কলকাতা, 27 অগস্ট : ঘুরিয়ে গরুর দুধে সোনা তত্ত্বের হয়ে ফের সওয়াল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ বিজেপির কিষাণ মোর্চার বৈঠকে দিলীপ ঘোষ বলেন, ‘‘মানুষ তো আসল গরুর দুধই খান না ৷ যেটা খাচ্ছেন তা প্যাকেট দুধ ৷ তাহলে সোনা পাবেন কিভাবে ?’’
2019 সালে প্রথমবার এই চমকে দেওয়ার মতো মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তিনি বলেছিলেন, "বিদেশি গরুর পিঠে কুঁজ থাকে না ৷ কিন্তু দেশি গরুর পিঠে কুঁজ থাকে । আর ওই কুঁজেই থাকে স্বর্ণনালি । রোদ পড়লে ওখানে সোনা তৈরি হয় । তাই তো দেশি গরুর দুধ খানিকটা হলদেটে হয় ।" এমন অবৈজ্ঞানিক মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি ৷ তাঁর ওই মন্তব্য ঘিরে হাসির রোল পড়ে যায় ৷
তবে যতই বিতর্ক হোক, যতই হাসির পাত্র হন, গরু-র দুধে সোনা প্রসঙ্গে নিজের বক্তব্যে যে তিনি অনড়, তা ফের একবার বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ ৷ আজ বিজেপির কিষাণ মোর্চার বৈঠকে তিনি বলেন, "কলকাতা বা তার আশপাশের জেলাগুলিতে গো-পালন প্রায় হয়ই না । আমরা প্যাকেট দুধ খাচ্ছি । আমি বলেছিলাম, দুধে সোনা পাওয়া যায় । অনেকে তার বিরোধিতা করেছেন ৷ কিন্তু যাঁরা আসল দুধই খাননি, তাঁরা সোনা পাবেন কিভাবে ?"
আরও পড়ুন : Tripura : টিএমসিপির সভানেত্রী আক্রান্ত ত্রিপুরায়, তড়িঘড়ি আগরতলা গেলেন কুণাল-শান্তনু
ঘুরপথে গরুর দুধে সোনা তত্ত্বের পক্ষে সওয়াল করে তিনি বলেন, "বাংলায় তো এখন আর গরু পালন হয় না । আসলে মানুষ এসবের গুরুত্ব বোঝে না তাই এই পরিস্থিতি । যেটা আসলে দুধই নয় সেই প্যাকেটের দুধ কিনে সবাই খাচ্ছেন । আর আসল গরুর দুধ কেউ খাচ্ছেন না ।"