কলকাতা, 15 ডিসেম্বর: সংসদে হামলা কাণ্ডে মূল অভিযুক্ত ললিত ঝায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায়ের একটি ছবি ভাইরাল হয় বৃহস্পিতবার ৷ যে ছবিকে হাতিয়ার করে সংসদ হামলার সঙ্গে বরানগরের বিধায়কের নাম জুড়ে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ শুক্রবার সুকান্তকে পালটা জবাব দিলেন তাপস রায় ৷ তাঁর বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণ করতে না পারলে প্রত্যেকের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই জন প্রতিনিধি ৷
এ দিন তাপস রায় বলেন, ‘‘45 বছর ধরে রাজনীতি করছি । কেউ এমন কোনও কিছু দেখাতে পারবেন না, যাতে ভাবমূর্তি কালিমালিপ্ত হয় । যে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে অন্যান্য বিজেপি নেতারা করছেন, তা তাঁদেরই প্রমাণ করতে হবে । বিজেপি নেতারা শুধুমাত্র টুইট করে এই কথাটা বলে থেমে গেলে চলবে না । ওদেরও যা যা করার সেটা করতে হবে । আমার সঙ্গে সুকান্ত মজুমদারের কোর্টে দেখা হবে । কথায় কথায় ওরা আদালত দেখায় তো ! এবার এই ইস্যু নিয়ে আমি কোর্টে যাব । সিভিল ও ক্রিমিনাল দু’টো কেসই করা হবে । আমার সঙ্গে ওই নামে ছেলেটির কোনোদিন কোনও যোগাযোগ ছিল না ।’’
তবে একা সুকান্ত মজুমদার নন, এ দিন তাপসের সঙ্গে ললিত-যোগ নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী-সহ আরও অনেকে । যে ছবির ভিত্তিতে বিজেপি এই অভিযোগ তুলছে, তা নিয়ে তাপস রায়ের বক্তব্য, ‘‘ছবিতে কোনও কিছু প্রমাণ হয় না । এটা ওদের প্রমাণ করতে হবে ৷ আর প্রমাণ করতে না পারলে ভারতীয় ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী, যা করার আমি করব ।’’
এই ইস্যুতে তাপসের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষও । তিনি বলেন, ‘‘এখন বিজেপি বড় বড় কথা বলছে, এই অভিযুক্ত যারাই হোক, তাদের ইতিহাস জানার দরকার নেই । আসল বিষয় হচ্ছে সংসদের নিরাপত্তা । এই লোকগুলো সংসদে পৌঁছাল, গ্যালারিতে পৌঁছাল, ঝাঁপ দিল-ধোয়া বোমা ছাড়লো ভিডিয়ো তুলল, ভাইরাল করার চেষ্টা করলো, তা নিয়ে বলছে না ।’’
তিনি আরও বলেন, ‘‘একটা সময় শুভেন্দু তৃণমূলে ছিল ৷ এখন বিজেপিতে । শুভেন্দু যদি ঝাঁপ দিত, তাহলে শুভেন্দুর তৃণমূল পরিচয় সামনে আসতো, না বিজেপির পরিচয় সামনে আসতো ? যে প্রতাপ সিমহা পাশ দিয়েছেন, তাঁকে অবিলম্বে বের করে দিতে হবে সংসদ থেকে । কারণ, তিনি জঙ্গি কাজকর্মে মদত দিয়েছেন । এই ঘটনা আটকাতে ব্যর্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন । সেসব ভুলে গিয়ে এখন অন্য গল্প শোনানো হচ্ছে । এসব করে আসলে মূল বিষয়টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ।’’
আরও পড়ুন: