ETV Bharat / state

PAC Case: মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান সংক্রান্ত মামলায় হাইকোর্টে হলফনামা স্পিকারের - কলকাতা হাইকোর্ট

মুকুল রায়ের (Mukul Roy) পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান (PAC Chairman) হওয়া নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) যে মামলা করা হয়েছিল, সেই নিয়ে আজ হলফনামা (Affidavit) পেশ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

bengal assembly speaker biman banerjee submits affidavit on Mukul Roy PAC chairman case
মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান সংক্রান্ত মামলায় হাইকোর্টে হলফনামা স্পিকারের
author img

By

Published : Aug 12, 2021, 5:55 PM IST

কলকাতা, 12 অগস্ট: মুকুল রায়ের (Mukul Roy) পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান (PAC Chairman) হওয়া সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা (Affidavit) জমা দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) । মামলাকারীকে আগামী 24 অগস্টের মধ্যে স্পিকারের বক্তব্যের পাল্টা হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি । পাশাপাশি মুকুল রায় এখনও এই মামলার হার্ড কপি হাতে পাননি বলে আজ আদালতে জানান তাঁর আইনজীবী । মামলাকারী অম্বিকা রায়কে নির্দেশ দেওয়া হয়েছে মুকুল রায়কে যেন এই মামলার হার্ডকপি অবিলম্বে দিয়ে দেওয়া হয় ।

এর আগে মামলার শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছিলেন, বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একমাত্র বিধানসভার স্পিকারের । চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে তিনি চূড়ান্ত ক্ষমতা ভোগ করেন ৷ এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয় । এই ধরনের জনস্বার্থ মামলা আদালত যেন গ্রহণ না করে । তিনি উল্লেখ করেছিলেন, সংবিধানের 212 নম্বর ধারা অনুযায়ী বিধানসভায় চূড়ান্ত ক্ষমতার অধিকারী স্পিকার । আদালত স্পিকারের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না ।

আরও পড়ুন: PAC : পিএসির চেয়ারম্যান মুকুল রায়, প্রতিবাদে ওয়াকআউট বিজেপির

অন্যদিকে মামলাকারী অম্বিকা রায়ের বক্তব্য ছিল, মুকুল রায় বিজেপির টিকিটে বিধায়ক হয়েছেন । কিন্তু বিধায়ক হওয়ার কিছুদিন পরেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সবসময় বিরোধী দল থেকেই মনোনীত হন ৷ কিন্তু মুকুল রায় এখন আর বিজেপির সদস্য নন । সেই কারণেই চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগ বাতিল করা উচিত ।

bengal assembly speaker biman banerjee submits affidavit on Mukul Roy PAC chairman case
মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান সংক্রান্ত মামলায় হাইকোর্টে হলফনামা স্পিকারের

আরও পড়ুন : Suvendu Adhikari : শুভেন্দুর দেহরক্ষীর মৃত্য়ুতে এফআইআর, প্রতিহিংসার রাজনীতি দেখছে বিজেপি

উল্লেখ্য, বিধানসভার প্রথা অনুযায়ী পিএসির চেয়ারম্যান করা হয় বিরোধীদলের কোনও বিধায়ককে । কিন্তু সেই রীতি ভেঙে মুকুল রায়কে পিএসি-র চেয়ারম্যান করা হয়েছে বলে বিজেপি বিধানসভার ভেতরে বাইরে বিক্ষোভ দেখিয়েছিল । কুড়ি সদস্যের পিএসি কমিটিতে 6 জনের নাম দিয়েছিল বিজেপি । কিন্তু তাঁদের কমিটির সদস্য হিসেবে মনোনীত করলেও চেয়ারম্যান করা হয় মুকুল রায়কে । মুকুল রায় দলবদল করায় বিজেপির তরফে মুকুল রায়ের নাম প্রস্তাব করা হয়নি । স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন অম্বিকা রায় ।

কলকাতা, 12 অগস্ট: মুকুল রায়ের (Mukul Roy) পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান (PAC Chairman) হওয়া সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা (Affidavit) জমা দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) । মামলাকারীকে আগামী 24 অগস্টের মধ্যে স্পিকারের বক্তব্যের পাল্টা হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি । পাশাপাশি মুকুল রায় এখনও এই মামলার হার্ড কপি হাতে পাননি বলে আজ আদালতে জানান তাঁর আইনজীবী । মামলাকারী অম্বিকা রায়কে নির্দেশ দেওয়া হয়েছে মুকুল রায়কে যেন এই মামলার হার্ডকপি অবিলম্বে দিয়ে দেওয়া হয় ।

এর আগে মামলার শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছিলেন, বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একমাত্র বিধানসভার স্পিকারের । চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে তিনি চূড়ান্ত ক্ষমতা ভোগ করেন ৷ এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয় । এই ধরনের জনস্বার্থ মামলা আদালত যেন গ্রহণ না করে । তিনি উল্লেখ করেছিলেন, সংবিধানের 212 নম্বর ধারা অনুযায়ী বিধানসভায় চূড়ান্ত ক্ষমতার অধিকারী স্পিকার । আদালত স্পিকারের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না ।

আরও পড়ুন: PAC : পিএসির চেয়ারম্যান মুকুল রায়, প্রতিবাদে ওয়াকআউট বিজেপির

অন্যদিকে মামলাকারী অম্বিকা রায়ের বক্তব্য ছিল, মুকুল রায় বিজেপির টিকিটে বিধায়ক হয়েছেন । কিন্তু বিধায়ক হওয়ার কিছুদিন পরেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সবসময় বিরোধী দল থেকেই মনোনীত হন ৷ কিন্তু মুকুল রায় এখন আর বিজেপির সদস্য নন । সেই কারণেই চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগ বাতিল করা উচিত ।

bengal assembly speaker biman banerjee submits affidavit on Mukul Roy PAC chairman case
মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান সংক্রান্ত মামলায় হাইকোর্টে হলফনামা স্পিকারের

আরও পড়ুন : Suvendu Adhikari : শুভেন্দুর দেহরক্ষীর মৃত্য়ুতে এফআইআর, প্রতিহিংসার রাজনীতি দেখছে বিজেপি

উল্লেখ্য, বিধানসভার প্রথা অনুযায়ী পিএসির চেয়ারম্যান করা হয় বিরোধীদলের কোনও বিধায়ককে । কিন্তু সেই রীতি ভেঙে মুকুল রায়কে পিএসি-র চেয়ারম্যান করা হয়েছে বলে বিজেপি বিধানসভার ভেতরে বাইরে বিক্ষোভ দেখিয়েছিল । কুড়ি সদস্যের পিএসি কমিটিতে 6 জনের নাম দিয়েছিল বিজেপি । কিন্তু তাঁদের কমিটির সদস্য হিসেবে মনোনীত করলেও চেয়ারম্যান করা হয় মুকুল রায়কে । মুকুল রায় দলবদল করায় বিজেপির তরফে মুকুল রায়ের নাম প্রস্তাব করা হয়নি । স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন অম্বিকা রায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.