ETV Bharat / state

Behala College NAAC Score: ন্যাকের মূল্যায়নে এ প্লাস প্লাস পেল বেহালা কলেজ, বেথুন এ প্লাস

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ন্যাক বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির মূল্যায়ন করে ৷ বিশ্ববিদ্যালয়গুলির একাধিক বিষয়ে খতিয়ে দেখে মূল্যায়ন করে ন্যাক ৷ এবার বেহালা কলেজ ন্যাকের মূল্যায়নে এ প্লাস প্লাস স্কোর পেয়েছে, বেথুন কলেজ পেয়েছে এ প্লাস (Behala College gets A Plus Plus) ৷

Behala College
বেহালা কলেজ
author img

By

Published : Mar 22, 2023, 9:46 AM IST

Updated : Mar 22, 2023, 10:14 AM IST

কলকাতা, 22 মার্চ: এ প্লাস প্লাস গ্রেড পেল বেহালা কলেজ ৷ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল-এর (ন্যাক) মূল্যায়নের এই খবর পেয়ে স্বাভাবিকভাবেই খুশি প্রধান শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা ৷ এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ ডঃ শর্মিলা মিত্র বলেন, "পর পর তিনবার বেহালা কলেজ ন্যাক-এর (National Assessment and Accreditation Council, NAAC) গ্রেড পেয়েছে ৷ তবে এই প্রথমবার আমরা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলাম ৷" তাদের স্কোর 4-এর মধ্যে 3.58 । এর পাশাপাশি বেহালা কলেজ ছাড়া বেথুন কলেজও ন্যাকের মূল্যায়নে উল্লেখযোগ্য ফল করেছে ৷ বেথুন কলেজ এ প্লাস পেয়েছে । তাদের স্কোর 3.26 ৷

তিনি আরও জানান, 2005 ও 2015 সালে বেহালা কলেজ ন্যাকে-র জন্য আবেদন করেছিল ৷ 2005 সালে বি প্লাস প্লাস এবং 2015 এ গ্রেড পেয়েছিল কলেজ ৷ তবে এবার প্রথম তারা এ প্লাস প্লাস পেয়েছে ৷ অধ্যক্ষ বলেন, "স্বাভাবিক ভাবে আমাদের সকলের খুবই ভালো লাগছে ৷ আমাদের কলেজে খুবই সাধারণ বাড়ির পড়ুয়ারা আসে ৷ এই কলেজে ন'টি এমন কোর্স আছে যেগুলি পড়ুয়াদের গঠনমূলক শিক্ষা দিতে সাহায্য করে ৷ এই ধরনের একাধিক কোর্স এখানে একেবারে বিনামূল্যে করানো হয়ে থাকে ৷"

Behala College NAAC Score
বেহালা কলেজে ন্যাকের মূল্যায়ন

কলজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে প্রতি পাঁচ বছর অন্তর বিভিন্ন মাপকাঠিতে মূল্যায়ন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ন্যাক ৷ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে উচ্চ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে স্কোর বা গ্রেড দেওয়া হয় ৷ সর্বোচ্চ স্কোর হল এ প্লাস প্লাস ৷ সেই এ প্লাস প্লাস গ্রেডই অর্জন করেছে বেহালা কলেজ ৷ প্রসঙ্গত দু'টি ভাগে ন্যাকের মূল্যায়ন করা হয় ৷ কলেজের দেওয়া নথি অর্থাৎ ডেটার উপর ভিত্তি করে 70 শতাংশ মূল্যায়ন করা হয় ৷ অন্যদিকে, বাকি 30 শতাংশ নির্ভর করে শিক্ষাক্ষেত্রে কলেজ পড়ুয়াদের কতটা সার্বিক উন্নতি হয়েছে, তার উপর ৷ পাশাপাশি কলেজের পরিকাঠামো, গবেষণা, শিক্ষাগত মান, ভবন, গ্রন্থাগার-সহ আরও বেশ কিছু বিষয় দেখা হয় ৷ এই মূল্যায়নের ভিত্তিতে বেহালা কলেজ 4-এর মধ্যে 3.58 পেয়েছে ৷ স্বাভাবিকভাবে এই মূল্যায়নে খুশি শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়ারা ৷ এদিকে উল্লেখযোগ্য ফলাফল করায় বেথুন কলেজের শিক্ষিকা থেকে পড়ুয়াদের মধ্যেও উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য, বন্ধ কাজকর্ম, আন্দোলনে অধ্যাপক-কর্মীরা

কলকাতা, 22 মার্চ: এ প্লাস প্লাস গ্রেড পেল বেহালা কলেজ ৷ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল-এর (ন্যাক) মূল্যায়নের এই খবর পেয়ে স্বাভাবিকভাবেই খুশি প্রধান শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা ৷ এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ ডঃ শর্মিলা মিত্র বলেন, "পর পর তিনবার বেহালা কলেজ ন্যাক-এর (National Assessment and Accreditation Council, NAAC) গ্রেড পেয়েছে ৷ তবে এই প্রথমবার আমরা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলাম ৷" তাদের স্কোর 4-এর মধ্যে 3.58 । এর পাশাপাশি বেহালা কলেজ ছাড়া বেথুন কলেজও ন্যাকের মূল্যায়নে উল্লেখযোগ্য ফল করেছে ৷ বেথুন কলেজ এ প্লাস পেয়েছে । তাদের স্কোর 3.26 ৷

তিনি আরও জানান, 2005 ও 2015 সালে বেহালা কলেজ ন্যাকে-র জন্য আবেদন করেছিল ৷ 2005 সালে বি প্লাস প্লাস এবং 2015 এ গ্রেড পেয়েছিল কলেজ ৷ তবে এবার প্রথম তারা এ প্লাস প্লাস পেয়েছে ৷ অধ্যক্ষ বলেন, "স্বাভাবিক ভাবে আমাদের সকলের খুবই ভালো লাগছে ৷ আমাদের কলেজে খুবই সাধারণ বাড়ির পড়ুয়ারা আসে ৷ এই কলেজে ন'টি এমন কোর্স আছে যেগুলি পড়ুয়াদের গঠনমূলক শিক্ষা দিতে সাহায্য করে ৷ এই ধরনের একাধিক কোর্স এখানে একেবারে বিনামূল্যে করানো হয়ে থাকে ৷"

Behala College NAAC Score
বেহালা কলেজে ন্যাকের মূল্যায়ন

কলজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে প্রতি পাঁচ বছর অন্তর বিভিন্ন মাপকাঠিতে মূল্যায়ন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ন্যাক ৷ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে উচ্চ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে স্কোর বা গ্রেড দেওয়া হয় ৷ সর্বোচ্চ স্কোর হল এ প্লাস প্লাস ৷ সেই এ প্লাস প্লাস গ্রেডই অর্জন করেছে বেহালা কলেজ ৷ প্রসঙ্গত দু'টি ভাগে ন্যাকের মূল্যায়ন করা হয় ৷ কলেজের দেওয়া নথি অর্থাৎ ডেটার উপর ভিত্তি করে 70 শতাংশ মূল্যায়ন করা হয় ৷ অন্যদিকে, বাকি 30 শতাংশ নির্ভর করে শিক্ষাক্ষেত্রে কলেজ পড়ুয়াদের কতটা সার্বিক উন্নতি হয়েছে, তার উপর ৷ পাশাপাশি কলেজের পরিকাঠামো, গবেষণা, শিক্ষাগত মান, ভবন, গ্রন্থাগার-সহ আরও বেশ কিছু বিষয় দেখা হয় ৷ এই মূল্যায়নের ভিত্তিতে বেহালা কলেজ 4-এর মধ্যে 3.58 পেয়েছে ৷ স্বাভাবিকভাবে এই মূল্যায়নে খুশি শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়ারা ৷ এদিকে উল্লেখযোগ্য ফলাফল করায় বেথুন কলেজের শিক্ষিকা থেকে পড়ুয়াদের মধ্যেও উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য, বন্ধ কাজকর্ম, আন্দোলনে অধ্যাপক-কর্মীরা

Last Updated : Mar 22, 2023, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.