কলকাতা, 27 জানুয়ারি : ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । আজ সকালে বুকে ব্যথা অনুভব করেন তিনি । যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চেক-আপের জন্য হাসপাতালে এসেছেন । তাঁর সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে ।
এর আগে 2 জানুয়ারি বুকে ব্যথা নিয়ে দক্ষিণ কলকাতার হাসপাতালে ভরতি হয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । তাঁর তিনটি আর্টারিতে ব্লক ধরা পড়ে । একটি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হলেও, বাকি দু'টিতে পরে স্টেন্ট বসানো হবে বলে জানানো হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে । হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শ নিয়ে 7 জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে ।
আরও পড়ুন, শাহর সফরের আগের দিনই সাংসদ, বিধায়কদের জরুরি বৈঠকে মমতা
এর তিন সপ্তাহের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায় । বুধবার সকালে বুকে অস্বস্তি বোধ করায় চিকিৎসকদের পরামর্শ নেন পরিবারের সদস্যরা । তারপরেই পরামর্শমতো হাসপাতালে ভরতির সিদ্ধান্ত নেওয়া হয় । সময় যাতে নষ্ট না হয়, সেজন্য গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে বর্তমানে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা । কেন এত দ্রুত অসুস্থতা তা দেখার চেষ্টা করছেন চিকিৎসকরা। তাঁকে দেখছেন তিনজন চিকিৎসক।
অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুস্থতা কামনা করে টুইট করেন কৈলাস বিজয়বর্গীয় । লেখেন, "ফের একবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতা সত্যিই চিন্তার। ওঁর বুকে ব্যথা হচ্ছে বলে জানতে পেরেছি । ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, সৌরভ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং ভারতীয় ক্রিকেটকে উচ্চতায় নিয়ে যান । "
-
श्री सौरभ गांगुली जी के फिर से अस्वस्थ होने की सूचना चिंताजनक है। जानकारी के मुताबिक उनके सीने में दर्द हुआ है। ईश्वर से कामना है कि वे जल्द स्वस्थ हों और भारतीय क्रिकेट को ऊंचाई पर ले जाएं।
— Kailash Vijayvargiya (@KailashOnline) January 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">श्री सौरभ गांगुली जी के फिर से अस्वस्थ होने की सूचना चिंताजनक है। जानकारी के मुताबिक उनके सीने में दर्द हुआ है। ईश्वर से कामना है कि वे जल्द स्वस्थ हों और भारतीय क्रिकेट को ऊंचाई पर ले जाएं।
— Kailash Vijayvargiya (@KailashOnline) January 27, 2021श्री सौरभ गांगुली जी के फिर से अस्वस्थ होने की सूचना चिंताजनक है। जानकारी के मुताबिक उनके सीने में दर्द हुआ है। ईश्वर से कामना है कि वे जल्द स्वस्थ हों और भारतीय क्रिकेट को ऊंचाई पर ले जाएं।
— Kailash Vijayvargiya (@KailashOnline) January 27, 2021