কলকাতা, 2 জানুয়ারি: আজ থেকে শুরু হল রাম মন্দিরের 'অক্ষত' এবং আমন্ত্রণ পত্র সরবরাহ । হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে অযোধ্যার রাম মন্দির থেকে আসা প্রসাদী চাল অক্ষত ও মন্দির দর্শনের আমন্ত্রণ পত্র তুলে দিলেন বঙ্গ বিজেপির কর্মী-সমর্থকরা ।
আগামী বছরের 22 জানুয়ারি অযোধ্যার রামলালা মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগে ইতিমধ্যেই বঙ্গ বিজেপি নেমে পড়েছে তার প্রচারে । বঙ্গ বিজেপির পক্ষ থেকে রাজ্যে শুরু হয়েছে 'ঘর ঘর যাত্রা' প্রচার । তা চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত । বিজেপির কর্মী-সমর্থকরা হিন্দু বাড়ি বাড়ি গিয়ে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দির দর্শন করতে যাওয়ার আমন্ত্রণ পত্র দেওয়া শুরু করেছেন এবং বাড়ির লোকেদের হাতে তুলে দেওয়া হচ্ছে অযোধ্যা থেকে আসা হলুদ ও ঘি মাখানো 'অক্ষত' প্রসাদী চাল ।
আজ বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার উদ্যোগে তারা সুন্দরী পার্কের সামনে বাড়ি বাড়ি গিয়ে শ্রীরাম মন্দিরের প্রসাদী চাল বা অক্ষত এবং আমন্ত্রণ পত্র দিয়ে আসা হয়েছে ৷ আগামী 22 জানুয়ারি রাম জ্যোতি জ্বালানোর জন্য জনসাধারণকে আহ্বান জানান কাউন্সিলর বিজয় ওঝা । তাঁর সঙ্গে ছিলেন বিজেপির সাংগঠনিক সভাপতি অমিতাভ চক্রবর্তী, উত্তর কলকাতা সাংগঠনিক জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ-সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ।
এ দিন তমোঘ্ন ঘোষ জানান যে, হলুদ চালের সঙ্গে নবনির্মিত রাম মন্দির নিয়ে বাংলায় লেখা লিফলেট বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে । সবাই যেহেতু উদ্বোধনের দিন ওখানে পৌঁছতে পারবেন না, তাই সবাই যাতে নিজেদের বাড়িতে থেকেই উদ্বোধন উৎসব উদযাপন করেন, সেই আবেদন জানানো হচ্ছে ।
এছাড়াও রাজ্যের প্রতিটি মণ্ডলে অবস্থিত বাড়িগুলিতে প্রসাদী চাল ও রাম মন্দিরের ছবি দিয়ে নিমন্ত্রণ পত্র দেওয়া হবে । শহর থেকে জেলা - সর্বত্রই চলবে এই কর্মসূচি । জেলাগুলিতেও কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি যাবে স্থানীয় বিজেপি নেতৃত্ব । সবক'টি জেলায় সভা করার পরিকল্পনাও করা হয়েছে ৷ রাজ্যবাসীকেও অযোধ্যায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে ।
আরও পড়ুন: