 নং ওয়ার্ডে সুব্রত শ্যাম তৃণমূল প্রাথী 935 ভোটে জয়ী

8 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুন্দর গোপাল মাজি 1492 ভোটে জয়ী

9 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেলী বেগম 1579 ভোটে জয়ী

09:31 March 02

কাটোয়া পৌরসভা

17 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী 1844 ভোটে জয়ী

1 নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী 889 ভোটে জয়ী

13 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী 1236 ভোটে জয়ী

5 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী 1411 ভোটে জয়ী

14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী 2718 ভোটে জয়ী

12 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী 1945 ভোটে জয়ী

15 নম্বর ওয়ার্ডে 1920 ভোটে তৃণমূল প্রার্থী জয়ী

09:31 March 02

কান্দি পৌরসভার জয়ী প্রার্থী

ওয়ার্ড- 1 দেবাশিস চট্টেপাধ্যায় (1588) জয়ী তৃণমূল

ওয়ার্ড- 2 জয়দেব ঘটক (941) জয়ী তৃণমূল

ওয়ার্ড- 3 আনন্দ বারিক (1099) জয়ী তৃণমূল

ওয়ার্ড- 4 সুপর্ণা দত্ত (1142) জয়ী তৃণমূল

ওয়ার্ড- 5 দীপঙ্কর মজুমদার (162) জয়ী তৃণমূল

ওয়ার্ড- 6 তপন ঘোষ (166) জয়ী তৃণমূল

ওয়ার্ড- 7 কুমকুম চক্রবর্তী (739) জয়ী তৃণমূল

ওয়ার্ড- 8 গৌরী সিনহা বিশ্বাস (1146) জয়ী তৃণমূল

ওয়ার্ড- 9 গুরুপ্রসাদ মুখোপাধ্যায় (66) জয়ী নির্দল প্রার্থী ।

09:18 March 02

  • দার্জিলিং পৌরসভায় এগিয়ে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ৷ 1 ও 3 নম্বর ওয়ার্ডে জয়ী অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ তৃণমূলের দখলে 5 নম্বর ওয়ার্ড ৷ 4, 6, 7, 9, 10 নম্বর ওয়ার্ডে জয়ী হামরো পার্টি ৷

09:18 March 02

  • রঘুনাথপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে ৷ মোট 13টি ওয়ার্ডের মধ্যে 8টি ওয়ার্ডে জয়ী তৃণমূল ৷ 11 নম্বর ওয়ার্ডে জয় পেয়েছে কংগ্রেস ৷

09:18 March 02

  • পুরাতন মালদা পৌরসভার 3 নম্বর ওয়ার্ড বিজেপির দখলে ৷ 4 ও 5 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল ৷

09:18 March 02

কোচবিহার পৌরসভা

1 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী চন্দন মোহন্ত জয়ী

2 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী উজ্জ্বল তর জয়ী

3 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মায়া জয়ী

4 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী ভূষণ সিং জয়ী

5 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দিলীপ সাহা জয়ী

7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী পম্পা ভট্টাচার্য জয়ী

8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ জয়ী

9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিনা আহমেদ জয়ী

10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রেবা কুন্ডু জয়ী

09:17 March 02

  • খড়গপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি ৷ 1, 3, 6, 7, 8, 9, 17, 19, 20 21 ও 23 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ৷

09:02 March 02

  • চন্দ্রকোনা পৌরসভা তৃণমূলের দখলে ৷ 12টি সিটেই জয়ী ঘাসফুল শিবির ৷

09:02 March 02

  • জলপাইগুড়ি পৌরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল ৷ ময়নাগুড়ি পৌরসভার দুটি ওয়ার্ড তাদেই দখলে ৷

09:01 March 02

  • বেলডাঙা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে নির্দল, ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল জয়ী ৷ কান্দি পৌরসভায় ১, ২, ৩, ৪, ৫ নম্বর ওয়ার্ডে জয়ী ঘাসফুল ৷

09:01 March 02

  • দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার 1, 2, 3, 4 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ৷

08:54 March 02

  • হুগলির কোন্নগর পৌরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস । বৈদ্যবাটি পৌরসভার দুটি ও ডানকুনি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড দখল করেছে তৃণমূল ।

08:54 March 02

  • পূর্ব বর্ধমান জেলার কালনার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল চৌধুরী জয়ী 417 ভোটে ৷

08:53 March 02

  • জলপাইগুড়ি পৌরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ৷

08:53 March 02

  • চন্দ্রকোনা পৌরসভার 2 ও 4 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল ৷ রামজীবনপুরে 1, 2, 3, 4 ও 5 নম্বর ওয়ার্ড তৃণমূলের দখলে ৷

08:53 March 02

  • প্রথম রাউন্ডের গণনা শেষে কোচবিহারের হলদিবাড়ি পৌরসভায় 5টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ৷

08:53 March 02

  • উত্তর দিনাজপুরের ডালখোলা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ।

08:46 March 02

  • পুরুলিয়ার ঝালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী বিজয় কান্দু ৷ রঘুনাথপুর পৌরসভার ৩, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ৷

08:46 March 02

  • পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌরসভার 2 ও 3 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল ৷ খারারে 4 নম্বর ওয়ার্ড দখল করেছে বিজেপি ৷ 1 ও 2 নম্বর ওয়ার্ড তৃণমূলের দখলে ৷

08:31 March 02

  • কোচবিহারের মাথাভাঙা পৌরসভার 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ তুফানগঞ্জ পৌরসভার 1, 2 ও 3 নম্বর ওয়ার্ড তৃণমূলের দখলে ৷ মেখলিগঞ্জ পৌরসভার প্রথম রাউন্ডের গণনা শেষ ৷ 9টি ওয়ার্ড বিশিষ্ট এই পৌরসভার 5 টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল ৷ কোচবিহার পৌরসভার 2 নং ওয়ার্ডে মা ( তৃণমূল) ও ছেলের ( নির্দল) লড়াইয়ে ছেলে জয়ী ।

08:12 March 02

  • বাঁকুড়া জেলার তিনটি পৌরসভার ভোট গণনা চলছে ৷ সোনামুখী পৌরসভার 5টি ওয়ার্ড, বিষ্ণুপুর পৌরসভায় 19টি ওয়ার্ড এবং বাঁকুড়া পৌরসভার 24টি ওয়ার্ডের ফল ঘোষণা হবে ৷ বাঁকুড়া পৌরসভার ভোট গণনা চলছে খ্রিস্টান কলেজে ৷ আঁটোসাটো নিপারত্তা এবং পুলিশি তৎপরতা চোখে পড়ছে ।

08:01 March 02

  • 2,171টি ওয়ার্ডে 8,120 জন প্রার্থীর ভাগ্যা নির্ধারণ হবে আজ ৷

07:52 March 02

  • ভোটাভুটির আগেই দিনহাটা পৌরসভা চলে গিয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে ৷ পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 13টিতে জয়ী তৃণমূল ৷ দিনহাটা ছাড়াও সিউড়ি, সাঁইথিয়া, বজবজ পৌরসভাও তৃণমূলের দখলে ৷ ফলে বাকি 104টি পৌরসভার ফলাফলের দিকে তাকিয়ে রাজ্যবাসী ৷

07:49 March 02

  • রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, জয়ী রাজনৈতিক দল বিজয় মিছিল করতে পারবে ৷ তবে কোনও অশান্তি, হিংসাত্মক ঘটনা যেন না হয়, সেদিকে নজর রাখতে হবে ।

07:49 March 02

  • গণনা শুরু হবে সকাল 8 টায় । প্রথমে ইলেকশন ডিউটি ভোট গণনা করা হবে। তারপর ইভিএম গণনা শুরু হবে । সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 18 রাউন্ড গণনা হবে ৷

07:45 March 02

  • প্রতিটি গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে । থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা । গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তায় রয়েছে পুলিশ ও কমব্যাট ফোর্স । শুধুমাত্র পেন ও সাদা কাগজ নিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করা যাবে । রিটার্নিং অফিসার ছাড়া আর কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না । প্রার্থী ও তাঁর পোলিং এজেন্ট ছাড়া প্রার্থীর সঙ্গে আর কেউ প্রবেশ করতে পারবেন না । স্ট্রং রুমের বাইরে ও মূল গণনা কক্ষের বাইরে থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী ।

07:42 March 02

live

  • ব্যাপক অশান্তির আবহে রবিবার 108টি পৌরসভায় নির্বাচন হয়েছে ৷ আজ তার ফল ঘোষণা । মোট 107টি পৌরসভায় প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ ৷ ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পৌরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস ৷ রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, 107টি পৌরসভার জন্য গণনাকেন্দ্রের সংখ্যা 107 ৷
Last Updated : Mar 2, 2022, 8:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.