কলকাতা, 7 জানুয়ারি : হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । হাসপাতাল থেকে বেরোনোর পর দাদাকে বেশ স্বাভাবিকই লাগছিল । তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । সঙ্গে ছিল পাইলট কারও ।
হাসপাতাল থেকে বেরোনোর সময় আজ দাদার পরনে ছিল খয়েরি রঙের ফুল জ্যাকেট । মুখে মাস্ক । বেরিয়ে প্রথমেই হাসপাতালের বাইরে অপেক্ষারত অনুরাগীদের উদ্দেশে হাত নাড়লেন মহারাজ । জানালেন- তিনি পুরোপুরি সুস্থ আছেন । ধন্যবাদ জানান কলকাতার ওই হাসপাতালের সকল চিকিৎসককে । দেবী শেটি থেকে শুরু করে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা সকলকে ধন্যবাদ জানান সৌরভ গঙ্গোপাধ্যায় । বলেন, "জীবন ফিরে পেলাম । চিকিৎসকরা যতদিন বলবেন ততদিন বিশ্রাম নেব । আশা করি, দ্রুত আমি আবার উড়তে পারব ।"
হাসপাতাল থেকে নিজের পছন্দের চেরি রঙের গাড়িতে করে হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি । হাসপাতালের মতো বাড়ির সামনেও ছিল ভক্তদের চোখে পড়ার মতো ভিড় । বাড়ি ঢোকার সময় ভক্তদের ভিড় সামাল দিতে রীতিমতো নাজেহাল হতে হয় পুলিশকে । অনুগামীদের উদ্দেশে বললেন, তিনি ভালো আছেন ।
মঙ্গলবার সৌরভকে দেখতে হাসপাতালে যান হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেটি । তাঁর সঙ্গে আলোচনার পরই সৌরভকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ । সৌরভকে দেখার পর দেবী শেটি জানিয়ে দিয়েছিলেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তিনি । একেবারেই সুস্থ মহারাজ । এমনকী, দাদা কতটা সুস্থ রয়েছে তা মজার ছলে বোঝাতে তিনি বলেন, "সৌরভ ম্যারাথনেও দৌড়াতে পারবেন, প্রয়োজনে বিমানও চালাতে পারবেন ।"
আরও পড়ুন : "সৌরভ গাঙ্গুলি লাউঞ্জ", ভিজিটারদের জন্য বিশেষ ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের
গত শনিবার অর্থাৎ 2 জানুয়ারি দুপুর থেকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা চলছে । তাঁর তিনটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে । শনিবার বিকালেই তাঁর একটি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে । বাকি দু'টি আর্টারিতেও স্টেন্ট বসানো হবে । তবে তা এখনই নয় । সৌরভের শারীরিক অবস্থা বুঝে এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ।