কলকাতা, 2 মে: ব্রিটিশদের থেকেও বড় অত্যাচারী রাজ্যের বর্তমান শাসক দল ৷ শহিদ মিনারে শহিদ স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মূলত, রাজ্যে 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে প্রায় 100 জন বিজেপি কর্মী সমর্থকদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ বিজেপির। সেইসব কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শহিদ দিবসের দু'বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার ধর্মতলায় শহিদ তর্পণ উদযাপন বঙ্গ বিজেপির। বাবুঘাটে গিয়ে তর্পণ এবং পুজো করেন বিজেপি নেতারা।
অনুষ্ঠান মঞ্চে শুভেন্দু অধিকারী বলেন, "আমরা এখানে যখন শহিদ দিবস পালন করছি তখন মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতে চুরির লাইসেন্স রিনুয়াল করবেন বলে আবার খুনের রাজনীতি শুরু করেছেন। গত 10 দিনে এই বাংলায় 3 জন বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন। কালিয়াগঞ্জ থেকে আসানসোল সব জায়গায় সন্ত্রাস চলছে। 2 মে থেকে খেলা হবে স্লোগান দিয়ে যে অত্যাচার বাংলায় করেছে, সেই অত্যাচার ব্রিটিশরা করেনি বলে আমি দাবি করতে পারি ৷ এই অত্যাচার অক্ষয়, অমর হয়ে লেখা থাকবে ৷ যদি মনে করে থাকেন চারটে প্রজন্ম-পাঁচটা প্রজন্ম আপনারা শাসন করবেন, তাহলে আপনাদের ভাবনাটা ভুল ৷ অত্যাচারীরা চিরদিন স্থায়ী হয় না ৷ আইনের মধ্যে, সংসদীয় ব্যবস্থাপনায় যদি আমরা সাজা দিতে না পারি, তাহলে আমাদের আন্দোলন বৃথা প্রমাণ হয়ে যাবে ৷"
2021 বিধানসভা ভোটের আগে ও পরে হিংসার ছবি দেখেছে রাজ্য ৷ শাসক-বিরোধী অশান্তিতে প্রাণ গিয়েছে অনেকের ৷ বঙ্গ বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ তোলা হয়েছে, শাসক দলের একের পর হিংসার শিকার হয়েছে তাঁদের কর্মী-সমর্থকরা ৷ ঘরছাড়াও হয়েছেন অনেকে ৷ ভোটপরবর্তী সন্ত্রাসের জেরে প্রায় 100 জন শহিদ বিজেপি কর্মী সমর্থকদের স্মরণ করল রাজ্য বিজেপি ৷ শহীদ দিবসের দু'বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার ধর্মতলায় শহীদ তর্পণ উদযাপন বিজেপি আধিকারিকদের ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়-সহ আরও অনেকেই ।
আরও পড়ুন: আগে মানুষের পাশে থাকুন, পরে ভাষণ দেবেন ; সুকান্তর সমালোচনায় সরব অভিষেক