কলকাতা, 7 সেপ্টেম্বর : বেহালা পর্ণশ্রীর সেনপল্লিতে মা ও ছেলের জোড়া খুনের ঘটনায় ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্যের জাল ৷ যে জাল কাটতে গিয়ে একের পর এক তথ্য উঠে আসছে পুলিশের হাতে ৷ মৃত মহিলার স্বামীকে গতকালই জিজ্ঞাসাবাদ শুরু করেছিল পুলিশ ৷ এবার তাঁর বয়ান একাধিক অসঙ্গতি উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর ৷ জানা গিয়েছে, খুনের যে আনুমানিক সময় তদন্তকারীরা জানাচ্ছেন, ঠিক সেই সময় প্রায় দু’ঘণ্টা মৃত মহিলা সুস্মিতা মণ্ডলের স্বামীর মোবাইল ফোন সুইচ অফ ছিল ৷ পুলিশের তরফে জানানো হয়েছে দুপুর দু’টো থেকে তিনটের মধ্যে সুস্মিতা মণ্ডল এবং তাঁর ছেলে তমোজিৎ মণ্ডলকে খুন করা হয়েছে ৷ আর ঠিক সেই সময়ে, অর্থাৎ দুপুর দু’টো থেকে বিকেল 4টে পর্যন্ত সুস্মিতা মণ্ডলের স্বামীর মোবাইল ফোন বন্ধ ছিল ৷
এই জোড়া খুনের ঘটনায় ইতিমধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তভার হাতে নিয়েছে ৷ যেখানে এবার সন্দেহের তালিকায় সবার আগে রয়েছেন সুস্মিতা মণ্ডলের স্বামী তপন মণ্ডল ৷ পুলিশ সূত্রে খবর, তপন মণ্ডল তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি যখন বাড়ি ফেরেন তখন ঘরের দরজা খোলা ছিল ৷ ঘরের ভিতরে গিয়ে তিনি তাঁর স্ত্রী এবং ছেলের রক্তাক্ত দেহ দেখতে পেয়েছিলেন ৷ কিন্তু, অন্যদিকে তমোজিৎ মণ্ডলের গৃহশিক্ষিকা বিকেল পাঁচটার সময় ওই বাড়িতে গিয়েছিলেন ৷ তাঁকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করে ৷ যেখানে পুলিশকে তিনি জানিয়েছেন, ওই সময় ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল ৷ তিনি দীর্ঘক্ষণ বেল বাজান এমনকি ডাকাডাকি করেন ৷ কিন্তু, ভিতর থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে তিনি নাকি ফিরে যান ৷
আরও পড়ুন : Behala Murder : বেহালায় মা-ছেলের গলা কাটা দেহ উদ্ধার
কিন্তু, তপন মণ্ডলের বয়ান অন্য কথা বলছে ৷ তিনি জানিয়েছেন, সন্ধ্যায় বাড়িতে ফিরে তিনি ফ্ল্যাটের দরজা খোলা পেয়েছিলেন ৷ ফলে গৃহশিক্ষিকা এবং তপনবাবুর বয়ানের মধ্যে এই ফারাক পুলিশের সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ কে সত্যি কথা বলছেন ? তা জানতে পুলিশ প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করছেন ৷ যেহেতু তপন মণ্ডলের ফোন বন্ধ ছিল ৷ তাই তাঁর ফোনের লোকেশন ট্র্যাক করা সম্ভব নয় ৷ ফলে পেশায় ব্যাঙ্ককর্মী তপন মণ্ডলের কর্মস্থলে গিয়েও পুলিশ তদন্ত করবে বলে জানা গিয়েছে ৷ সেই সময় তিনি অফিসে ছিলেন কি না, বা না থাকলে কোথায় গিয়েছিলেন, এমন একাধিক প্রশ্ন তপন মণ্ডলের সহকর্মীদের পুলিশ করতে পারে ৷
আরও পড়ুন : Murder : নিত্য অশান্তি, মানসিক ভারসাম্যহীন ছেলেকে দিয়ে স্বামীকে খুন করার অভিযোগ কোলাঘাটে
পাশাপাশি গৃহশিক্ষিকার বয়ানও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ কারণ, ওই গৃহশিক্ষিকাও এর সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ পুলিশের ৷ পাশাপাশি, পুলিশ গতকাল রাতে বেহালার ওই ফ্ল্যাটে প্রবেশ করে সারা ঘরে রক্তের দাগ দেখেছিল ৷ সেখানে একটি ছুরিও পড়ে ছিল ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই ছুরি দিয়েই মা ও ছেলেকে আততায়ীকে খুন করেছিল ৷ আজ ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের ফরেনসিক দল ৷ সেখান থেকে তাঁরা নমুনাসংগ্রহ করেছেন ৷ পুলিশ সূত্রে খবর, যে দুই ঘরে সুস্মিতা মণ্ডল এবং তাঁর ছেলের দেহ পড়ে ছিল ৷ ওই দুই ঘর ছাড়াও বাড়ির অনেক জায়গায় রক্তের ছাপ পাওয়া গিয়েছে ৷ পাশাপাশি বাথরুমে রক্তের ছাপ পেয়েছেন তদন্তকারীরা ৷ মনে করা হচ্ছে, খুনের পর আততায়ী বাথরুমে গিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে ৷ এমনকি নিজের শরীর থেকে রক্তের দাগ মুছতে স্নান করেছেন ৷ এমনই বহু সম্ভাবনা উঠে আসছে গোয়েন্দাদের তদন্তে ৷
আরও পড়ুন : CBI : ভোট পরবর্তী হিংসার তদন্তের অগ্রগতি জানতে ডিআইজি অখিলেশ সিংকে দিল্লিতে তলব সিবিআইয়ের
পুলিশ সূত্রে খবর, খুনের সময় তমোজিৎ স্কুলের অনলাইন ক্লাস করছিল ৷ তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, তমোজিৎ পুরো ক্লাস করেনি ৷ তার স্কুলের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তমোজিৎ ক্লাস শেষ হওয়ার আগেই অফলাইন হয়ে গিয়েছিল ৷ ঠিক কোন সময়ে তমোজিৎ অফলাইন হয়, তাও জানার চেষ্টা করছে তদন্তকারীরা ৷ পাশাপাশি, তমোজিৎ যে ফোন থেকে অনলাইন ক্লাস করছিল, সেই ফোনটি পাওয়া যাচ্ছে না ৷ ফলে তদন্তকারীদের অনুমান, ওই ফোন থেকে কোনও গুরুত্বপূর্ণ তথ্য পেলেও পাওয়া যেতে পারে ৷ তাই খুনি সেই ফোনটি নিজের সঙ্গে নিয়ে গিয়ে থাকতে পারে ৷ ওই মোবাইলে ব্যবহার হওয়া নম্বরটি পুলিশ ট্র্য়াকিংয়ের জন্য পাঠিয়েছে ৷